Correct sentence: Open at page 30.
ব্যাখ্যা:
-
কোনো বইয়ের নির্দিষ্ট পৃষ্ঠা নির্দেশ করতে ‘Open at page’ ব্যবহৃত হয়।
-
উদাহরণ: Open at page 30
অন্যভাবে ব্যবহার:
-
Open to মানে উন্মুক্ত বা গ্রহণযোগ্য।
-
উদাহরণ: His plan is open to objection.
ou need not _________, it wasn’t your fault.
A
apologize
B
apologized
C
apologizing
D
apologizes
উত্তরের বিবরণ
Need যখন modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়, তখন negative sentence-এ এর পরে not আসে এবং to ব্যবহার করা হয় না। অর্থাৎ, need not + verb (base form) গঠন ব্যবহার হয়।
Semi-modal: Need মূল verb হিসেবেও ব্যবহৃত হয়, আবার modal হিসেবেও।
নিয়ম: Need-এর সাথে কখনো s/es যুক্ত হয় না।
Example sentences:
You needn’t take off your shoes.
You need not spend a lot of money on presents.
Complete sentence: You need not apologize; it wasn’t your fault.
এখানে apologize হলো base form, কারণ need modal হিসেবে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 1 month ago
'A Passage to India' is written by-
Created: 1 month ago
A
E. M. Forster
B
Nirad C. Chaudhuri
C
Rudyard Kipling
D
Walt Whitman
‘A Passage to India’ উপন্যাসটি লিখেছেন E.M. Forster, যিনি একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic। তিনি Modern Period এর একজন প্রধান সাহিত্যিক।
1924 সালে প্রকাশিত এই উপন্যাসটি Forster-এর অন্যতম শ্রেষ্ঠ কাজ হিসেবে বিবেচিত। উপন্যাসটি মূলত racism এবং colonialism এর সমস্যাকে ফুটিয়ে তোলে এবং এতে ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে।
উপন্যাসের প্রধান চরিত্রসমূহ:
Dr. Aziz
Mrs. Moore
Adela Quested
Rony Hislop
Cyril Fielding ইত্যাদি
E.M. Forster সম্পর্কে:
তিনি একজন British novelist, essayist এবং social ও literary critic।
তাঁর খ্যাতি মূলত তাঁর উপন্যাস Howards End এবং A Passage to India, এবং সমালোচনার একটি বৃহৎ পরিমাণ কাজের উপর ভিত্তি করে।
বিশেষ উল্লেখযোগ্য কাজসমূহ:
A Passage to India
A Room with a View
Aspects of the Novel
Howards End
Marianne Thornton
Maurice
The Hill of Devi
The Longest Journey
Where Angels Fear to Tread
0
Updated: 1 month ago
What type of play is Measure for Measure?
Created: 1 month ago
A
Tragedy
B
Dark comedy
C
Romance
D
History play
Measure for Measure
এটি William Shakespeare এর লেখা ৫ অঙ্কের Dark Comedy।
লেখা হয় ১৬০৩–০৪ সালে এবং প্রকাশিত হয় ১৬২৩ সালের First Folio তে।
"Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
বিষয়বস্তু: সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা, ক্ষমা এবং ক্ষমতার অপব্যবহার।
Summary:
ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে Lord Angelo কে শাসনভার দেন।
Lord Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে এবং Claudio নামে যুবককে মৃত্যুদণ্ড দেয়।
Claudio এর বোন Isabella ভাইয়ের জীবন বাঁচাতে Angelo এর কাছে অনুরোধ জানায়।
Lord Angelo শর্ত দেয়, Claudio বাঁচাতে Isabella তাকে দেহ দিতে হবে।
ডিউক গোপনে ফিরে এসে Angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio কে ক্ষমা দেন।
নাটকটি ন্যায়, সততা ও ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর বার্তা দেয়।
Main characters:
Isabella
Vincentio
Claudio
Lord Angelo
Juliet
Mistress Overdone
Shakespeare এর কিছু Tragi-comedy:
The Merchant of Venice
Measure for Measure
The Winter's Tale
Cymbeline
Troilus and Cressida
Source:
0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
Open with page 30.
B
Open at page 30.
C
Open for page 30.
D
Open by page 30.
0
Updated: 1 month ago