Choose the correct sentence.
A
She hardly speaks during meetings, does she?
B
She hardly speaks during meetings, doesn't she?
C
She hardly speaks during meetings, didn't she?
D
She hardly speaks during meetings, hasn't she?
উত্তরের বিবরণ
• Correct Sentence:
She hardly speaks during meetings, does she?
- Bangla Meaning: ও মিটিংয়ে প্রায় কথা বলে না, তাই না?
• Tag question এর নিয়মানুযায়ী:
- Tag question -এর subject সর্বদা মূল
sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- বাক্যে scarcely, barely, rarely, hardly, seldom এগুলো negative অর্থ প্রকাশ করে।
- তাই এদের
Tag question টি Affirmative হবে।
- প্রদত্ত Sentence টি
present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে
'does' বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি
Negative হওয়ায় Tag question টি Affirmative হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক tag question টি হবে- does she?
More Examples:
- We hardly saw any birds in the forest, did we?
- You hardly have any time to relax, have you?
- The children hardly eat vegetables, do they?

0
Updated: 7 hours ago
Which one in incorrect?
Created: 1 week ago
A
There is nobody who does not have any needs.
B
There is nobody who has some needs.
C
There is nobody who has no needs.
D
None of them
The required answer is - খ) There is nobody who has some needs.
ব্যাখ্যা:
-
বাক্যের অর্থ: “কেউ নেই যার কিছু চাহিদা আছে,” যা অর্থবহ নয়, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু চাহিদা থাকে।
Affirmative থেকে Negative করার নিয়ম:
-
Affirmative: Everybody has some needs.
-
Negative: There is nobody who has no needs.
অথবা: There is nobody who does not have any needs.
অথবা: There is nobody but has some needs.
আরও উদাহরণ:
-
Aff.: A mother loves her child.
Neg.: There is no mother who does not love her child.
অথবা: There is no mother but loves her child. -
Aff.: Everybody likes flowers.
Neg.: There is nobody who does not like flowers.
অথবা: There is nobody but likes flowers.
নোট: ক এবং গ অপশনগুলো সঠিক।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

0
Updated: 1 week ago
Who is the author of the play "Pygmalion"?
Created: 2 days ago
A
T. S. Eliot
B
P. B. Shelley
C
G. B. Shaw
D
W. B. Yeats
“Pygmalion” নাটকের রচয়িতা হলেন G. B. Shaw (George Bernard Shaw)। এটি একটি রোমান্টিক কমেডি নাটক, যা ৫টি অঙ্কে (acts) বিভক্ত। প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায়, জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে। নাটকটির মূল বিষয় হলো ইংল্যান্ডের সমাজ ব্যবস্থা ও প্রেমের জটিলতা।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill
সারসংক্ষেপ:
-
নাটকটি ইংরেজ সমাজের শ্রেণিবৈষম্য ও ভাষার প্রভাব নিয়ে লেখা।
-
Mrs. Higgins বাজি ধরেন যে তিনি Eliza Doolittle নামের একজন সাধারণ ফুল বিক্রেতার ভাষা ও আচরণ পরিবর্তন করে তাকে অভিজাত রমণীতে রূপান্তর করতে পারবেন।
-
Eliza কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সমাজে নিজের অবস্থান গড়তে সক্ষম হয়, কিন্তু Mrs. Higgins তাকে কেবল একটি পরীক্ষা হিসেবে দেখে।
-
নাটকটি Eliza Doolittle-এর আত্মমর্যাদার জাগরণ ও নিজের পরিচয় অনুসন্ধানের গল্প তুলে ধরে।
George Bernard Shaw (1856–1950)
-
Irish Playwright এবং Critic
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ
-
উপাধি: The greatest modern English dramatist, The father of modern English Drama
উল্লেখযোগ্য নাটক:
-
Man and Superman
-
Arms and the Man
-
Candida
-
Caesar and Cleopatra
-
Mrs. Warren's Profession
-
The Apple Cart
-
Doctor's Dilemma
-
Man of Destiny
-
Pygmalion
-
Major Barbara

0
Updated: 2 days ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 4 weeks ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 4 weeks ago