The scouts in my school were sure to visit the flooded town, the condition _________ was not known.
A
that
B
of which
C
whose
D
in which
উত্তরের বিবরণ
• Complete sentence: The scouts in my school were sure to
visit the flooded town, the condition of which was not known.
• Explanation:
- এই বাক্যটিতে "the flooded
town" (বন্যাপীড়িত
শহর) এবং "the
condition" (অবস্থা)
এর মধ্যে সম্পর্ক বোঝাতে একটি সঠিক Relative Pronoun প্রয়োজন।
- The phrase "the condition of which" means "the condition of
the flooded town."
- এখানে "the
flooded town" হলো
antecedent (পূর্বপদ).
- "the condition of which was not known" = "the condition of the
flooded town was not known".
• Given options:
- in which → ভুল (এটি স্থান নির্দেশ
করে, যেমন- "the house in
which he lives", কিন্তু
এখানে শহরের অবস্থা বোঝাতে "in" অপ্রাসঙ্গিক)।
- whose → ভুল
("whose" is used for possession by people or personified things, যেমন- "the man whose
car was stolen")।
- "whose" -এর
পরে সাধারণত noun বসে।
- that → ভুল
("that" is not suitable for non-defining clauses like this)।
- "that" সাধারণত
people, animals and things, ইত্যাদি
ক্ষেত্রে defining
clause -এ informally ব্যবহৃত হয়।
- যেমন- The 8.30 is
the train that you need to get. (refers to a thing)
ঘ) of which → সঠিক (এটি Formal English-এ ব্যবহৃত হয়
এবং "the
condition of the town" বোঝায়)।
- "Of which" is a relative phrase that introduces a subordinate
clause, providing additional information about a previously mentioned noun.
• More examples:
- "They visited the village, the beauty of which was amazing."
- (এখানে "the
beauty of which" = "the beauty of the village").

0
Updated: 6 hours ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 6 hours ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক)
Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের
long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement
of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে
Earliest European vernacular epic ও বলা হয়।
• এই
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 6 hours ago
The agreement _________ the two companies was finalized last week.
Created: 7 hours ago
A
between
B
within
C
with
D
in
• Complete sentence: The agreement between the two
companies was finalized last week.
- Bangla Meaning: গত সপ্তাহে দুই কোম্পানির মধ্যে
চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
• দুইটি বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a
strong friendship between Taskia and Naziha.
• দুইয়ের অধিক বস্তু বা
ব্যাক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
- যেমন: The cookies
were shared among the children at the party.
- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে "the two
companies" বুঝিয়েছে,
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে-
between.
Example Sentences:
- There is a deep bond between Sara and Amira.
- A strong rivalry exists between the two schools.
- The negotiations between the countries ended peacefully.
- There is mutual respect between the teacher and her students.

0
Updated: 7 hours ago
Choose the sentence where "run counter to" is used correctly:
Created: 1 week ago
A
The car ran counter to the highway.
B
His opinion ran counter to popular belief.
C
She runs counter to the park every morning.
D
The plan will run counter for the project’s success.
The correct answer is - খ) His opinion ran counter to popular belief.
-
Bangla Meaning: তার মতামত সাধারণ বিশ্বাসের বিপরীত ছিল।
Run counter to
-
English Meaning: to be opposed to / to disagree with.
-
Bangla Meaning: বিরুদ্ধ হওয়া / কারো সাথে মতের অমিল হওয়া
Example Sentence:
-
His theory ran counter to the beliefs of his time.
-
Bangla Meaning: তার তত্ত্ব তার সময়ের বিশ্বাসের বিরুদ্ধে ছিল।
Other options:
ক) The car ran counter to the highway.
-
বাক্যটি অর্থহীন; গাড়ি কোনো "highway"-এর বিপরীতে চলতে পারে না।
গ) She runs counter to the park every morning.
-
বাক্যটি অস্বাভাবিক এবং অর্থবোধগম্য নয়।
ঘ) The plan will run counter for the project’s success.
-
সঠিক হলো "run counter to", "for" নয়; এছাড়া অর্থও অসংগত।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 week ago