Choose the best option.
The scientist was praised for her __________ approach to solving the complex problem, relying on data rather than assumptions.
A
arbitrary
B
methodical
C
capricious
D
reckless
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো খ) methodical।
-
Complete sentence: The scientist was praised for her methodical approach to solving the complex problem, relying on data rather than assumptions.
-
ব্যাখ্যা:
-
Methodical মানে পদ্ধতিগত বা সুশৃঙ্খল, অর্থাৎ কাজটি পরিকল্পিত ও ধাপে ধাপে সংগঠিতভাবে করা হয়েছে।
-
এটি প্রশ্নে উল্লেখিত তথ্য-নির্ভর, গঠনমূলক পদ্ধতি-এর সাথে পুরোপুরি মানানসই।
-
-
অন্যান্য অপশনগুলো:
-
Arbitrary: ইচ্ছামতো, এলোমেলো; নেতিবাচক অর্থে ব্যবহৃত।
-
Capricious: খামখেয়ালী, পরিবর্তনশীল; উপযুক্ত নয়।
-
Reckless: দায়িত্বহীন বা ঝুঁকিপূর্ণ; প্রশ্নের প্রেক্ষাপটে মানায় না।
-
0
Updated: 1 month ago
What does "Sit on the fence" mean?
Created: 1 month ago
A
To avoid making a decision
B
To choose a side quickly
C
To argue loudly
D
Completely in the power
The correct answer: ক) To avoid making a decision.
Expression: Sit on the fence
-
English Meaning: Avoid making a decision or choice; in a position of neutrality or indecision.
-
Bangla Meaning: বিতর্কিত বিষয়ে কোনো সিদ্ধান্ত না দেওয়া; নিরপেক্ষতা অবলম্বন করা।
-
Example Sentence: You can't sit on the fence any longer – you have to decide whose side you're on.
-
Bangla Meaning of Example: তুমি সিদ্ধান্তহীন হয়ে থাকতে পারো না; তোমাকে ঠিক করতে হবে তুমি কার পক্ষে।
Source: Live MCQ Lecture
0
Updated: 1 month ago
They shouted so loudly, it made her ________ her glass.
Created: 1 month ago
A
drop
B
to drop
C
droping
D
droped
Causative verb হলো সেই verb যা subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। উপরের বাক্যে ‘They shouted so loudly, it made her drop her glass’, এখানে ‘made’ হলো causative verb, কারণ subject (they) নিজে কাজ না করে অন্যকে (her) কাজ করতে প্ররোচিত করেছে।
-
Causative verbs: Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত।
-
Make এর ব্যবহার:
-
Make-এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তবে verb-এর base form বসে।
-
উদাহরণ: They made her drop her glass.
-
এখানে her হলো ব্যক্তি, তাই drop verb-এর base form ব্যবহার হয়েছে।
-
-
0
Updated: 1 month ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 month ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।
0
Updated: 1 month ago