Which sentence is correct?
A
If he apologizes, she might have forgiven him.
B
If he had apologized, she might forgiven him.
C
If he had apologized, she might have forgiven him.
D
If he had apologized, she might had forgiven him.
উত্তরের বিবরণ
• Correct sentence: If he had apologized, she might have
forgiven him.
- Bangla Meaning: সে যদি দুঃখ প্রকাশ
করত, তবে হয়তো তাকে
মাফ করে দিতো।
• উল্লিখিত প্রশ্নটি Third Conditional
sentence-এর উপর ভিত্তি করে
করা হয়েছে।
- একটি Conditional
sentence-এ দু'টি clause থাকে:
subordinate clause -টি
শর্ত বোঝায় এবং principal clause-টি ফলাফল বোঝায়।
• Third conditional -এর
নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত
অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী
clause -এ
would/could/might + have + V3 + extension হয়।
- If না থাকলে Condition part টি Had দ্বারা শুরু হতে পারে।
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not
হয়।
• Structure: If + Past Perfect (had +V3) + Subject +
would/could/might + have + verb-এর
past participle.
More Examples:
- If we had taken the train, we would have reached on time.
- If she had remembered the appointment, she wouldn’t have missed it.
- If you had called me, I could have helped you.
- If they had prepared better, the presentation would have been successful.

0
Updated: 7 hours ago
Which author caused controversy with the novel The Satanic Verses?
Created: 6 hours ago
A
Arundhati Roy
B
Ruskin Bond
C
Salman Rushdie
D
R. K. Narayan
• Salman Rushdie হলো সেই লেখক যিনি তাঁর উপন্যাস
The Satanic Verses দিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেন। এই উপন্যাসটি প্রকাশের পর মুসলিম সমাজের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ অনেকেই মনে করেন এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এই কারণে অনেক দেশে বইটি নিষিদ্ধ হয় এবং লেখককে মৃত্যুদণ্ডের হুমকি পর্যন্ত দেয়া হয়।
• বিস্তারিত আলোচনা:
• The Satanic Verses:
- এটি লেখক
Salman Rushdie রচিত একটি Epic novel.
- এটি একটি
magic realist epic novel.
- এটি 1988 সালে প্রকাশিত হয়।
- It became one of the most controversial books of the late 20th century.
- The Satanic Verses is about identity, alienation, rootlessness, brutality,
compromise, and conformity.
• Salman Rushdie:
- তিনি একজন
Indian-born British writer.
- পুরো নাম
Sir Ahmed Salman Rushdie.

0
Updated: 6 hours ago
Which of the following is not a synonym of “Mite”?
Created: 2 days ago
A
Bit
B
Iota
C
Giant
D
Speck
Mite (noun) অর্থ একটি ছোট জিনিস বা প্রাণী। এর ইংরেজি এবং বাংলা অর্থ হলো:
-
ইংরেজি অর্থ:
-
খুব ছোট প্রাণী, যেমন মাটি, উদ্ভিদ বা ঘরের কার্পেটে থাকা একটি স্পাইডারের মতো প্রাণী।
-
একটি ছোট শিশু বা প্রাণী, বিশেষত যার জন্য সহানুভূতি হয়।
-
কোনো কিছুর অতি ক্ষুদ্র পরিমাণ।
-
-
বাংলা অর্থ:
১) অল্প পরিমাণ।
২) ক্ষুদ্র বস্ত্র বা ছোট শিশু; এক রত্তি। -
Synonyms: Iota (খুব সামান্য), Bit (অতি অল্প), Minimum (নিম্নতম), Speck (ছোট্র), Pinch (যৎসামান্য, অতীব ক্ষুদ্র)
-
Antonyms: Behemoth (বিশাল), Hulk (বিশালাকার), Lot (প্রচুর), Abundance (প্রচুর), Giant (দানব, মহাকায়)
-
উদাহরণ বাক্য:
-
He was brought to such a sense of his poverty, as to find he had not a mite to buy with.
-
This dish could use a mite of garlic.
-
সঠিক বিপরীত অর্থ হলো Giant।

0
Updated: 2 days ago
The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
Created: 7 hours ago
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
• Complete Sentence:
The artist created a perfect facsimile of the famous painting, fooling even
experienced collectors.
- Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
• Facsimile (noun)
English Meaning: an exact copy or reproduction of a document, artwork, or
printed material.
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentence:
- The museum displayed a facsimile of the ancient manuscript.
- Please send a facsimile of the signed contract to our office.

0
Updated: 7 hours ago