He prefers chocolate________ vanilla.
A
rather than
B
rather more that
C
to
D
relative than
উত্তরের বিবরণ
Prefer ক্রিয়ার পর কোন জিনিস বা কাউকে অন্যটির তুলনায় বেশি পছন্দ করা বোঝাতে to ব্যবহার হয়।
-
Complete Sentence: He prefers chocolate to vanilla.
-
অর্থ: সে ভ্যানিলার তুলনায় চকলেটকে বেশি পছন্দ করে।
-
Prefer (someone or something) to (someone or something else)
-
ইংরেজি অর্থ: কোনো এক জিনিস বা কাউকে অন্যটির চেয়ে পছন্দ করা বা চাইতে ইচ্ছুক হওয়া
-
বাংলা অর্থ: অধিক পছন্দ করা
-
উদাহরণ: He prefers watching football to playing it.
-
-
আরও উদাহরণ:
-
We prefer staying home to going out.
-
You should prefer honesty to flattery.
-
My parents prefer classical music to pop.
-
She prefers working alone to working in a team.
-
0
Updated: 1 month ago
"For Love, all love of other sights controls, And makes one little room an everywhere."
Who phrased this?
Created: 1 month ago
A
John Keats
B
John Donne
C
Lord Byron
D
T. S. Eliot
“For love, all love of other sights control And make a little room an everywhere” হলো John Donne-এর লেখা The Good-Morrow কবিতার একটি উক্তি, যা প্রেমের গভীরতা ও তার পরিবর্তনশীল ক্ষমতাকে প্রতিফলিত করে।
-
The Good-Morrow কবিতাটি John Donne রচনা করেছেন।
-
এটি ১৬৩৩ সালে প্রকাশিত হয়।
-
কবিতার মূল বিষয় হলো প্রেম।
-
এটি একটি metaphysical poem, যা কবির গভীর প্রেম এবং প্রেমের রূপান্তরমূলক শক্তি প্রকাশ করে।
-
কবিতার মূল কাঠামো হলো বক্তা এবং তার প্রেমিকার মধ্যে একটি কথোপকথন।
John Donne-এর কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি
-
“For God's sake hold your tongue, and let me love” (The Canonization)
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.” (The Canonization)
-
“For love, all love of other sights control And make a little room an everywhere.” (The Good-Morrow)
-
“I am two fools, I know, For loving, and for saying so In whining Poetry.” (The Triple Fool)
-
“Death be not proud, though some have called thee mighty and dreadful, for thou art not so.” (Holy Sonnet X)
-
“Our two souls therefore, which are one, though I must go, endure not yet a breach, but an expansion.” (A Valediction: Forbidding Mourning)
John Donne (1572–1631)
-
Renaissance যুগের একজন বিখ্যাত কবি।
-
তিনি Metaphysical poetry-এর জনক হিসেবে পরিচিত।
-
আধ্যাত্মিক কবিতার সূচনা করায় তাকে Father of Metaphysical poetry বলা হয়।
-
এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবে পরিচিত।
-
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Donne-এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
তার কিছু বিখ্যাত কবিতা
-
The Good-Morrow
-
The Canonization
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
0
Updated: 1 month ago
Gorboduc is known as the ________.
Created: 6 months ago
A
First English Comedy
B
First English Tragedy
C
First English Novel
D
First English Essay
"Gorboduc" হল প্রথম ইংরেজি ট্র্যাজেডি, যা Thomas Norton এবং Thomas Sackville কর্তৃক রচিত হয়। এটি ইংরেজি নাটকের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ কাজ এবং এটি প্রথম পূর্ণাঙ্গ ইংরেজি ট্র্যাজেডি হিসেবে গণ্য হয়।
- ১৫৩২ সালে প্রকাশিত এই ট্র্যাজিডিটি Elizabethan writers Thomas Norton ও Thomas Sackville দুইজন এর যৌথ রচনা।
- সুতরাং, 'Gorboduc' is an Elizabethan tragedy.
- এটি The Gorboduc বা The Tragedy of Gorboduc নামেও পরিচিত।
- এটি রচিত হয়েছে ancient Britain এর একজন পৌরণিক রাজা Gorboduc কে নিয়ে।
- It is the earliest English tragic play in blank verse এবং এটিকে ইংরেজি সাহিত্যের প্রথম ট্র্যাজেডি বলা হয়।
- Norton and Sackville’s play is derived from Geoffrey of Monmouth’s Historia regum Britanniae (1135–38; History of the Kings of Britain).
- One of the first English tragedies to take Senecan tragedy as its model, Gorboduc is a blend of English and Classical elements.
মূল বিষয়বস্তু:
- Gorboduc একটি রাজনৈতিক ও পারিবারিক ট্র্যাজেডি, যা প্রাচীন ব্রিটেনের একটি কিংবদন্তি রাজা গর্বডাকের জীবনের ওপর ভিত্তি করে রচিত।গল্পটি ইংল্যান্ডের রাজতন্ত্র ও উত্তরাধিকার-সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরে এবং রানি এলিজাবেথের উত্তরাধিকারের সময়কার রাজনৈতিক উদ্বেগের প্রতিচ্ছবি বহন করে।
রাজা Gorboduc তার রাজ্য দুই পুত্র Ferrex এবং Porrex-এর মধ্যে ভাগ করে দেন। এই বিভাজন পারিবারিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘাতের সৃষ্টি করে।বড় ছেলে Ferrex ছোট ভাই Porrexকে হত্যা করে।Porrex এর মৃত্যুর পর Gorboduc ও তার স্ত্রী উভয়েই ক্রুদ্ধ হয়ে বড় ছেলেকে হত্যা করেন।শেষ পর্যন্ত, রাজ্যের অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলা রাজতন্ত্রের পতনের দিকে নিয়ে যায়।
বিভ্রান্তি এড়াতে নিচের তথ্যগুলো মনে রাখুুন:
- First English Tragedy - The Gorboduc or The Tragedy of Gorboduc written by Thomas Norton and Thomas Sackville.
- First English Revenge Tragedy - The Spanish Tragedy written by Thomas Kyd.
Source: LXMCQ and Britannica.
0
Updated: 6 months ago
The poem suggests that as we get older, we become more entangled in...
Created: 1 month ago
A
knitting projects
B
worldly and material concerns
C
exciting adventures
D
philosophical debates
কবিতায় জীবনের এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যেখানে শৈশবকে দেখা হয়েছে আধ্যাত্মিক নিষ্পাপতা এবং ঈশ্বরীয় সান্নিধ্যের সময় হিসেবে। আত্মা যখন সদ্য ঈশ্বর থেকে এসেছে, তখনও তা “trailing clouds of glory” দ্বারা পরিবেষ্টিত থাকে। এই কারণে শিশুর চোখে প্রকৃতি এক রহস্যময় ও স্বর্গীয় আলোয় ভরা মনে হয়, যেখানে গভীর সৌন্দর্য উপলব্ধি করা যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ক্ষীণ হয়ে যায়।
প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের পর মানুষের উপর “custom lie upon thee with a weight”, অর্থাৎ সামাজিক রীতি-নীতি, সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনের চাপ এসে পড়ে। ফলস্বরূপ, শিশুর সেই দিব্য কল্পনাশক্তি ও আধ্যাত্মিক সংযোগ ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যায় এবং তার জায়গা নেয় প্রাপ্তবয়স্কের অনুকরণ ও পার্থিব চিন্তায় নিমগ্নতা। এভাবেই প্রকৃতির মধ্যে ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করার ক্ষমতা হারিয়ে যায়, যা কবিতার শুরুতে গভীর শোক ও বিষণ্নতার রূপে প্রতিফলিত হয়েছে।
-
শৈশবকে ঈশ্বরের নিকটতম সময় হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে আত্মা এখনও স্বর্গীয় আলোয় আবৃত।
-
শিশুর দৃষ্টিভঙ্গি প্রকৃতিকে রহস্যময় ও আধ্যাত্মিক আভায় পূর্ণ করে তোলে।
-
বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব, রীতি-নীতি ও বস্তুগত আকাঙ্ক্ষা সেই দৃষ্টি আচ্ছন্ন করে ফেলে।
-
“Light of common day” প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তব ও নিস্তেজ অভিজ্ঞতার প্রতীক।
-
শৈশবের কল্পনা ও আধ্যাত্মিক সংযোগের জায়গা নেয় অনুকরণভিত্তিক ভূমিকা ও পার্থিব ব্যস্ততা।
-
এই প্রক্রিয়াই কবির মনে ক্ষতি ও বিষণ্নতার বোধ তৈরি করে, যা কবিতার প্রারম্ভিক অংশে স্পষ্টভাবে প্রকাশিত।
0
Updated: 1 month ago