Choose the correct sentence.
A
No sooner have they started the meeting than the fire alarm went off.
B
No sooner had they started the meeting than the fire alarm had went off.
C
No sooner had they started the meeting then the fire alarm went off.
D
No sooner had they started the meeting than the fire alarm went off.
উত্তরের বিবরণ
Complete sentence: No sooner had they started the meeting than the fire alarm went off।
-
Bangla Meaning: মিটিং শুরু হতেই ফায়ার এলার্মটা বাজতে লাগল।
-
No sooner…than হলো একটি correlative conjunction যা "করতে না করতেই / হতে না হতেই" অর্থ প্রকাশ করে।
Structure:
-
No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past tense)
নিয়মাবলী:
-
No sooner ব্যবহার করলে পরবর্তী অংশ শুরু হয় than দিয়ে (not then)।
-
Hardly had বা Scarcely had ব্যবহার হলে পরবর্তী অংশ শুরু হয় when দিয়ে।
উদাহরণ:
-
No sooner had she arrived at the station than the train departed.
-
No sooner had I finished my homework than the phone rang.
-
No sooner had we left the house than it began to rain.
0
Updated: 1 month ago
Which constellation is mentioned in the poem?
Created: 2 months ago
A
Orion
B
Hyades
C
Pleiades
D
Ursa Major
কবিতায় ইউলিসিস “the rainy Hyades” উল্লেখ করেন। Hyades একটি নক্ষত্রমণ্ডল যা প্রাচীন জ্যোতির্বিদ্যায় বর্ষার সাথে সম্পর্কিত। ইউলিসিস এই নক্ষত্রকে ব্যবহার করে তাঁর সমুদ্রযাত্রার কঠিন সময়ের কথা স্মরণ করেন, যখন ঝড়ো হাওয়া ও বৃষ্টি তাঁকে কষ্ট দিয়েছে। এটি তাঁর দুঃসাহসী জীবনের একটি অংশ, যা শুধু আনন্দ নয়, কষ্ট ও বিপদেও পূর্ণ। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউলিসিস প্রকৃতিকে চ্যালেঞ্জ করেছেন এবং অভিজ্ঞতাকে গ্রহণ করেছেন, সেটা আনন্দ হোক বা দুঃখ।
3
Updated: 2 months ago
The correct meaning of the word "Resolution" is -
Created: 1 month ago
A
A strong decision or intention
B
An unexpected disaster
C
A lengthy discussion
D
An incomplete idea
The correct answer is - ক) A strong decision or intention.
Resolution (noun)
-
English Meaning: If you make a resolution, you promise to yourself to do or not to do something.
-
Bangla Meaning: (Uncountable noun) দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত।
Synonyms:
-
Aim (লক্ষ্য)
-
Aspiration (আকাঙ্ক্ষা)
-
Pledge (অঙ্গীকার)
-
Decision (সিদ্ধান্ত)
-
Judgment (রায়)
Antonyms:
-
Irresolution (অস্থিরমতিত্ব)
-
Continuation (অনুবর্তন)
-
Prolonging (দীর্ঘায়িত করা)
-
Hesitancy (সিদ্ধান্তহীনতা)
-
Refusal (প্রত্যাখ্যান)
Other Forms:
-
Resolute (adjective) — দৃঢ়সংকল্প; অটল।
Example Sentences:
-
The United Nations passed (= voted to support) a resolution to increase aid to developing nations.
-
I've made a resolution to exercise three times a week.
Other options:
-
Hasty (adj) — দ্রুতগতি; ত্বরিত
-
Inform — জানানো; জ্ঞাপন করা
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary
0
Updated: 1 month ago
“Fortuitous” is best replaced by:
Created: 1 month ago
A
Serendipitous
B
Premeditated
C
Unlucky
D
Planned
The closest in meaning to 'Fortuitous' is – Serendipitous।
-
Fortuitous (adjective)
-
English Meaning: happening by chance, often in a lucky or beneficial way
-
Bangla Meaning: আকস্মিক; সৌভাগ্যজনক
-
-
Option Analysis:
-
Serendipitous: সৌভাগ্যজনক; আকস্মিকভাবে শুভ ফলপ্রসূ
-
Premeditated: পূর্বপরিকল্পিত; আগেভাগে চিন্তা করা
-
Unlucky: দুর্ভাগ্যপূর্ণ; অমঙ্গলজনক
-
Planned: পরিকল্পিত; সুশৃঙ্খলভাবে সাজানো
-
0
Updated: 1 month ago