Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
উত্তরের বিবরণ
• শেক্সপিয়ারের নাটক Othello-তে
“The Moor of Venice” বলতে বোঝানো হয়েছে
Othello-কে (উত্তর: গ)। Othello
একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন। তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত। নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়। অন্য অপশনগুলির মধ্যে Cassio হচ্ছে
Othello-র লেফটেন্যান্ট,
Desdemona তাঁর স্ত্রী এবং
Iago তাঁর বিশ্বস্ত বলে বিবেচিত হলেও এক বিশাল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
• বিস্তারিত আলোচনা:
• Othello:
- এটি Shakespeare রচিত একটি পাঁচ-অ্যাক্টের Tragedy নাটক।
- যা ১৬০৩-১৬০৪ সালের দিকে লেখা হয়।
- এটি শেকসপিয়রের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় নাটকগুলির মধ্যে একটি।
- It tells the story of 'Othello, A Moor of Venice'.
- নাটকটির মূল চরিত্র

0
Updated: 6 hours ago
She’s very talented, but unfortunately, she always seems to ________ when it matters most.
Created: 1 month ago
A
drop the ball
B
bend over backward
C
jump the gun
D
hit the ground running
Idiom: drop the ball
Complete Sentence:
-
She’s very talented, but unfortunately, she always seems to drop the ball when it matters most.
-
Bangla Meaning: সে খুব মেধাবী, তবে দুর্ভাগ্যবশত, যখন সবচেয়ে জরুরি তখনই সে ভুল করে বসে।
অর্থ ও ব্যাখ্যা
-
drop the ball: ভুল করা বা দায়িত্বে অবহেলা করা, বিশেষ করে গুরুত্বপূর্ণ সময়
-
Example: He was doing great, but he dropped the ball during the final presentation.
অন্যান্য বিকল্প এবং ব্যাখ্যা
-
bend over backward
-
অর্থ: খুব কঠোর পরিশ্রম করা বা অতিরিক্ত চেষ্টা করা কারো জন্য
-
Example: She bent over backward to help her team finish the project.
-
মানানসই নয়, কারণ এখানে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
jump the gun
-
অর্থ: আগে থেকেই কিছু করা বা সময়ের আগে শুরু করা
-
Example: Don’t jump the gun and start the meeting without the manager.
-
মানায় না, কারণ বাক্যে ভুল বা ব্যর্থতার কথা বলা হয়েছে।
-
-
hit the ground running
-
অর্থ: খুব দ্রুত এবং প্রস্তুত হয়ে কাজ শুরু করা
-
Example: The new employee hit the ground running from day one.
-
এখানে অর্থের মিল নেই, কারণ দ্রুত কাজ শুরু করার কথা বলা হয়েছে, ব্যর্থতা নয়।
-
সঠিক উত্তর:
-
ক) drop the ball ✅
-
কারণ: বাক্যে বলা হয়েছে সে প্রতিভাবান হলেও গুরুত্বপূর্ণ সময়ে ভুল করে বা ব্যর্থ হয়, যা “drop the ball” এর সঠিক অর্থ।
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
_______ summer, the park is busiest ________ Monday afternoons.
Created: 6 hours ago
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
সঠিক
উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময়
"in" ব্যবহার
হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে
"on" ব্যবহার
হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.

0
Updated: 6 hours ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 6 hours ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all,
all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে
The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর
Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই,
“Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক
The Rime of the Ancient Mariner-এর সাথে।
• বিস্তারিত আলোচনা:
• The Rime of the Ancient Mariner:
- The poem 'The Rime of the Ancient Mariner' is a Lyric poem written by Samuel
Taylor Coleridge.
- The Rime of the ancient Mariner কবিতায়
Albatross নামক একটি পাখিকে কোনো কারণ ছাড়াই হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনি
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 6 hours ago