If someone says, "I'm going to hit the sack," what are they most likely doing?
A
Going to sleep early
B
Preparing for a fight
C
Starting a workout
D
Packing their bags
উত্তরের বিবরণ
• The idiom "hit
the sack" means – Going to sleep early.
• hit the sack (idiom)
English Meaning: to go to bed in order to sleep.
Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া।
Example Sentence:
- I’m really tired, so I’m going to hit the sack early tonight.

0
Updated: 7 hours ago
The Sun Rising is a famous poem written by
Created: 3 weeks ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 3 weeks ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 4 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 4 months ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।

0
Updated: 1 month ago