Hardly ________ a word when she interrupted me.
A
I spoken
B
I had spoken
C
have I spoken
D
had I spoken
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হলো Hardly had I spoken a word when she interrupted me।
-
এখানে Hardly had দিয়ে শুরু হওয়া clause past perfect tense এ আছে (had + past participle: had spoken)।
-
when ব্যবহার করে পরবর্তী clause শুরু করতে হবে, যা past indefinite tense (interrupted) এ থাকে।
Structure সহজে মনে রাখার নিয়ম:
-
Hardly/Scarcely/No sooner + past perfect + when/than + past indefinite.
-
উদাহরণ:
-
Hardly had I entered the room when they started clapping.
-
No sooner had she left than it began to rain.
-
Scarcely had we arrived when the show started.
-
-
অর্থাৎ কোনো ঘটনা ঘটে মাথা ঘুরে যাওয়ার মুহূর্তে বা সঙ্গে সঙ্গেই আরেকটি ঘটনা সংঘটিত হয়েছে বোঝাতে এই কাঠামো ব্যবহার হয়।
0
Updated: 1 month ago
"Beauty is truth, truth beauty" – appears in which poem?
Created: 1 month ago
A
Ode to the West Wind
B
Ode to a Nightingale
C
Kubla Khan
D
Ode on a Grecian Urn
“Beauty is truth, truth beauty” লাইনটি John Keats-এর লেখা Ode on a Grecian Urn কবিতায় এসেছে। এটি Romantic Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি ৫টি stanza বিশিষ্ট এবং প্রকাশিত হয় ১৮২০ সালে। এতে একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক তুলে ধরা হয়েছে।
প্রধান উক্তি:
-
"Beauty is truth, truth beauty, —that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821)
-
British Romantic Lyric Poet।
-
Romantic Period-এর একজন প্রখ্যাত কবি।
-
সাহিত্য কর্মে বৈচিত্র্যময় Sonnets, Odes, এবং Epics রয়েছে।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness
-
তিনি Physician, Surgeon এবং Doctor হিসেবেও পরিচিত।
প্রধান কবিতা:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St.
-
La Belle Dame Sans Merci
বাকি অপশন:
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
0
Updated: 1 month ago
"Colonel Jack is the title character of a novel" created by-
Created: 2 months ago
A
Herman Malville
B
G. B. Shaw
C
Daniel Defoe
D
Rudyard Kipling
Colonel Jack
Author: Daniel Defoe
-
Colonel Jack হলো Daniel Defoe রচিত একটি উপন্যাস।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৭২২ সালে।
-
উপন্যাসটি একটি picaresque novel।
-
কাহিনী মূলত title character Colonel Jack-এর জীবনকে ঘিরে আবর্তিত।
-
Jack একজন তরুণ, যার জীবন ভরা অপরাধ, অনুশোচনা এবং সামাজিক অবস্থান পরিবর্তনের সংগ্রামে।
Main Characters
-
Jack (Colonel Jack)
-
Jack’s Father
-
Martha
-
The Highwayman
-
The Thieves
-
The Merchant
-
The Reverend
-
The Prince
Daniel Defoe (1660–1731)
-
তিনি ছিলেন একজন English novelist, pamphleteer এবং journalist।
-
আধুনিক ইংরেজি উপন্যাসের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম হলো Robinson Crusoe (১৭১৯), যা তাকে বিশ্বসাহিত্যে অমর করেছে।
-
তাঁর রচনাশৈলী ছিল সহজ, প্রাণবন্ত ও পাঠকনির্ভর, যা পাঠকদের সহজেই আকর্ষণ করে।
Notable Works
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
Source: Britannica
0
Updated: 2 months ago
Who wrote Lady Chatterley's Lover?
Created: 1 month ago
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
0
Updated: 1 month ago