Find the error.
She likes swimming, to run, and biking every morning.
A
She likes
B
swimming
C
to run
D
biking
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হলো She likes swimming, running, and biking every morning।
-
মূল বাক্যে “to run” ব্যবহার করা হয়েছে, যা বাক্যের বাকী ক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাক্যের সকল ক্রিয়া একই ধরণের রূপে থাকতে হবে যাতে parallelism (সামান্তরালতা) বজায় থাকে।
-
এখানে তিনটি ক্রিয়াই -ing form বা gerund আকারে ব্যবহার করা হয়েছে: swimming, running, biking।
Parallelism বা সামান্তরালতা:
-
এটি এমন একটি সাহিত্যকৌশল যেখানে একই ধরনের grammatical structure বা sentence pattern পুনরাবৃত্তি করা হয়, যা বাক্যকে সুন্দর, সমন্বিত এবং বোধগম্য করে তোলে।
-
এটি লেখায় rhythm, balance এবং clarity বৃদ্ধি করে।
উদাহরণ:
-
He plays, he learns, he laughs.
-
এখানে verb-এর পুনরাবৃত্তি rhythm তৈরি করে এবং তিনটি কাজের সমন্বয় নির্দেশ করে।
-
-
আমি জানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি।
-
verb-এর একই রূপের পুনরাবৃত্তি বাক্যটিকে শক্তিশালী ও সমন্বিত করে।
-
-
সে বই পড়ে, আমি সিনেমা দেখি।
-
দুটি action-ই একই grammatical structure ব্যবহার করে, যা contrast দেখায়।
-
সংক্ষেপে: parallelism-এর মাধ্যমে sentence গঠন সমানুপাতিক হয়, ভাব প্রকাশে ভারসাম্য আসে এবং বাক্য সহজে মনে রাখা যায়।
0
Updated: 1 month ago
Who is known as 'the poet of nature' in English literature?
Created: 3 months ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica
0
Updated: 3 months ago
Choose the synonym of "Feeble":
Created: 1 month ago
A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.
0
Updated: 1 month ago
"A man of parts" describes someone who is:
Created: 2 months ago
A
A strict leader
B
A puzzle solver
C
Physically strong
D
Skilled in many areas
Correct Answer: Skilled in many areas
A man of many parts / A man of parts (idiom)
English Meaning:
A man with great ability in many different areas.
Bangla Meaning:
অত্যন্ত দক্ষ / মেধাবী।
Other Options:
ক) A strict leader → এটি বোঝায় “disciplinarian” বা “taskmaster”।
খ) A puzzle solver → এটি একজন বিশ্লেষণধর্মী বা যৌক্তিক চিন্তাশীল মানুষকে বোঝায়, তবে অর্থ খুব সীমিত।
গ) Physically strong → এটি “a man of muscle”-এর জন্য প্রযোজ্য, “a man of parts”-এর জন্য নয়।
Example Sentence:
-
Your brother is a man of parts in this matter.
Bangla Meaning: এই বিষয়ে তোমার ভাই একজন দক্ষ ব্যক্তি।
Source: Live MCQ lecture
0
Updated: 2 months ago