The author of ‘To Autumn’ belongs to which literary period?
A
Renaissance
B
Modernist
C
Romantic
D
Victorian
উত্তরের বিবরণ
‘To Autumn’ কবিতার রচয়িতা John Keats, যিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি। এই কারণে ‘To Autumn’ কবিতাটি রোমান্টিক সাহিত্য যুগের অন্তর্ভুক্ত। রোমান্টিক যুগ ১৮শ শতাব্দীর শেষ থেকে ১৯শ শতাব্দীর শুরু পর্যন্ত বিস্তৃত একটি সাহিত্য আন্দোলন, যা প্রকৃতি, অনুভূতি, কল্পনা ও ব্যক্তিগত অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে।
-
অন্যান্য সাহিত্যকাল ও তাদের বৈশিষ্ট্য:
-
Renaissance: মধ্যযুগের পরে ইউরোপে শিল্প, বিজ্ঞান ও সাহিত্যচর্চার পুনর্জাগরণের সময়কাল।
-
Modernist: ২০শ শতাব্দীর শুরুতে নতুন রচনাশৈলী ও চিন্তাধারা নিয়ে সাহিত্য।
-
Victorian: ১৯শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার শাসনকালে রচিত সাহিত্য।
-
-
To Autumn:
-
এটি John Keats-এর শেষ প্রধান কবিতা।
-
প্রকাশিত হয় ১৮২০ সালে, Lamia, Isabella, The Eve of St. Agnes, and Other Poems গ্রন্থে।
-
কবিতায় শরৎ ঋতুর সৌন্দর্য, পরিপূর্ণতা ও প্রাকৃতিক চক্রের চিত্র সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
-
0
Updated: 1 month ago
Change into indirect speech: The teacher said, "Open your books."
Created: 1 month ago
A
The teacher said to open your books.
B
The teacher asked open your books.
C
The teacher told them to open their books.
D
The teacher told to opened their books.
Answer: গ) The teacher told them to open their books.
-
মূল বাক্য একটি আদেশ বা অনুরোধ নির্দেশ করে।
-
Reported speech-এ tell/told + object + to + verb ফর্ম ব্যবহার হয়।
-
Your books পরিবর্তিত হয়ে their books হয়েছে, কারণ subject পরিবর্তিত হয়েছে।
-
সরাসরি নির্দেশের জন্য said এর পরিবর্তে told ব্যবহার করা হয়েছে।
-
সঠিক Indirect Speech: The teacher told them to open their books.
Other options:
-
ক) The teacher said to open your books. → এখানে অবজেক্ট নেই এবং your অপরিবর্তিত আছে, তাই ভুল।
-
খ) The teacher asked open your books. → সঠিক গঠন অনুসরণ করা হয়নি।
-
ঘ) The teacher told to opened their books. → to opened ভুল; সঠিক infinitive হলো to open।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Transform it into an assertive sentence:
Isn’t he your friend?
Created: 1 month ago
A
He is not your friend.
B
He is your friend.
C
He may be your friend.
D
He will be your friend.
এই প্রশ্নে negative interrogative বাক্যকে assertive sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He is your friend.
-
মূল বাক্য: Isn’t he your friend?
-
এটি এমন একটি প্রশ্ন যা মূলত “সে তোমার বন্ধু” এই ধারণা নিশ্চিত করতে চায়।
-
Assertive sentence-এ রূপান্তরের সময় প্রশ্নের অর্থ এবং ভাব অক্ষুণ্ণ রাখা হয়।
-
যেহেতু বক্তা আশা করছে উত্তর হবে হ্যাঁ, তাই assertive রূপ হবে: He is your friend.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He is not your friend → মূল প্রশ্নের ভাবের বিপরীত অর্থ প্রকাশ করে।
-
গ) He may be your friend → এটি অনিশ্চয়তা বোঝায়, যা মূল প্রশ্নে নেই।
-
ঘ) He will be your friend → এটি ভবিষ্যৎ কাল বোঝায়, অথচ প্রশ্নটি বর্তমান সম্পর্কে।
0
Updated: 1 month ago
Which sentence is incorrect?
Created: 1 month ago
A
She is the more beautiful of the two girls.
B
Of all the boys, he is the latter.
C
He is taller than any other boy in the class.
D
Two boys named Kalim and Salim come here-I know the latter.
The required answer: খ) Of all the boys, he is the latter.
-
“Latter” শব্দটি কেবল দুইটির মধ্যে দ্বিতীয়টি বোঝাতে ব্যবহার হয়, দুই-এর বেশি হলে নয়।
-
“Of all the boys” মানে অনেক ছেলে; সেখানে latter ব্যবহার ভুল।
-
সঠিক হবে: He is the latter of the two boys.
Rules and Notes:
-
দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে comparative, দুই-এর অধিক বোঝাতে superlative ব্যবহার হয়।
-
Inc.: She is the most beautiful of the two girls.
-
Cor.: She is the more beautiful of the two girls.
-
-
Comparative-এর আগে the বসে না, কিন্তু দুই-কথাটি উল্লেখ থাকলে তার আগে the ব্যবহৃত হয়।
-
Inc.: He is taller boy in the class.
-
Cor.: He is the tallest boy in the class.
-
Or: He is taller than any other boy in the class.
-
-
উদাহরণ:
-
Inc.: Two boys named Kalim and Salim came here—I know the last.
-
Cor.: Two boys named Kalim and Salim came here—I know the latter.
-
Other options: সব সঠিক।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain
0
Updated: 1 month ago