Select the sentence in which 'fast' is an adverb:
A
Don't drive so fast!
B
Technology is expanding at a fast pace.
C
Muslims fast during Ramadan.
D
Ushashi went on a 24-hour fast to detox.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো – ক) Don't drive so fast! এখানে drive একটি verb এবং fast verb-টিকে modify করছে, অর্থাৎ "কত দ্রুত গাড়ি চালানো হবে" তা বোঝাচ্ছে। তাই এখানে fast একটি adverb।
-
Adverb: যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
-
Fast [adverb]:
-
English meaning: quickly
-
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি
-
Example:
-
Don't drive so fast!
-
How fast were you going?
-
-
Other options:
খ) Technology is expanding at a fast pace.
-
এখানে fast একটি adjective, কারণ এটি pace (noun) কে describe করছে।
-
সুতরাং এখানে fast হলো adjective।
-
Adjective: সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে সেটিকে modify করে।
-
Fast [adjective]:
-
English meaning: moving or happening quickly, or able to move or happen quickly
-
Bangla meaning: ক্ষিপ্র; দ্রতগামী
-
গ) Muslims fast during Ramadan.
-
এখানে fast হলো verb, যার অর্থ "রোজা রাখা"।
-
Fast [verb]:
-
English meaning: to eat little or no food for a period of time, especially for religious or medical reasons
-
Bangla meaning: উপবাস করা; রোজা রাখা
-
ঘ) Ushashi went on a 24-hour fast to detox.
-
এখানে fast হলো noun, যার অর্থ "রোজা"।
-
Fast [noun]:
-
English meaning: a period during which you do not eat food, especially for religious or health reasons
-
Bangla meaning:
-
উপবাস: a fast of three days
-
উপবাসের দিন বা সময়
-
-

0
Updated: 1 day ago
I think we've met before. Here 'before' is -
Created: 15 hours ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
• এখানে before হলো adverb।
ব্যাখ্যা:
-
বাক্যে I think we've met before – এখানে before ক্রিয়াটি (met) কবে ঘটেছে তা নির্দেশ করছে, অর্থাৎ previously / আগে।
-
সময় নির্দেশ করা শব্দ সাধারণত adverb হিসেবে কাজ করে।
Before (adverb) অর্থ:
-
English: at an earlier time; in the past; already
-
Bangla: আগে; পূর্বে; অতীতে; ইতিমধ্যে
উদাহরণ:
-
You should have told me so before.
-
It had been fine the week before. (= পূর্বের সপ্তাহে)
-
That had happened long before. (= অনেক আগেই)
-
I think we've met before.

0
Updated: 15 hours ago
Work while the music plays.
The underlined part is an example of -
Created: 1 month ago
A
Principal clause
B
Adjective clause
C
Noun clause
D
Adverb clause
Adverb Clause
Example:
-
Work while the music plays.
-
Underlined part: while the music plays → Adverb Clause
-
কারণ: এটি verb ‘Work’ কে modify করছে।
-
বিশ্লেষণ
-
যদি principal clause-এর verb কে How, Where, When, Why দিয়ে প্রশ্ন করা যায়, তবে উত্তর দেয় adverbial clause।
-
উদাহরণ: Work → When? → while the music plays
-
এটি time নির্দেশ করছে → Adverb clause of time
-
সাধারণত before, after, since, when, wherever, while, till, until দিয়ে adverbial clause of time শুরু হয়।
Adverb Clause সংজ্ঞা
-
যে dependent clause adverb-এর মত কাজ করে, অর্থাৎ verb-এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে, তাকে Adverb Clause বা Adverbial Clause বলে।
-
Adverbial clause সাধারণত complex sentence-এর verb, adjective বা adverb modify করে।
More Examples
-
Run while the sun is shining. → Underlined part: Adverb Clause
-
Wait while I get ready. → Underlined part: Adverb Clause

0
Updated: 1 month ago
No compromises, no ands.
Here, the underlined words are respectively -
Created: 1 month ago
A
Conjunction, Conjunction
B
Noun, Noun
C
Verb, Verb
D
Conjunction, Noun
• Correct answer: Noun, Noun.
• No compromises, no ands.
এখানে,
- "compromises" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "No" "compromises" কে মডিফাই করেছে।
- "ands" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "no" "ands" কে মডিফাই করেছে।

0
Updated: 1 month ago