Neither the students nor the teacher _________ happy with the classroom conditions.
A
were
B
have been
C
was
D
were possibly
উত্তরের বিবরণ
Complete sentence:
Neither the students nor the teacher was happy with the classroom conditions.
- Bangla Meaning: শিক্ষকও খুশি ছিলেন না, ছাত্ররাও শ্রেণিকক্ষের অবস্থায় সন্তুষ্ট ছিলেন না।
• Either...... or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম
subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence-এ or, nor, but also -এর পরে
singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে
plural verb বসবে।
- যেমন: Neither the teacher nor the students are
satisfied with the result.
- এখানে যেহেতু, শেষের অংশে
the students - Plural Noun, তাই
plural verb 'are' হবে।
• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
- [Either/neither] + noun [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

0
Updated: 7 hours ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 2 weeks ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 2 weeks ago
Which one is the singular form?
Created: 2 weeks ago
A
alumni
B
media
C
radius
D
syllabi
সঠিক উত্তর: গ) radius
কিছু noun-এর অনিয়মিত plural রূপ
Singular | Plural |
---|---|
alumnus | alumni |
medium | media |
radius | radii |
syllabus | syllabi, syllabuses |
আরও উদাহরণ
Singular | Plural |
---|---|
basis | bases |
crisis | crises |
memorandum | memoranda |
vertex | vertices, vertexes |
formula | formulae, formulas |
oasis | oases |
agendum | agenda |
analysis | analyses |
উৎস:
-
A Passage to the English Language – S.M. Zakir Hussain
-
Applied English Grammar and Composition – P.C. DAS

0
Updated: 2 weeks ago
Which 'back' is used as an adverb?
Created: 2 weeks ago
A
Put the book back on the shelf.
B
He was lying on his back on the sofa.
C
We were sitting in the back row.
D
We drove along miles of twisty back roads.
সঠিক উত্তর — ক) Put the book back on the shelf.
• এখানে back verb (put)-কে modify করছে, অর্থাৎ "আগের জায়গায়" বা "ফিরিয়ে" দেওয়া বোঝাচ্ছে।
এটি adverb।
Options:
খ) He was lying on his back on the sofa.
→ back এখানে noun (পিঠ)।
গ) We were sitting in the back row.
→ back এখানে adjective (row-এর অবস্থান বোঝাচ্ছে)।
ঘ) We drove along miles of twisty back roads.
→ back এখানে adjective (roads-এর ধরন বোঝাচ্ছে)।
Back: [adverb]
-
English meaning: to or into the place, condition, situation or activity where somebody/something was before.
-
Bangla meaning: আগের অবস্থান, অবস্থা বা কাজে ফিরে যাওয়া।
Example:
-
When is he coming back to work?
-
He'll be back on Monday.
-
Don't forget to bring it back when you've finished with it.
Back: [noun]
-
English meaning: the part of the human body that is on the opposite side to the chest, between the neck and the tops of the legs; the part of an animal’s body that corresponds to this.
-
Bangla meaning: (মানবদেহ সম্বন্ধে) পিঠ; পৃষ্ঠদেশ; মেরুদণ্ড।
Example:
-
He was lying on his back on the sofa.
Back: [adjective]
-
English meaning: located behind or at the back of something.
Example:
-
We were sitting in the back row.
-
We drove along miles of twisty back roads (= away from the main roads).
Source: Oxford Dictionary.

0
Updated: 2 weeks ago