They ___________ yoga every day.
A
used to practicing
B
are used to practice
C
are used to practicing
D
use to practice
উত্তরের বিবরণ
• Complete sentence:
They are used to practicing yoga every day.
- Bangla meaning: তারা প্রতিদিন যোগব্যায়াম করতে অভ্যস্ত।
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে
used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর
Base form বসে।
• Structure: subject + used to + verb এর
base form + ext.
- Example: I used to live alone.
• কিন্তু, Be/ get used to (বর্তমানেও অভ্যস্থ থাকা)
- be used to/ get used to এর পর verb+ing বসে।
• Structure: subject + be/ get + used to + (verb + ing) + ext.
• প্রদত্ত প্রশ্নে 'every day' থাকায় এর দ্বারা বর্তমান অভস্ত্যতা বোঝাচ্ছে, তাই be
used to এর পর
verb+ing বসবে।
- সুতরাং, সঠিক উত্তর হবে-
are used to practicing.
More Examples:
- I am used to checking my emails every day.
- We are used to walking the dog every day.
- She is used to cooking dinner every day.

0
Updated: 6 hours ago
_______ summer, the park is busiest ________ Monday afternoons.
Created: 6 hours ago
A
On/in
B
At/on
C
In/in
D
In/on
সঠিক
উত্তর হল - In/on.
Complete sentence: In summer, the park is busiest on Monday afternoons.
• ঋতুর নাম (seasons) এর আগে সবসময়
"in" ব্যবহার
হয়।
Example: in summer, in winter, in spring, in autumn.
• সপ্তাহের দিনের নাম এর আগে
"on" ব্যবহার
হয়।
Example: on Sunday, on Monday, on Friday mornings.

0
Updated: 6 hours ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 6 hours ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all,
all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে
The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর
Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই,
“Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক
The Rime of the Ancient Mariner-এর সাথে।
• বিস্তারিত আলোচনা:
• The Rime of the Ancient Mariner:
- The poem 'The Rime of the Ancient Mariner' is a Lyric poem written by Samuel
Taylor Coleridge.
- The Rime of the ancient Mariner কবিতায়
Albatross নামক একটি পাখিকে কোনো কারণ ছাড়াই হত্যা করে।
- এবং সেই পাপের কারণে তাকে প্রায়শ্চিত্ত করে যেতে হয়।
- এভাবেই কবিতার কাহিনি
Source: Britannica and Live MCQ Lecture.

0
Updated: 6 hours ago
I know what he thinks. (passive)
Created: 1 week ago
A
What he thinks is known to me.
B
What he thinks was known by me.
C
What he thinks is being known to me.
D
What he thinks has been known by me.
The correct sentence: ক) What he thinks is known to me.
-
Know এর passive রূপ হলো is known।
-
Noun clause What he thinks বাক্যের subject হিসেবে আছে।
-
এটি Present Tense-এ বাক্যের অর্থ ঠিক রাখে এবং passive voice-এর নিয়ম অনুসারে গঠিত।
Passive Voice of Complex Sentence:
-
Complex sentence-এ একটি clause subject বা object হিসেবে ব্যবহার হতে পারে।
-
Active voice-এর object যদি clause হয়, passive voice-এ তা subject হিসেবে আসে।
-
Active voice-এর subject যদি clause হয়, passive voice-এ তা object হিসেবে আসে।
-
Clause-এর মধ্যকার verb পরিবর্তিত হয় না।
Examples:
-
Act: I know what he thinks. → Pass: What he thinks is known to me.
-
Act: He showed me what he had made. → Pass: What he had made was shown me by him.
-
Act: She said what she knew. → Pass: What she knew was said by her.
-
Act: We will explain why we want to do it. → Pass: Why we want to do it will be explained by us.
-
Act: What he has done will save his family. → Pass: His family will be saved by what he has done.
Other options:
-
খ) What he thinks was known by me. → Past Simple Passive; মূল বাক্যের Present Tense-এর সঙ্গে মিল নেই।
-
গ) What he thinks is being known to me. → Present Continuous Passive; know সাধারণত continuous কাজ বোঝায় না।
-
ঘ) What he thinks has been known by me. → Present Perfect Passive; অর্থ “আমি ইতিমধ্যেই জানি”, মূল Present Tense-এর সঙ্গে মিল নেই।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago