The bird swooped down and caught its prey. The underlined word is used here as a/an-
A
Adjective
B
Preposition
C
Adverb
D
Verb
উত্তরের বিবরণ
• The bird
swooped down and caught its prey.
- Here, 'down' is an Adverb.
- পাখিটি হঠাৎ নিচে নেমে এসে তার শিকার ধরে ফেলল।
- 'swooped' verb কে modify করায়, 'down' এখানে
adverb হবে।
• Down (Adverb)
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।
• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।
Down শব্দটি বিভিন্ন
parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।
• Down (Preposition)
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
• Down (Verb)
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।

0
Updated: 7 hours ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 week ago
A
Goneril
B
Portia
C
Katharina
D
Cordelia
The Taming of the Shrew হলো William Shakespeare রচিত একটি সুপরিচিত কমেডি, যার কেন্দ্রীয় চরিত্র Katharina (Kate)। তাকে প্রায়ই “shrew” বলা হয়, কারণ তিনি দৃঢ়চেতা, তীক্ষ্ণভাষী এবং সমাজের নারীদের জন্য নির্ধারিত প্রত্যাশার সাথে মানিয়ে চলতে অস্বীকৃতি জানান।
-
নাটকটি William Shakespeare রচিত ৫ অঙ্কবিশিষ্ট একটি comedy।
-
এটি ১৫৯০–১৫৯৪ সালের মধ্যে কোনো এক সময়ে লেখা হয় এবং ১৬২৩ সালে First Folio-তে প্রথম প্রকাশিত হয়।
-
এটি Shakespeare-এর অন্যতম বিখ্যাত কমেডি হিসেবে পরিচিত।
-
নাটকটিতে Katharina এবং Petruchio-র জটিল ও হাস্যরসপূর্ণ courtship তুলে ধরা হয়েছে। Petruchio দৃঢ়প্রতিজ্ঞ কাথরিনার ক্রোধ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক লাভ করবে।
Summary
-
Katharina ছিলেন দৃঢ়প্রতিজ্ঞ, তীক্ষ্ণভাষী এবং স্বাধীনচেতা এক নারী, যিনি সমাজের প্রচলিত নারীত্বের নিয়ম মানতে অস্বীকার করেন।
-
Petruchio তাকে বিয়ে করে এবং “বশীভূত” করার উদ্দেশ্যে নানা কৌশল, অস্বাভাবিক আচরণ ও ধূর্ততা প্রয়োগ করে।
-
নানা ভুল বোঝাবুঝি, হাস্যকর পরিস্থিতি এবং পরীক্ষার মধ্য দিয়ে নাটকটি বিবাহ, সম্পর্কের টানাপোড়েন এবং ক্ষমতার ভারসাম্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে।
Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio ও Gremio
অন্য নাটকের চরিত্রসমূহ
-
Goneril এবং Cordelia → Shakespeare-এর King Lear নাটকের চরিত্র।
-
Portia → Shakespeare-এর The Merchant of Venice নাটকের চরিত্র।
-
Rosalind → Shakespeare-এর As You Like It নাটকের চরিত্র।

0
Updated: 1 week ago
Going to Australia for higher studies is now a white elephant.
What does the underlined phrase means-
Created: 2 weeks ago
A
An elephant with white color.
B
Something that is expensive but that has no useful purpose.
C
Straightforward process.
D
Very cheap and profitable process
• Going to Australia for higher studies is now a white elephant.
- Bangla Meaning: উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাওয়া এখন শ্বেতহস্তী তে পরিণত হয়েছে।
• White elephant
- English Meaning: something that is expensive, or that costs a lot of money to keep in good condition, but that has no useful purpose and is no longer wanted.
- Bangla Meaning: (লাক্ষণিক) শ্বেতহস্তী; কাজে আসে না অথচ দামি ও অসুবিধাজনক।

0
Updated: 2 weeks ago
How does Satan react after Adam and Eve fall in Paradise Lost, Book IX?
Created: 9 hours ago
A
He is ashamed of his actions
B
He rejoices in their fall
C
He seeks forgiveness from God
D
He flees from Eden.
Paradise Lost-এ শয়তানের লক্ষ্য তার পতনের পর থেকেই ঈশ্বরকে প্রতিশোধ নেওয়া এবং মানবজাতিকে দূষিত করা। আদম ও ইভের পতন হলো তার মাস্টারপ্ল্যানের সফল সমাপ্তি। তাই তার প্রতিক্রিয়া পশ্চাৎপশ্চাৎবোধ বা লজ্জার নয়, বরং জয়গানের মতো।
-
Book IX থেকে Book X-এ পরিবর্তনের সময় মিল্টন বর্ণনা করেছেন শয়তানের প্রস্থান।
-
সে ভয়ে পালাচ্ছে না, বরং বিজয় উদযাপন করে উদ্যান ত্যাগ করছে।
-
তাকে বলা হয়েছে “th’ exulting Foe”, যে এখন তার পতিত দেবদূত সৈন্যদের কাছে তার সাফল্য রিপোর্ট করতে প্যান্ডেমনিয়ামে ফিরছে।
-
ইডেন থেকে তার প্রস্থান কোনো পশ্চাদপদ নয়, বরং বিজয়ের শুরু।
-
-
Book X-এ প্যান্ডেমনিয়ামে ফেরার পর শয়তান উদযাপন করে।
-
সে তার অনুসারীদের সামনে দাঁড়িয়ে ঈশ্বরের নতুন সৃষ্টিকে ধ্বংস করার কীর্তি গর্বের সঙ্গে বর্ণনা করে।
-
যদিও উদযাপন ইডেন ত্যাগের পরে ঘটে, এটি পতনের তাত্ক্ষণিক ও সরাসরি ফল।
-
-
উপসংহার: শয়তানের প্রতিক্রিয়া হলো দুর্নীতিপূর্ণ আনন্দ ও বিজয়ী প্রতিশোধের উদযাপন, লজ্জা নয়।

0
Updated: 9 hours ago