The agreement _________ the two companies was finalized last week.
A
between
B
within
C
with
D
in
উত্তরের বিবরণ
• Complete sentence: The agreement between the two
companies was finalized last week.
- Bangla Meaning: গত সপ্তাহে দুই কোম্পানির মধ্যে
চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে।
• দুইটি বস্তু বা ব্যাক্তির ক্ষেত্রে between বসে।
- যেমন: There is a
strong friendship between Taskia and Naziha.
• দুইয়ের অধিক বস্তু বা
ব্যাক্তির ক্ষেত্রে among ব্যবহার হয়।
- যেমন: The cookies
were shared among the children at the party.
- যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে "the two
companies" বুঝিয়েছে,
তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে-
between.
Example Sentences:
- There is a deep bond between Sara and Amira.
- A strong rivalry exists between the two schools.
- The negotiations between the countries ended peacefully.
- There is mutual respect between the teacher and her students.

0
Updated: 7 hours ago
Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
Created: 1 week ago
A
auditor
B
egregiously misleading
C
uncovered
D
No error
• The correct answer is — ঙ) No error
• Correct sentence:
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
-
Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।
• Explanation:
-
ক) auditor — Correct noun (subject)
-
খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) — Proper adjective phrase ("egregiously" intensifies "misleading")
-
গ) uncovered — Correct verb (past tense)
-
ঘ) in the financial statements — Correct prepositional phrase (location)

0
Updated: 1 week ago
In which sentence is the use of “ephemeral” incorrect or awkward?
Created: 1 month ago
A
The diamond’s value was ephemeral.
B
The sunset’s colors were ephemeral.
C
Their fame turned out to be ephemeral.
D
Life’s most beautiful moments are often ephemeral.
Adjective: Ephemeral
Meaning:
-
English: Lasting for a very short time
-
Bangla: অতি ক্ষণস্থায়ী; ক্ষণিকের জন্য স্থায়ী
উদাহরণ বাক্য (Correct Usage)
-
The beauty of a butterfly is ephemeral.
-
Their romance was passionate but ephemeral.
-
Spring flowers are ephemeral in nature.
ব্যাখ্যা:
-
Ephemeral সাধারণত সময়-নির্ভর কোনো বিষয় যেমন অনুভূতি, মুহূর্ত, রঙ, খ্যাতি ইত্যাদির জন্য ব্যবহৃত হয়।
-
দীর্ঘস্থায়ী বা স্থায়ী কোনো বস্তু বা মূল্য (যেমন হীরার মূল্য) বোঝাতে এটি ব্যবহার করা অসঙ্গত।
-
হীরার ক্ষেত্রে যদি পরিবর্তনশীলতা বোঝাতে হয়, তখন unstable, fluctuating, volatile শব্দ ব্যবহার করা উপযুক্ত।
ভুল ব্যবহার উদাহরণ
-
The diamond’s value was ephemeral. ❌
-
হীরার মূল্য সাধারণত দীর্ঘমেয়াদী এবং স্থায়ী, তাই ephemeral ব্যবহার প্রাসঙ্গিক নয়।
-
Source:
-
Merriam-Webster Dictionary
-
Oxford Dictionary

0
Updated: 1 month ago
Which idiom describes "feeling uncomfortable in a situation"?
Created: 2 days ago
A
A man of parts
B
A fool's paradise
C
A fish out of water
D
A hard nut to crack
A fish out of water একটি idiom যার অর্থ হলো কেউ কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ করছে।
-
ইংরেজি অর্থ: someone who is uncomfortable in a specific situation.
-
বাংলা অর্থ: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা।
-
অন্যান্য বিকল্প:
-
ক) A man of parts → বহু বিষয়ে দক্ষ ব্যক্তি।
-
খ) A fool's paradise → অজ্ঞতা বা ভ্রান্তিতে সুখী থাকা।
-
ঘ) A hard nut to crack → কঠিন সমস্যা বা প্রতিদ্বন্দ্বী।
-
-
উদাহরণ বাক্য: I felt like a fish out of water at my new school.
-
বাংলায়: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।
-

0
Updated: 2 days ago