Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
উত্তরের বিবরণ
• লেমুয়েল গালিভার চরিত্রটি সৃষ্টি করেছিলেন Jonathan Swift। তিনি ছিলেন আঠারো শতকের একজন আইরিশ সাহিত্যিক, যিনি মূলত ব্যঙ্গধর্মী রচনার জন্য পরিচিত। তার লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি জনপ্রিয় রচনা, যেখানে গালিভার বিভিন্ন কাল্পনিক দেশে ভ্রমণের মাধ্যমে মানব সমাজ, রাজনীতি ও বিজ্ঞানকে ব্যঙ্গ করা হয়েছে। অন্য অপশনগুলোর মধ্যে,
H.G. Wells ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞান কল্পকাহিনির লেখক, যিনি
"The Time Machine" এবং
"The War of the Worlds" লিখেছেন।
Robert Louis Stevenson লিখেছেন "Treasure
Island" ও "Dr. Jekyll and Mr. Hyde"। Lewis Carroll মূলত
"Alice’s Adventures in Wonderland" লেখার জন্য বিখ্যাত। সুতরাং, সঠিক উত্তর Jonathan Swift.
• বিস্তারিত আলোচনা:
• Gulliver's Travels:
- Jonathan Swift রচিত ৪ খন্ডের একটি রম্য রচনা।
- এর full title হচ্ছে -
Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- এটি 18th century এর একটি famous satire.
• সারসংক্ষেপ:
- Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত
Source: Britannica.

0
Updated: 6 hours ago
What does "Sit on the fence" mean?
Created: 1 week ago
A
To avoid making a decision
B
To choose a side quickly
C
To argue loudly
D
Completely in the power
The correct answer: ক) To avoid making a decision.
Expression: Sit on the fence
-
English Meaning: Avoid making a decision or choice; in a position of neutrality or indecision.
-
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া; নিরপেক্ষতা অবলম্বন করা।
-
Example Sentence: You can't sit on the fence any longer – you have to decide whose side you're on.
-
Bangla Meaning of Example: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না; তোমাকে ঠিক করতে হবে তুমি কার পক্ষে।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
You used to smoke, ____?
Created: 2 days ago
A
haven’t you?
B
did you?
C
don’t you?
D
didn’t you?
এই প্রশ্নে “used to” বাক্যের সাথে সঠিক question tag নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— didn’t you?
-
মূল বাক্য: You used to smoke, ____?
-
“Used to” বোঝায় যে অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু এখন নেই।
-
এটি past tense, তাই question tag হবে negative past tense: didn’t you?
-
সঠিক বাক্য হবে: You used to smoke, didn’t you? → “তুমি আগে ধূমপান করতে়, তাই না?”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) haven’t you? → এটি present perfect tense-এর জন্য, এখানে প্রযোজ্য নয়।
-
খ) did you? → মূল বাক্য affirmative, তাই tag হবে negative।
-
গ) don’t you? → এটি present tense-এর tag, কিন্তু “used to” অতীতকাল বোঝায়, তাই ভুল।

0
Updated: 2 days ago
Everybody has some desire. (Interrogative)
Created: 1 week ago
A
Who has some desire?
B
Who has no desire?
C
Who does not have some desire?
D
Who is not desiring?
The correct answer: খ) Who has no desire?
-
Assertive: Everybody has some desire.
-
Interrogative: Who has no desire? বা Who does not have any desire?
Assertive → Interrogative রূপান্তরের নিয়ম:
-
Assertive-এ যদি everyone/everybody + verb থাকে, তাহলে Interrogative-এ হয়: Who + (Auxiliary verb) + not + verb।
Examples:
-
Ass: Everyone likes flowers. → Int: Who does not like flowers?
-
Ass: Everyone must die. → Int: Who will not die?
-
Ass: Everybody has some needs. → Int: Who has no needs?
-
Ass: Everybody is greedy. → Int: Who is not greedy?
Other options:
-
ক) Who has some desire? → Affirmative question, মূল বাক্যের মানে অনুসারে ভুল।
-
গ) Who does not have some desire? → ভুল, কারণ negative বাক্যে some এর পরিবর্তে any বা no ব্যবহার হয়।
-
ঘ) Who is not desiring? → ভুল এবং অস্বাভাবিক, কারণ desire এখানে abstract noun, সাধারণ verb নয়।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago