__________ sugar should I buy for the cake?
A
What
B
What many
C
How many
D
How much
উত্তরের বিবরণ
সঠিক
উত্তর হল ক) How much.
Complete sentence: How much sugar should I buy for the cake?
• "Sugar" একটি
uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।
• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?
• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

0
Updated: 6 hours ago
Which author caused controversy with the novel The Satanic Verses?
Created: 6 hours ago
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস
The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক
Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি
magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality,
compromise, and conformity.
• Salman Rushdie:
- তিনি একজন
Indian-born British writer.
- পুরো নাম
Sir Ahmed Salman Rushdie.

0
Updated: 6 hours ago
Choose the sentence that uses "Revive" correctly:
Created: 1 week ago
A
We revived the tradition after many years.
B
She revived the plants by keeping them in the dark.
C
The athlete revived his teammates by sitting quietly.
D
He revived the cake by freezing it.
The correct answer is - ক) We revived the tradition after many years.
-
Bangla Meaning: আমরা অনেক বছর পর ঐতিহ্যটি পুনরুজ্জীবিত করেছিলাম।
Revive (verb)
-
English Meaning: To bring something back to life, consciousness, or a better state; to restore to health or vigour.
-
Bangla Meaning: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
Synonyms:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
Antonyms:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটা বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
Example Sentence:
-
The doctors managed to revive the patient after a critical heart attack.
-
Bangla Meaning: ডাক্তাররা একটি গুরুতর হার্ট অ্যাটাকের পরে রোগীকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছিলেন।
Other options:
খ) She revived the plants by keeping them in the dark.
-
গাছকে "অন্ধকারে রেখে" বাঁচানো যায় না; বরং গাছ আলোর মাধ্যমে বাঁচে।
-
তাই এটি অবাস্তব বাক্য।
গ) The athlete revived his teammates by sitting quietly.
-
বাক্যের অর্থ বিভ্রান্তিকর।
-
"চুপচাপ বসে থেকে" দলের সদস্যদের পুনরুজ্জীবিত করা অযৌক্তিক।
ঘ) He revived the cake by freezing it.
-
বাক্যটি অপ্রাসঙ্গিক।
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 week ago
Transform it into a simple sentence:
As he was ill, he could not attend school.
Created: 2 days ago
A
He was ill, so he missed school.
B
Being ill, he could not attend school.
C
Since he was ill, he missed school.
D
He couldn’t attend school though he was ill.
এই প্রশ্নে complex sentence-কে simple sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— Being ill, he could not attend school.
-
মূল বাক্য: As he was ill, he could not attend school.
-
এটি একটি complex sentence, কারণ এতে দুটি clause রয়েছে: একটি principal clause এবং একটি subordinate clause।
-
Simple sentence-এ কেবল একটি clause থাকে, অথবা subordinate clause-এর পরিবর্তে participle phrase ব্যবহার করা হয়।
-
Being ill হলো present participle phrase, যা As he was ill এর সরল রূপ।
-
এটি বাক্যের অর্থ অক্ষুণ্ণ রেখে কেবল একটি clause-এ রূপান্তর করে।
-
তাই সঠিক simple sentence হলো: Being ill, he could not attend school.
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
ক) He was ill, so he missed school → এটি compound sentence।
-
গ) Since he was ill, he missed school → এটি complex sentence।
-
ঘ) He couldn’t attend school though he was ill → এটি complex sentence।

0
Updated: 2 days ago