_____________ the music down? I'm trying to concentrate.
A
Would you mind turning
B
Do you mind to turn
C
Would you mind turned
D
Will you mind turn
উত্তরের বিবরণ
• Complete sentenece: Would you mind turning the music
down? I'm trying to concentrate.
- Bangla Meaning: আপনি
কি একটু সাউন্ডটা কমাতে
পারবেন? আমি একটু মনোযোগ
দেওয়ার চেষ্টা করছি।
• Would you mind যুক্ত
incomplete sentence কে
complete করার নিয়ম:
- Would you mind এরপর
verb এর মূল form এর সাথে ing যোগ
করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
Examples:
- Would you mind helping me with this box? It's quite heavy.
- Would you mind not smoking in here? It's a non-smoking area.
- Would you mind bringing me a glass of water?
- Would you mind checking this document for errors?

0
Updated: 7 hours ago
Who wrote The Ant and The Grasshopper?
Created: 2 weeks ago
A
Charles Perrault
B
James Joyce
C
E.M. Forster
D
William Somerset Maugham
The Ant and The Grasshopper
-
Renaissance: William Somerset Maugham-এর লেখা একটি short story।
-
Inspiration: গল্পটির নামকরণ করা হয়েছে Aesop-এর প্রখ্যাত fable “The Ant and the Grasshopper”-এর অনুকরণে।
-
Theme: গল্পটি জীবনের বাস্তবতা এবং বিশ্বের প্রতি সমন্বিত দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে।
William Somerset Maugham
-
ইংরেজি প্রখ্যাত লেখক, নাট্যকার এবং উপন্যাসিক।
-
জন্ম: 25 জানুয়ারি 1874, প্যারিস।
-
মৃত্যু: 16 ডিসেম্বর 1965।
-
তার রচনায় মানব প্রকৃতি, সামাজিক সম্পর্ক এবং জীবনের জটিলতা বিষয়ে গভীর অন্তর্দৃষ্টি পাওয়া যায়।
Short Stories
-
The Ant and the Grasshopper
-
The Luncheon
Notable Novels
-
Of Human Bondage
-
The Sacred Flame
-
The Razor's Edge
-
Cakes and Ale
-
The Musician
-
The Moon and Sixpence
-
Lady Frederick
Source: Britannica, SparkNotes

0
Updated: 2 weeks ago
Who is the author of the book "Rewards and Fairies"?
Created: 2 days ago
A
Rudyard Kipling
B
H. G. Wells
C
Charles Dickens
D
William Blake
Rewards and Fairies হলো Rudyard Kipling-এর লেখা একটি জনপ্রিয় ছোটগল্প ও কবিতা সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে। এটি মূলত কিশোর-কিশোরীদের জন্য লেখা হলেও প্রাপ্তবয়স্ক পাঠকরাও এটি সমাদৃত। সংকলনে ইতিহাস, কল্পনা এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
-
Rewards and Fairies দুই অংশে বিভক্ত একটি সংকলন।
-
এটি Puck of Pook’s Hill-এর ধারাবাহিকতা বহন করে।
-
বইটিতে Dan ও Una নামের দুই চরিত্রের মাধ্যমে পাঠক অতীতের ঐতিহাসিক ঘটনাবলি ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হন।
-
Puck নামের এক অলৌকিক চরিত্র গল্পগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ইতিহাসের গল্প শোনায়।
-
কিপলিং বইটিতে ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন।
-
সংকলনের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো “If—”, যা আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তির অনুপ্রেরণামূলক নির্দেশিকা হিসেবে পরিচিত।
Joseph Rudyard Kipling:
-
জন্ম ইন্দিয়াতে।
-
তিনি একজন novelist, poet, journalist এবং গল্পকার।
-
প্রথম ব্রিটিশ লেখক যিনি ১৯০৭ সালে নোবেল পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three

0
Updated: 2 days ago
"Come live with me and be my love, And we will all the pleasures prove"
Who wrote this extract?
Created: 1 week ago
A
Edmund Spenser
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
John Donne
“Come live with me and be my love, And we will all the pleasures prove” হলো Christopher Marlowe-এর লেখা The Passionate Shepherd to His Love কবিতার একটি অংশ। এটি প্রেম ও প্রকৃতির প্রতি উদাসীন আনন্দের আহ্বান বহন করে।
-
The Passionate Shepherd to His Love একটি pastoral poem, যা Christopher Marlowe রচনা করেছেন।
-
এটি 1599 সালে প্রকাশিত হয়।
-
কবিতার কাহিনীতে “passionate shepherd” তাঁর প্রিয়াকে গ্রামে তার সঙ্গে বসবাস করার জন্য আহ্বান জানান।
Christopher Marlowe (1564–1593)
-
Elizabethan যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার।
-
Shakespeare-এর আগে তিনিই ইংরেজি নাট্য সাহিত্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।
-
তিনি বিশেষভাবে dramatic blank verse প্রবর্তনের জন্য খ্যাত।
-
তাঁর বিখ্যাত ট্র্যাজেডি নাটকগুলো হলো: The Jew of Malta, Tamburlaine the Great, Edward II, Doctor Faustus।
-
তিনি একজন ‘University wit’ হিসাবেও পরিচিত।
Famous Quotes by Christopher Marlowe
-
“Pluck up your hearts, since fate still rests our friend.”
-
“Hell is just a frame of mind.”
-
“Fools that will laugh on earth, most weep in hell.”
-
“Money can't buy love, but it improves your bargaining position.”
-
“It is a comfort to the wretched to have companions in misery.”
-
“Was this the face that launched a thousand ships And burnt the topless towers of Ilium?”
-
“Sweet Helen, make me immortal with a kiss.”
-
“I count religion but a childish toy, And hold there is no sin but ignorance.”
-
“Who ever loved that loved not at first sight?”
Notable Works
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Hero and Leander
-
Edward II
-
Dido, Queen of Carthage

0
Updated: 1 week ago