Which author caused controversy with the novel The Satanic Verses?
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
উত্তরের বিবরণ
Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস The Satanic Verses দিয়ে বিশ্বব্যাপী বিতর্ক সৃষ্টি করেন। উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর ফলে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেওয়া হয়।
-
The Satanic Verses:
-
লেখক: Salman Rushdie
-
ধরন: Magic realist epic novel
-
প্রকাশ: 1988
-
বিষয়বস্তু: পরিচয়, বিচ্ছিন্নতা, মূলহীনতা, নির্মমতা, আপোষ, এবং সমাজের স্বীকৃতির সঙ্গে সামঞ্জস্য।
-
এটি ২০শ শতকের সবচেয়ে বিতর্কিত বইগুলোর মধ্যে একটি।
-
-
Salman Rushdie:
-
জন্ম: ভারত (Indian-born)
-
নাগরিকত্ব: British
-
পূর্ণ নাম: Sir Ahmed Salman Rushdie
-
তিনি একজন উল্লেখযোগ্য লেখক, বিশেষত উপন্যাস ও প্রবন্ধ রচনার জন্য পরিচিত।
-
0
Updated: 1 month ago
ou need not _________, it wasn’t your fault.
Created: 1 month ago
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
Need যখন modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন negative sentence-এ এর পরে not আসে এবং to ব্যবহার করা হয় না। অর্থাৎ, need not + verb (base form) গঠন ব্যবহার হয়।
-
Semi-modal: Need মূল verb হিসেবেও ব্যবহৃত হয়, আবার modal হিসেবেও।
-
নিয়ম: Need-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
-
Example sentences:
-
You needn’t take off your shoes.
-
You need not spend a lot of money on presents.
-
-
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.
-
এখানে apologize হলো base form, কারণ need modal হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
0
Updated: 1 month ago
She’s very talented, but unfortunately, she always seems to ________ when it matters most.
Created: 2 months ago
A
drop the ball
B
bend over backward
C
jump the gun
D
hit the ground running
Idiom: drop the ball
Complete Sentence:
-
She’s very talented, but unfortunately, she always seems to drop the ball when it matters most.
-
Bangla Meaning: সে খুব মেধাবী, তবে দুর্ভাগ্যবশত, যখন সবচেয়ে জরুরি তখনই সে ভুল করে বসে।
অর্থ ও ব্যাখ্যা
-
drop the ball: ভুল করা বা দায়িত্বে অবহেলা করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়
-
Example: He was doing great, but he dropped the ball during the final presentation.
অন্যান্য বিকল্প এবং ব্যাখ্যা
-
bend over backward
-
অর্থ: খুব কঠোর পরিশ্রম করা বা অতিরিক্ত চেষ্টা করা কারো জন্য
-
Example: She bent over backward to help her team finish the project.
-
মানানসই নয়, কারণ এখানে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
jump the gun
-
অর্থ: আগে থেকেই কিছু করা বা সময়ের আগে শুরু করা
-
Example: Don’t jump the gun and start the meeting without the manager.
-
মানায় না, কারণ বাক্যে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
hit the ground running
-
অর্থ: খুব দ্রুত এবং প্রস্তুত হয়ে কাজ শুরু করা
-
Example: The new employee hit the ground running from day one.
-
এখানে অর্থের মিল নেই, কারণ দ্রুত কাজ শুরু করার কথা বলা হয়েছে, ব্যর্থতা নয়।
-
সঠিক উত্তর:
-
ক) drop the ball ✅
-
কারণ: বাক্যে বলা হয়েছে সে প্রতিভাবান হলেও গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বা ব্যর্থ হয়, যা “drop the ball” এর সঠিক অর্থ।
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago
I am late, ___?
Created: 1 month ago
A
am I?
B
aren't I?
C
amn't I?
D
is it?
Correct Answer: খ) aren’t I?
-
মূল বাক্য: I am late → এটি একটি affirmative (positive) sentence।
-
Tag question-এর নিয়ম অনুযায়ী, মূল বাক্য positive হলে tag হবে negative।
-
Subject হলো I এবং auxiliary verb am, তবে amn't I ব্যবহার করা হয় না। এটি একটি ব্যতিক্রম।
-
সঠিক tag question: I am late, aren’t I?
Other options:
-
ক) am I? → এটি affirmative tag, মূল বাক্যও affirmative, তাই ভুল।
-
গ) amn't I? → grammatically incorrect; standard English-এ নেই।
-
ঘ) is it? → Subject ভুল (I নয়, "it"), সম্পূর্ণ ভুল।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago