Who is referred to as the Moor of Venice in Shakespeare’s plays?
A
Cassio
B
Desdemona
C
Othello
D
Iago
উত্তরের বিবরণ
শেক্সপিয়ারের নাটক Othello-তে “The Moor of Venice” দ্বারা বোঝানো হয়েছে Othello-কে।
-
Othello একজন মরোক্কান বংশোদ্ভূত কৃষ্ণাঙ্গ সেনাপতি, যিনি ভেনিসের সেবা করছেন।
-
তাঁর বিদেশি পরিচয় ও গায়ের রঙ তাঁকে সমাজে একঘরে করে তোলে, যদিও তিনি দক্ষ, সৎ ও সম্মানিত।
-
নাটকের কেন্দ্রীয় চরিত্র হওয়ায়, তাঁর ব্যক্তিত্ব, প্রেম, ঈর্ষা এবং বিশ্বাসঘাতকতা থেকেই কাহিনির মূল নাটকীয়তা তৈরি হয়।
-
অন্যান্য চরিত্র:
-
Cassio – Othello-এর লেফটেন্যান্ট।
-
Desdemona – Othello-এর স্ত্রী।
-
Iago – বিশ্বস্ত বলে মনে হলেও মূল ষড়যন্ত্রকারী, যার কারণে নাটকের ট্র্যাজেডি ঘটে।
-
বিস্তারিত আলোচনা:
-
Othello হলো Shakespeare রচিত পাঁচ-অ্যাক্টের ট্র্যাজেডি নাটক।
-
এটি লেখা হয় ১৬০৩-১৬০৪ সালের দিকে।
-
নাটকটি শেকসপিয়রের শক্তিশালী ও জনপ্রিয় নাটকগুলির মধ্যে অন্যতম।
-
গল্পটি Othello, “A Moor of Venice”-এর জীবনের নাটকীয়তা ও ট্র্যাজেডি প্রদর্শন করে।
0
Updated: 1 month ago
__________ sugar should I buy for the cake?
Created: 1 month ago
A
What
B
What many
C
How many
D
How much
সঠিক উত্তর হলো ক) How much।
-
Complete sentence: How much sugar should I buy for the cake?
-
ব্যাখ্যা:
-
Sugar একটি uncountable noun, তাই এর সাথে How much ব্যবহার হয়।
-
How much অর্থ: কতটা, কী পরিমাণ, কতখানি।
-
How many countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
-
উদাহরণ:
-
Uncountable noun: How much sugar?
-
Countable noun: How many books?
-
0
Updated: 1 month ago
You used to smoke, ____?
Created: 1 month ago
A
haven’t you?
B
did you?
C
don’t you?
D
didn’t you?
এই প্রশ্নে “used to” বাক্যের সাথে সঠিক question tag নির্ধারণ করতে হবে। সঠিক উত্তর হলো— didn’t you?
-
মূল বাক্য: You used to smoke, ____?
-
“Used to” বোঝায় যে অতীতে কোনো অভ্যাস ছিল কিন্তু এখন নেই।
-
এটি past tense, তাই question tag হবে negative past tense: didn’t you?
-
সঠিক বাক্য হবে: You used to smoke, didn’t you? → “তুমি আগে ধূমপান করতে়, তাই না?”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) haven’t you? → এটি present perfect tense-এর জন্য, এখানে প্রযোজ্য নয়।
-
খ) did you? → মূল বাক্য affirmative, তাই tag হবে negative।
-
গ) don’t you? → এটি present tense-এর tag, কিন্তু “used to” অতীতকাল বোঝায়, তাই ভুল।
0
Updated: 1 month ago
The teacher who is honest teaches well. (simple)
Created: 1 month ago
A
Honest teacher teaches well.
B
An honest teacher teaches well.
C
Honest the teacher teaches well.
D
A teacher who honest teaches well.
The correct answer is - খ) An honest teacher teaches well.
Complex থেকে Simple Sentence রূপান্তরের নিয়ম:
-
Structure: Subject + relative pronoun (who/which/that) + adjective যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তর করতে:
-
প্রথমে the-এর পরিবর্তে a/an বসাতে হবে।
-
Relative pronoun-এর পরের adjective বসাতে হবে।
-
প্রদত্ত subject বসাতে হবে।
-
প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশ বসাতে হবে।
-
উদাহরণ:
-
Complex: The teacher who is honest teaches well.
Simple: An honest teacher teaches well.
আরও উদাহরণ:
-
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result. -
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test. -
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.-
নিয়ম অনুযায়ী: article an বসেছে, প্রদত্ত adjective industrious বসেছে, subject boy বসেছে, বাক্যাংশ can…life বসেছে।
-
Other options:
ক) Honest teacher teaches well.
-
Article (a/an/the) বাদ গেছে, যা ভুল।
গ) Honest the teacher teaches well.
-
শব্দ বিন্যাস ভুল।
ঘ) A teacher who honest teaches well.
-
ভুল relative clause, সঠিক: "who is honest"।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago