'The river flows past the village.' Here 'past' is a/an-
A
noun
B
verb
C
adverb
D
preposition
উত্তরের বিবরণ
বাক্যটি হলো The river flows past the village। এখানে past শব্দটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি ক্রিয়া flows এর সাথে যুক্ত হয়ে নির্দেশ করছে নদী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে।
যেহেতু past শব্দটি noun phrase (the village) এর আগে বসে অবস্থান নির্দেশ করছে, তাই এটি preposition হিসেবে গণ্য হবে।
-
Past (preposition): on or to the other side of somebody/something
-
বাংলা অর্থ: পেরিয়ে; ছাড়িয়ে
উদাহরণ:
-
We live in the house just past the church.
-
He hurried past them without stopping.
-
He just walked straight past us!

0
Updated: 1 day ago
She works hard. What part of speech is the underlined word?
Created: 1 month ago
A
Adjective
B
Adverb
C
Verb
D
Noun
সঠিক উত্তর: খ) Adverb (ক্রিয়া বিশেষণ)
-
বাক্যে: She works hard. এখানে "hard" হল একটি Adverb।
-
কারণ এটি "works" (ক্রিয়া) কে বর্ণনা করছে, অর্থাৎ কাজটা কিভাবে হচ্ছে তা জানাচ্ছে।
-
তাই এটাকে বলা হয় Adverb of manner (কর্মের ধরন নির্দেশ করে এমন ক্রিয়া বিশেষণ)।
Adverb কী?
-
Adverb হলো এমন একটি শব্দ যা Verb (ক্রিয়া), Adjective (বিশেষণ) অথবা অন্য Adverb কে বর্ণনা করে।
Adverb of manner কী?
-
Adverb of manner এমন শব্দ যা কোনো কাজ বা ঘটনার কিভাবে হওয়া বা ঘটার ধরন বোঝায়।
উদাহরণ:
-
Work hard and play hard, that’s my motto.
-
He didn’t try very hard, so he failed.
সংক্ষেপে: যে শব্দ কোন কাজ কীভাবে হচ্ছে তা বোঝায়, তাকে Adverb of manner বলে।

0
Updated: 1 month ago
Widower is an example of -
Created: 2 weeks ago
A
Masculine gender
B
Feminine gender
C
Common gender
D
Neuter gender
Widower is an example of Masculine gender
Widower [Masculine Gender]
-
English Meaning: A man who has lost his spouse by death and has not married again.
-
Bangla Meaning: বিপত্নীক
Feminine Gender: Widow
-
Widow [Noun, verb]
-
English Meaning: A woman who has lost her spouse by death and has not married again.
-
Bangla Meaning: বিধবা
-
Source:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
She has been ill _____ last Monday.
Created: 1 month ago
A
for
B
from
C
since
D
None of the above
Sentence: She has been ill since last Monday.
Since: নির্দিষ্ট সময় (point of time) বোঝাতে ব্যবহৃত হয়।
যেমন: গত সোমবার, ২০১৯, বিকেল ৩টা।
Examples:
-
Absent since Friday.
-
Living in Comilla since 2019.
For: সময়কাল (period of time) বোঝাতে ব্যবহৃত হয়।
Examples:
-
Ill for three months.
-
Raining for two hours.

0
Updated: 1 month ago