Choose the correct sentence:
A
Where have you been born?
B
Where had you been born?
C
Where were you born?
D
Where was your birth?
উত্তরের বিবরণ
• Correct sentence: Where were you born?
- Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?
• এটি একটি past simple tense (অতীত কাল) এর
প্রশ্ন। জন্ম হওয়া একটি
অতীতের ঘটনা, তাই এখানে "were you born" ব্যবহার করতে হবে। এটি
সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা
ঘটে না, বরং কার্যটি
ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.
Options,
- "Where have you been born?" (present perfect is not used for birth,
which is a single past event).
- "Where had you been born?" (past perfect is unnecessary for this
simple past question)
- "Where was your birth?" (Unnatural phrasing in English)

0
Updated: 7 hours ago
The house on the hill is very old.
Here, 'on the hill' is-
Created: 3 weeks ago
A
Phrase preposition
B
Verbal phrase
C
Adjective phrase
D
Adverbial phrase
Adjective Phrase – Example and Explanation
-
Example Sentence:
The house on the hill is very old.-
Underlined part: on the hill
-
Function: Adjective phrase
-
-
Explanation:
-
Modifies the noun house by specifying which house (the one on the hill)
-
Since it modifies the subject noun, it acts as an adjective phrase
-
-
Adjective Phrase Overview:
-
A phrase that works like an adjective in a sentence
-
Modifies Noun / Pronoun / Noun Phrase
-
Example:
-
The pond in front of our building is full of garbage.
-
in front of our building → Adjective phrase modifying pond
-
-
The boy playing with the toy is my brother.
-
-
-
Prepositional Phrases:
-
Some adjective phrases begin with a preposition
-
Common examples: in front of, because of, according to, in spite of
-

0
Updated: 3 weeks ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 2 weeks ago
The feminine gender of 'Colt' is:
Created: 4 weeks ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 4 weeks ago