They shouted so loudly, it made her ________ her glass.
A
drop
B
to drop
C
droping
D
droped
উত্তরের বিবরণ
Causative verb হলো সেই verb যা subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। উপরের বাক্যে ‘They shouted so loudly, it made her drop her glass’, এখানে ‘made’ হলো causative verb, কারণ subject (they) নিজে কাজ না করে অন্যকে (her) কাজ করতে প্ররোচিত করেছে।
-
Causative verbs: Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল ব্যবহৃত।
-
Make এর ব্যবহার:
-
Make-এর পরে যদি কোনো ব্যক্তি বা বস্তু থাকে, তবে verb-এর base form বসে।
-
উদাহরণ: They made her drop her glass.
-
এখানে her হলো ব্যক্তি, তাই drop verb-এর base form ব্যবহার হয়েছে।
-
-
0
Updated: 1 month ago
Which Indian city serves as the main setting for A Passage to India?
Created: 1 month ago
A
Delhi
B
Chandrapore
C
Calcutta
D
Kerala
A Passage to India
-
লেখক: E. M. Forster
-
প্রকাশ: 1924, লেখকের অন্যতম শ্রেষ্ঠ কাজ
-
লেখা: ভারত ও আলেক্সান্দ্রিয়ার অবস্থানের প্রেক্ষাপটে
-
বিষয়: Racism, colonialism, এবং ব্রিটিশ ও ভারতীয়দের সম্পর্ক
-
প্রধান চরিত্র: Dr. Aziz এবং Adela Quested
E. M. Forster
-
British novelist, essayist, social ও literary critic
-
বিখ্যাত উপন্যাস: Howards End, A Passage to India
-
এছাড়া সমালোচনার বড়ো পরিমাণ কাজের জন্য পরিচিত
0
Updated: 1 month ago
Choose the synonym of "Feeble":
Created: 1 month ago
A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.
0
Updated: 1 month ago
Which of the following is a correct synonym of “cognizant”?
Created: 1 month ago
A
Suppress
B
Ignorant
C
Informed
D
Composure
Cognizant হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কেউ কোনো বিষয় সম্পর্কে জ্ঞাত বা অবগত। এটি প্রকাশ করে যে কেউ কোন তথ্য বা পরিস্থিতি সম্পর্কে সচেতন ও বোঝাপড়া সম্পন্ন।
-
Correct Answer: Informed
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
English Meaning: Having knowledge or understanding of something
-
Synonyms: Conscious (সচেতন), Informed (জ্ঞাত), Acquainted (সুপরিচিত), Aware (সচেতন), Mindful (মননশীল)
-
Antonyms: Ignorant (অজ্ঞাত), Unaware (বেখবর), Unfamiliar (অপরিচিত), Strangers (অপরিচিত), Incognizant (অজ্ঞাত)
-
Other Forms:
-
Cognizance (noun) – (আইন সম্বন্ধীয়) কোনো বিষয় সম্পর্কে অবগতি; সচেতন জ্ঞান। এছাড়াও কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকার।
-
-
Other Options:
-
Suppress – দমন করা; প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা
-
Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
-
Example Sentence:
-
He was cognizant of his opponent's hostility.
-
0
Updated: 1 month ago