They ___________ yoga every day.
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো are used to practicing।
-
Complete sentence: They are used to practicing yoga every day.
-
বাংলা অর্থ: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
-
ব্যাখ্যা:
-
অতীতের অভ্যাস বা অভ্যস্ততা বোঝাতে used to ব্যবহার করা হয় এবং এর পরে verb-এর base form আসে।
-
উদাহরণ: I used to live alone.
-
-
কিন্তু বর্তমানেও অভ্যস্ত থাকা বোঝাতে be used to / get used to ব্যবহার হয় এবং এর পরে verb + ing আসে।
-
Structure: subject + be/get + used to + (verb + ing) + ext.
-
-
প্রদত্ত বাক্যে “every day” উল্লেখ থাকায় এটি বর্তমান অভ্যস্ততা বোঝাচ্ছে, তাই be used to + verb+ing ব্যবহার করা হয়েছে।
-
-
অতিরিক্ত উদাহরণ:
-
I am used to checking my emails every day.
-
We are used to walking the dog every day.
-
She is used to cooking dinner every day.
-
0
Updated: 1 month ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 1 month ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
লেভিয়াথান (Leviathan) হলো রাজনৈতিক দর্শন ও সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা রচনা করেছেন ইংরেজ দার্শনিক Thomas Hobbes।
-
গ্রন্থটি ১৬৫১ সালে প্রকাশিত হয়।
-
Hobbes গ্রন্থে আলোচনা করেছেন সামাজিক চুক্তি (social contract) ও শাসকের কর্তৃত্ব (sovereign authority)।
-
তিনি যুক্তি দেন যে মানুষের প্রাকৃতিক অবস্থা হলো “war of all against all”, যেখানে জীবন হয় “নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত”।
-
Hobbes মনে করেন, শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (Leviathan) গঠন করে।
-
অন্যান্য বিকল্প:
-
Niccolo Machiavelli – The Prince, শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা।
-
David Hume – যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন।
-
Immanuel Kant – নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা।
-
-
সঠিক উত্তর একমাত্র Thomas Hobbes।
বিস্তারিত আলোচনা:
-
Leviathan গ্রন্থটি political philosophy-এর একটি মাইলফলক।
-
Hobbes এখানে রাষ্ট্রের গুরুত্ব, মানুষের প্রাকৃতিক অবস্থা ও সমাজবদ্ধতার প্রয়োজনীয়তা বিশদভাবে বিশ্লেষণ করেছেন।
-
গ্রন্থটি আধুনিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপন করে এবং রাষ্ট্র ও শাসকের ক্ষমতার যৌক্তিকতা ব্যাখ্যা করে।
0
Updated: 1 month ago
What does "Sit on the fence" mean?
Created: 1 month ago
A
To avoid making a decision
B
To choose a side quickly
C
To argue loudly
D
Completely in the power
The correct answer: ক) To avoid making a decision.
Expression: Sit on the fence
-
English Meaning: Avoid making a decision or choice; in a position of neutrality or indecision.
-
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া; নিরপেক্ষতা অবলম্বন করা।
-
Example Sentence: You can't sit on the fence any longer – you have to decide whose side you're on.
-
Bangla Meaning of Example: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না; তোমাকে ঠিক করতে হবে তুমি কার পক্ষে।
Source: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
The movie was _____________ everyone stayed until the very end.
Created: 1 month ago
A
so exciting that
B
such exciting those
C
very exciting thus
D
exciting so that
So… that কাঠামো ব্যবহার করে কোনো কারণ ও প্রভাব বোঝানো হয়।
-
Complete Sentence: The movie was so exciting that everyone stayed until the very end.
-
বাংলা অর্থ: সিনেমাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই শেষ অবধি অপেক্ষা করল।
-
এখানে exciting হলো adjective, যা সিনেমাটির বৈশিষ্ট্য বোঝাচ্ছে।
-
Structure:
-
So + adjective/adverb + that
-
এটি cause (কারণ) এবং effect (ফল) প্রকাশ করে।
-
-
উদাহরণ:
-
The box was so heavy that we needed help to carry it.
-
The weather was so cold that the lake froze overnight.
-
He was so tired that he fell asleep during the meeting.
-
The cake was so delicious that I had to ask for the recipe.
-
-
লক্ষ্য করুন, কারণ ও প্রভাব প্রকাশের ক্ষেত্রে পুরো বাক্যে tense সামঞ্জস্যপূর্ণ রাখা হয়। যেমন প্রশ্নোক্ত বাক্যে প্রথম অংশে past tense ব্যবহার হওয়ায় পরের অংশেও past tense ব্যবহার হয়েছে।
0
Updated: 1 month ago