Identify the correct sentence:
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
উত্তরের বিবরণ
Complete Sentence: The mayor, together with the council members, is addressing the public.
-
Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
নিয়মাবলী:
-
যখন কোনো noun বা pronoun-এর সাথে with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি phrase আসে, তখন verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।
-
অর্থাৎ, প্রথম subject singular হলে verb singular, আর প্রথম subject plural হলে verb plural হবে।
উদাহরণ:
-
The singer, together with her band, is performing tonight.
-
The principal, together with the teachers, is organizing the event.
-
The chef, together with the sous-chef, is preparing the special dish.
-
The scientist, together with the research team, is publishing the findings.
0
Updated: 1 month ago
Prometheus Unbound is a -
Created: 2 months ago
A
short story
B
poem
C
novel
D
lyrical drama
0
Updated: 2 months ago
If only it were that simple. Here, 'that' is -
Created: 1 month ago
A
Adverb
B
Conjunction
C
Interjection
D
Adjective
If only it were that simple. এখানে 'that' একটি Adverb।
That [adverb]:
-
English meaning: to such a degree; so.
-
Bangla meaning: অতটা; অতখানি এই অর্থে।
Example:
-
If they are that close, they will be here in minutes.
-
If only it were that simple.
Source: Oxford Dictionary.
0
Updated: 1 month ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 3 months ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।
0
Updated: 3 months ago