Find the error.
She likes swimming, to run, and biking every morning.
A
She likes
B
swimming
C
to run
D
biking
উত্তরের বিবরণ
• Incorrect Sentence: She likes swimming, to run, and biking
every morning.
- Correct Sentence: She likes swimming, running, and biking every morning.
- এখানে, "to
run" এর পরিবর্তে "running"
হবে।
- কারণ বাক্যটিতে ক্রিয়াগুলোর ধরনে সামঞ্জস্য (parallelism) রক্ষা করা
হয়নি।
• Parallelism:
- Parallelism in Bengali (or সামান্তরালতা)
refers to the use of similar grammatical structures or syntactical patterns to
create balance or rhythm in writing or speech. It is a rhetorical device that
enhances clarity, elegance, and emphasis in language. By using parallel
structure, writers or speakers can highlight similarities between ideas, making
the text or speech more cohesive and easier to follow.
Examples of Parallelism in Bengali:
- অথবা/এবং ব্যবহার:
"সে খেলে, সে শিখে, সে
হাসে।"
- (He plays, he learns, he laughs.)
- Here, the repetition of the verb forms "খেলে"
(plays), "শিখে"
(learns), and "হাসে"
(laughs) in a parallel structure creates rhythm and emphasizes the actions.
- বাক্য গঠন:
- "আমি জানি, আমি বুঝি, আমি
বিশ্বাস করি।"
- (I know, I understand, I believe.)
- The repetition of the verb "আমি"
(I) followed by a verb in the same form, creates a balanced structure, making
the sentence more powerful and unified.
- বৈসাদৃশ্যতা
(Contrast):
- "সে বই পড়ে, আমি
সিনেমা দেখি।"
- (He reads books, I watch movies.)
- Here, both parts of the sentence have the same structure, showing a contrast
between two different actions.
- In these examples, the use of parallelism helps maintain balance, creates
harmony between ideas, and makes the message more persuasive and memorable.

0
Updated: 7 hours ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago
What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
Created: 1 month ago
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 1 month ago
Which one of the following sentences is correct?
Created: 1 day ago
A
She felt devoid at hope after the news.
B
She felt devoid with hope after the news.
C
She felt devoid to hope after the news.
D
She felt devoid of hope after the news.
Correct Sentence: She felt devoid of hope after the news।
-
Bangla Meaning: খবর পাওয়ার পর সে আশা থেকে সম্পূর্ণ বঞ্চিত বোধ করল।
Devoid of (Adjective + Preposition)
-
English Meaning: Completely lacking something.
-
Bangla Meaning: সম্পূর্ণরূপে কোন কিছু থেকে শূন্য বা বিহীন।
-
"বিহীন" বা "অনুপস্থিত" বোঝাতে devoid এর পরে preposition হিসেবে সাধারণত of ব্যবহার করা হয়।
Example Sentences:
-
His voice was devoid of emotion.
-
The room was devoid of furniture.
Source:

0
Updated: 1 day ago