What’s the adjectival form of "Economy"?
A
Economic
B
Economics
C
Economize
D
Economically
উত্তরের বিবরণ
• The adjective form
of "Economy" is - Economic.
• Economic (Adjective)
- English meaning: [Only before noun] Connected with the trade, industry, and
development of wealth of a country, an area, or a society.
- Bangla meaning: অর্থনীতি।
• অপশন আলোচনা:
- Economics (Noun) - অর্থবিদ্যা;
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা;
- Economic (Adjective) - অর্থনীতি;
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।

0
Updated: 7 hours ago
Sidney says that poetry was the first kind of:
Created: 4 months ago
A
Music
B
Learning
C
Government
D
Drama
Sidney বলেন, কবিতা ছিল প্রথম ধরনের শিক্ষা। প্রাচীনকাল থেকে মানুষ কবিতার মাধ্যমে জ্ঞান শিখত এবং তা অন্যদের শিখাত। কবিতার মাধ্যমে ভাষা ও সংস্কৃতি বিকশিত হয়। তাই কবিতা শিক্ষা ও জ্ঞান প্রচারের প্রথম মাধ্যম ছিল। Sidney দেখান যে, কবিতা শুধু মজা করার জন্য নয়, বরং মানুষের শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।

0
Updated: 4 months ago
Choose the correct literary time frame of the Victorian period.
Created: 1 month ago
A
1742-1901
B
1832-1901
C
1862-1901
D
1842-1905
Victorian Period (1832–1901)
সঠিক উত্তর: খ) 1832-1901
সংক্ষিপ্ত বিবরণ:
-
নামকরণ: Queen Victoria (শাসনকাল শুরু 1837) এর নামে
-
শুরুর বছর: 1832 (সাহিত্যিক বৈশিষ্ট্যে বড় পরিবর্তনের কারণে)
-
মূল বৈশিষ্ট্য: শিল্প, সমাজ ও নৈতিকতার পরিবর্তন; সামাজিক সমস্যা ও বাস্তবধর্মী সাহিত্য
-
Fabian Society (1883) প্রতিষ্ঠিত হয় শ্রেণি-সংঘর্ষে সহিংসতা এড়ানোর জন্য; সদস্যদের একজন ছিলেন G.B. Shaw
দুইটি সময়কাল:
-
The Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
প্রধান লেখকরা:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler

0
Updated: 1 month ago
The teacher who is honest teaches well. (simple)
Created: 1 week ago
A
Honest teacher teaches well.
B
An honest teacher teaches well.
C
Honest the teacher teaches well.
D
A teacher who honest teaches well.
The correct answer is - খ) An honest teacher teaches well.
Complex থেকে Simple Sentence রূপান্তরের নিয়ম:
-
Structure: Subject + relative pronoun (who/which/that) + adjective যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তর করতে:
-
প্রথমে the-এর পরিবর্তে a/an বসাতে হবে।
-
Relative pronoun-এর পরের adjective বসাতে হবে।
-
প্রদত্ত subject বসাতে হবে।
-
প্রদত্ত sentence-এর adjective-এর পরের অংশ বসাতে হবে।
-
উদাহরণ:
-
Complex: The teacher who is honest teaches well.
Simple: An honest teacher teaches well.
আরও উদাহরণ:
-
Complex: The girl who is meritorious can make a good result.
Simple: A meritorious girl can make a good result. -
Complex: The student who is hardworking passed the test.
Simple: A hardworking student passed the test. -
Complex: The boy who is industrious can shine in life.
Simple: An industrious boy can shine in life.-
নিয়ম অনুযায়ী: article an বসেছে, প্রদত্ত adjective industrious বসেছে, subject boy বসেছে, বাক্যাংশ can…life বসেছে।
-
Other options:
ক) Honest teacher teaches well.
-
Article (a/an/the) বাদ গেছে, যা ভুল।
গ) Honest the teacher teaches well.
-
শব্দ বিন্যাস ভুল।
ঘ) A teacher who honest teaches well.
-
ভুল relative clause, সঠিক: "who is honest"।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago