Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
উত্তরের বিবরণ
• "Fools rush in
where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত
"An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে
Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা
heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর
Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক
(epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি
Source: Britannica.

0
Updated: 6 hours ago
Change into indirect speech:
They said, "We had finished the work."
Created: 1 week ago
A
They said that they finished the work.
B
They said that they had finished the work.
C
They said that they have finished the work.
D
They said that they had finish the work.
Correct Answer: খ) They said that they had finished the work.
-
মূল বাক্য: They said, "We had finished the work."
-
এটি Past Perfect Tense-এ আছে।
-
Reported speech-এ tense অপরিবর্তিত থাকে।
-
Had finished অপরিবর্তিত থাকে।
-
বাক্যটি সম্পন্ন কাজ বোঝায়।
-
সুতরাং সঠিক reported speech: They said that they had finished the work.
Other options:
-
ক) They said that they finished the work. → Past Indefinite, মূল বাক্য Past Perfect ছিল।
-
গ) They said that they have finished the work. → Present Perfect, যা ভুল।
-
ঘ) They said that they had finish the work. → ভুল, had + past participle হওয়া উচিত; সঠিক: had finished।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago
Identify the correct sentence.
Created: 7 hours ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
• Correct sentence: It is time they called their parents.
- Bangla Meaning: তাদের
বাবা-মাকে কল করার
উপযুক্ত সময় হয়েছে।
• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর
যদি subject থাকে তাহলে পরবর্তী
verb টি past
indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই
উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high
time you took responsibility for your actions.
• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে,
তাই এর পরে verb এর
past form (called) বসবে।
• More examples:
- It is time we went to bed.
- It is time you made a decision.
- It is time he apologized for his mistake.
- It is time she packed her bags.
• তবে, It is time/It
is high time এরপর যদি subject না থাকে তবে
to + verb হয়।
- যেমন: It is high
time to stop corruption.

0
Updated: 7 hours ago
The soup tastes delicious. (passive)
Created: 1 week ago
A
The soup is tasted delicious.
B
The soup was delicious tasted.
C
Delicious is tasted by the soup.
D
The soup is delicious when it is tasted.
The correct answer is - ঘ) The soup is delicious when it is tasted.
Quasi-Passive Verb হলো এমন কিছু active form-এর verb, যেগুলো দেখতে active হলেও অর্থে passive sense প্রকাশ করে।
উদাহরণ:
-
Active: The soup tastes delicious.
-
Passive: The soup is delicious when it is tasted.
Complement সহ (With Complement) Verb
-
Verb-এর অর্থ সম্পূর্ণ করতে একটি complement প্রয়োজন হয়।
-
Complement বিশিষ্ট quasi-passive verb থাকলে passive করতে structure:
Passive: S + be-verb + complement + when(if) + it/they + be-verb + V(p.p)
আরও উদাহরণ:
-
Active: The cloth feels smooth.
-
"feels" → quasi-passive verb
-
"smooth" → complement
-
-
Passive: The cloth is smooth when it is felt.
অন্য অপশনসমূহ:
ক) The soup is tasted delicious.
-
"tasted" যদি verb হয়, তবে "delicious" তার object হতে পারে না।
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
খ) The soup was delicious tasted.
-
"delicious tasted" ভুল বাক্যাংশ; adjective ও verb-এর ভুল ব্যবহার।
গ) delicious is tasted by the soup
-
বাক্যটি অর্থহীন — সুপ কোনো কিছু টেস্ট করে না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago