The movie was _____________ everyone stayed until the very end.
A
so exciting that
B
such exciting those
C
very exciting thus
D
exciting so that
উত্তরের বিবরণ
• Complete Sentence: The movie was so exciting that
everyone stayed until the very end.
- Bangla Meaning: সিনেমাটি
এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই
শেষ অবধি অপেক্ষা করল।
- এখানে, exciting হচ্ছে - adjective.
• So... that
- It expresses a cause and effect.
• Structure:
So + adjective/adverb + that
Examples:
- The box was so heavy that we needed help to carry it.
- The weather was so cold that the lake froze overnight.
- He was so tired that he fell asleep during the meeting.
- The cake was so delicious that I had to ask for the recipe.
- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ
বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।

0
Updated: 7 hours ago
Going to Australia for higher studies is now a white elephant.
What does the underlined phrase means-
Created: 2 weeks ago
A
An elephant with white color.
B
Something that is expensive but that has no useful purpose.
C
Straightforward process.
D
Very cheap and profitable process
• Going to Australia for higher studies is now a white elephant.
- Bangla Meaning: উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া এখন শ্বেতহস্তী তে পরিণত হয়েছে।
• White elephant
- English Meaning: something that is expensive, or that costs a lot of money to keep in good condition, but that has no useful purpose and is no longer wanted.
- Bangla Meaning: (লাক্ষণিক) শ্বেতহস্তী; কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক।

0
Updated: 2 weeks ago
What is Adam’s justification for eating the forbidden fruit in Paradise Lost, Book IX?
Created: 8 hours ago
A
He wants to gain knowledge
B
He wants to please Eve
C
He wants to disobey God
D
He believes it will benefit mankind
Paradise Lost-এর Book IX-এ আদমের ফল খাওয়ার সিদ্ধান্ত জ্ঞানার্জনের আকাঙ্ক্ষা, বিদ্রোহী মনোভাব বা মানবজাতির মঙ্গল লাভের জন্য নয়। তার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইভের প্রতি তার ভালোবাসা এবং আলাদা হওয়ার ভয়ের উপর ভিত্তি করে।
-
ইভ ফল খেয়ে ফেললে আদম প্রথমে ভয় এবং হতাশায় আক্রান্ত হন এবং ফলাফলের তাৎক্ষণিক জ্ঞান পান।
-
তবে তার ভালোবাসা তার বুদ্ধি ও ঈশ্বরের প্রতি আনুগত্যকে অতিক্রম করে।
-
আদম ঘোষণা করেন যে তিনি “flesh of thy flesh”, এবং তাদের বন্ধন অটুট। তিনি বলেন:
“…if Death
Consort with thee, Death is to me as life;
So forcible within my heart I feel
The Bond of Nature draw me to my own,
My own in thee, for what thou art is mine;
Our State cannot be sever'd, we are one,
One Flesh; to lose thee were to lose myself.” (Book IX, lines 953-959) -
মূল প্রেরণা:
-
আদম মনে করেন যে ইভের সঙ্গে থাকা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
-
তিনি তার পতিত অবস্থায়ও ইভের পাশে থাকতে চায়, ঈশ্বরের আদেশ অমান্য করে হলেও।
-
তিনি “female charm”-এর প্রভাবে আবদ্ধ হয়ে তার স্ত্রীকে ঈশ্বরের প্রতি আনুগত্যের উপরে স্থাপন করেন।
-
-
উপসংহার:
-
আদমের প্রধান উদ্দেশ্য হলো ইভের সঙ্গে এক থাকতে চাওয়া, যা তাকে তার পতিত অবস্থা ভাগ করে নিতে এবং ঈশ্বরের একমাত্র নিষিদ্ধ আদেশ অমান্য করতে প্ররোচিত করে।
-

0
Updated: 8 hours ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 5 days ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare

0
Updated: 5 days ago