What is the verse style used in John Milton’s Paradise Lost?
A
Free verse
B
Sonnet
C
Blank verse
D
Limerick
উত্তরের বিবরণ
John Milton-এর Paradise Lost কবিতায় ব্যবহৃত ছন্দের ধরন হলো Blank verse।
-
Blank verse হলো এমন একটি কবিতা যেখানে নিয়মিত মাত্রা (meter), বিশেষত iambic pentameter, বজায় থাকে, কিন্তু কোনো ছন্দমিল (rhyme) থাকে না।
-
Milton এই শৈলী বেছে নিয়েছিলেন মহাকাব্যিক সাহিত্য রচনার জন্য, কারণ এটি স্বাভাবিক বাক্যালাপের কাছাকাছি এবং গম্ভীর ও মার্জিত শৈলী বহন করে।
-
অন্যান্য বিকল্প:
-
Free verse – ছন্দ বা মাত্রার কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
-
Sonnet – ১৪ লাইনের ছন্দযুক্ত কবিতা, সাধারণত প্রেম বিষয়ক।
-
Limerick – পাঁচ লাইনের মজাদার ও ছন্দময় কবিতা, হাস্যরসের জন্য ব্যবহৃত।
-
-
সুতরাং Milton-এর গুরুগম্ভীর ও ধর্মীয় মহাকাব্যের জন্য Blank verse সবচেয়ে উপযুক্ত।
বিস্তারিত আলোচনা:
-
Paradise Lost হলো Neo-classical period-এর একটি প্রধান epic।
-
Milton এই মহাকাব্যে “to justify the ways of God to men” শীর্ষক লক্ষ্য নিয়েছিলেন।
-
এটি ইংরেজ সাহিত্যের একটি মহান মহাকাব্য হিসেবে বিবেচিত হয়, যা ধর্ম, নৈতিকতা ও মানুষের গুণাবলীর গভীর বিশ্লেষণ করে।
0
Updated: 1 month ago
The agreement _________ the two companies was finalized last week.
Created: 1 month ago
A
between
B
within
C
with
D
in
সঠিক উত্তর হলো between।
-
Complete sentence: The agreement between the two companies was finalized last week.
-
বাংলা অর্থ: গত সপ্তাহে দুই কোম্পানির মধ্যে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
-
Between ব্যবহার করা হয় দুইটি ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে।
-
উদাহরণ: There is a strong friendship between Taskia and Naziha.
-
-
Among ব্যবহার হয় তিন বা ততোধিক ব্যক্তি বা বস্তু নির্দেশ করতে।
-
উদাহরণ: The cookies were shared among the children at the party.
-
অতিরিক্ত উদাহরণ:
-
There is a deep bond between Sara and Amira.
-
A strong rivalry exists between the two schools.
-
The negotiations between the countries ended peacefully.
-
There is mutual respect between the teacher and her students.
0
Updated: 1 month ago
__________ sugar should I buy for the cake?
Created: 1 month ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হলো ক) How much।
-
Complete sentence: How much sugar should I buy for the cake?
-
ব্যাখ্যা:
-
Sugar একটি uncountable noun, তাই এর সাথে How much ব্যবহার হয়।
-
How much অর্থ: কতটা, কী পরিমাণ, কতখানি।
-
How many countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
-
উদাহরণ:
-
Uncountable noun: How much sugar?
-
Countable noun: How many books?
-
0
Updated: 1 month ago
No sooner had he reached the station than the train left. (affirmative)
Created: 1 month ago
A
As soon as he reaches the station, the train left.
B
As soon as he was reaching the station, the train left.
C
As soon as he reached the station, the train left.
D
As soon as he had reached the station, the train had left.
The correct answer: গ) As soon as he reached the station, the train left.
-
অর্থ: যে মুহূর্তে তিনি স্টেশনে পৌঁছালেন, ট্রেন চলে গেল।
Rule for Negative → Affirmative:
-
Negative sentence No sooner had… দিয়ে শুরু হলে affirmative sentence-এ as soon as… ব্যবহার করা হয়।
-
Affirmative-এ যে দুটি clause যুক্ত হবে, তাতে past perfect tense ব্যবহার হয় না, সাধারণ past tense থাকে।
Examples:
-
Neg.: No sooner had I arrived home than it began to rain.
-
Aff.: As soon as I arrived home, it began to rain.
-
-
Neg.: No sooner had she heard the news than she started weeping.
-
Aff.: As soon as she heard the news, she started weeping.
-
-
Neg.: No sooner had I wanted to catch the bird than it flew away.
-
Aff.: As soon as I wanted to catch the bird, it flew away.
-
Other options:
-
ক) As soon as he reaches the station, the train left. → Present tense reaches এবং past tense left মিলছে না।
-
খ) As soon as he was reaching the station, the train left. → Continuous tense এখানে সঠিক নয়।
-
ঘ) As soon as he had reached the station, the train had left. → দুটোই past perfect, অর্থ ট্রেন আগে চলে গেছে; বাক্যের আসল অর্থ নেই।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago