Identify the correct sentence.
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
উত্তরের বিবরণ
সঠিক বাক্য হলো It is time they called their parents।
-
এখানে It is time / It is high time ব্যবহার করা হয়েছে, যার পর subject থাকলে পরবর্তী verb past indefinite tense (called) এ হয়।
-
অর্থাৎ, কোনো কাজ করার উপযুক্ত সময় এসেছে বোঝাতে এই কাঠামো ব্যবহৃত হয়।
Structure:
-
It is time / It is high time + subject + past indefinite verb
উদাহরণ:
-
It is time we went to bed.
-
It is time you made a decision.
-
It is time he apologized for his mistake.
-
It is time she packed her bags.
বিস্তারিত:
-
যদি subject না থাকে, তাহলে structure হবে: It is time / It is high time + to + verb
-
উদাহরণ: It is high time to stop corruption.
-
0
Updated: 1 month ago
"All changed, changed utterly: A terrible beauty is born." - Who quoted it?
Created: 1 month ago
A
John Keats
B
T.S. Eliot
C
W.B. Yeats
D
Robert Browning
উক্তি: **"All changed, changed utterly: A terrible beauty is born."**
**Source:** W\.B. Yeats-এর কবিতা **"Easter, 1916"**
**Easter 1916 সম্পর্কে:**
* ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান (Easter Rising) সংঘটিত হয়।
* Yeats এই কবিতায় সেই আন্দোলন এবং শহীদ নেতাদের আত্মত্যাগকে স্মরণ করেছেন।
* কবিতার লাইনটি পরিবর্তন ও ত্যাগের ব্যথা এবং নতুন আশা বা “ভয়ঙ্কর সৌন্দর্য” জন্ম নেওয়ার প্রতীক।
**William Butler Yeats:**
* Irish কবি ও নাট্যকার; Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
* ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
* Abbey Theatre প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
**Major Poems:**
* The Wild Swans at Coole
* The Tower
* The Winding Stair and Other Poems
* The Second Coming
* Sailing to Byzantium
* The Lake Isle of Innisfree
* Among School Children
* A Prayer for My Daughter
* When You Are Old
* Easter 1916
* September 1919
* The Wanderings of Oisin
* Leda and The Swan
**Notable Plays:**
* The Resurrection
* The Only Jealousy of Emer
* The Dreaming of the Bones
* Four Plays for Dancers
* Calvary
* Cathleen ni Houlihan
* The Countess Cathleen
**Prose:**
* A Vision
* Celtic Twilight (essay)
0
Updated: 1 month ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 3 months ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 3 months ago
The phrase "Beauty is truth, truth beauty" appears in which work?
Created: 2 months ago
A
Ode on a Grecian Urn
B
de to a Nightingale
C
To Autumn
D
The Raven
“Beauty is truth, truth beauty” বাক্যটি John Keats-এর কবিতা Ode on a Grecian Urn থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
লেখক: John Keats
-
প্রকাশিত: ১৮২০
-
কবিতার থিম: একটি প্রাচীন গ্রিক মাটির জারকে কেন্দ্র করে চিরন্তন সৌন্দর্য, সত্য ও শিল্পের সম্পর্ক
-
শেষ দুই লাইন:
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
উল্লেখযোগ্য বিষয়:
-
কবিতায় Keats বলেন যে যা সত্য তা সুন্দর, যা সুন্দর তা সত্য—দুইটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
-
আরেকটি বিখ্যাত লাইন: “Heard melodies are sweet, but those unheard, are sweeter.”
-
Keats Romantic যুগের একজন প্রধান ইংরেজ কবি ছিলেন, এবং মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উত্তর: ক) Ode on a Grecian Urn
0
Updated: 2 months ago