__________ sugar should I buy for the cake?
A
What
B
What many
C
How many
D
How much
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো ক) How much।
-
Complete sentence: How much sugar should I buy for the cake?
-
ব্যাখ্যা:
-
Sugar একটি uncountable noun, তাই এর সাথে How much ব্যবহার হয়।
-
How much অর্থ: কতটা, কী পরিমাণ, কতখানি।
-
How many countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
-
উদাহরণ:
-
Uncountable noun: How much sugar?
-
Countable noun: How many books?
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Where have you been born?
B
Where had you been born?
C
Where were you born?
D
Where was your birth?
সঠিক বাক্য হলো Where were you born?
-
বাংলা অর্থ: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
-
এটি past simple tense এ তৈরি একটি প্রশ্ন। জন্ম নেওয়া একটি এককালীন অতীত ঘটনা, তাই passive voice ব্যবহার করে were you born বলা হয়।
-
“To be born” ক্রিয়া নিজস্বভাবে সংঘটিত হয়, সুতরাং এটি সর্বদা passive structure এ ব্যবহৃত হয়।
অন্য অপশনগুলোর ব্যাখ্যা:
-
"Where have you been born?" – Present perfect ব্যবহার করা যায় না কারণ জন্ম একটি এককালীন অতীত ঘটনা।
-
"Where had you been born?" – Past perfect এখানে অপ্রয়োজনীয়।
-
"Where was your birth?" – ইংরেজিতে অস্বাভাবিক এবং প্রাকৃতিক শোনায় না।
0
Updated: 1 month ago
Which sentence is in Positive Degree?
Created: 1 month ago
A
This is the best book I have ever read.
B
No other book is as interesting as this.
C
This book is more interesting than any other.
D
This is the most interesting book in the library.
The correct answer is - খ) No other book is as interesting as this.
• Positive Degree এর ক্ষেত্রে:
-
Positive Degree-এ "Very few....as...as / No other.....as....as" ব্যবহার করা হয়।
• উদাহরণ:
-
Very few students are as brilliant as Rahim.
-
No other boy is as tall as Rafiq.
• অন্যান্য অপশন:
ক) This is the best book I have ever read.
-
Degree: Superlative
-
"Best" → good-এর superlative form
-
অর্থ: এটা সবচেয়ে ভালো বই যা আমি কখনো পড়েছি।
গ) This book is more interesting than any other.
-
Degree: Comparative
-
"More interesting than..." → comparative structure
-
অর্থ: এই বইটি অন্য যেকোনো বইয়ের চেয়ে বেশি আকর্ষণীয়।
ঘ) This is the most interesting book in the library.
-
Degree: Superlative
-
"Most interesting" → superlative form
-
অর্থ: এটি লাইব্রেরির সবচেয়ে আকর্ষণীয় বই।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 1 month ago
Transform it into passive voice:
They will complete the work by tomorrow.
Created: 1 month ago
A
The work will complete by them by tomorrow.
B
The work will be completed by tomorrow.
C
The work will be completed by them by tomorrow.
D
The work is completed by them tomorrow.
এই প্রশ্নে active voice বাক্যকে passive voice-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— The work will be completed by them by tomorrow.
-
মূল বাক্য: They will complete the work by tomorrow.
-
এটি active voice, যেখানে subject হলো They এবং verb হলো will complete।
-
Passive voice-এ object (the work) কে subject হিসেবে বসানো হয় এবং verb-এর রূপ হয়: will be + past participle।
-
“Complete” এর past participle হলো completed, তাই verb গঠন হবে: will be completed।
-
কাজটি কে করবে তা বোঝাতে by them যোগ করা হয়।
-
সময়সূচক by tomorrow অপরিবর্তিত থাকে।
-
সুতরাং সঠিক passive voice হবে: The work will be completed by them by tomorrow.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) The work will complete by them by tomorrow → ভুল, কারণ passive গঠন হয়নি।
-
খ) The work will be completed by tomorrow → আংশিক ঠিক, কিন্তু by them না থাকায় অসম্পূর্ণ।
-
ঘ) The work is completed by them tomorrow → ভুল, কারণ এখানে present tense (is completed) ব্যবহার হয়েছে, যেখানে মূল বাক্য future tense।
0
Updated: 1 month ago