If someone says, "I'm going to hit the sack," what are they most likely doing?
A
Going to sleep early
B
Preparing for a fight
C
Starting a workout
D
Packing their bags
উত্তরের বিবরণ
• Idiom: "hit the sack"
-
Meaning: Go to sleep or go to bed.
Details:
-
English Meaning: To go to bed in order to sleep.
-
Bangla Meaning: ঘুমাতে যাওয়া; শুতে যাওয়া।
Example Sentence:
-
I’m really tired, so I’m going to hit the sack early tonight.
0
Updated: 1 month ago
Who is the author of ‘A Farewell to Arms’?
Created: 3 hours ago
A
Plato
B
Ernest Hemingway
C
T. S. Eliot
D
John Milton
‘A Farewell to Arms’ একটি বিখ্যাত যুদ্ধভিত্তিক উপন্যাস যা ভালোবাসা ও মানবিক কষ্টের গভীর চিত্র তুলে ধরে। এটি রচনা করেছেন Ernest Hemingway, যিনি ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী আমেরিকান লেখক।
-
‘A Farewell to Arms’ প্রকাশিত হয় ১৯২৯ সালে, যার পটভূমি প্রথম বিশ্বযুদ্ধ (World War I)।
-
গল্পের মূল চরিত্র Frederic Henry, একজন আমেরিকান অ্যাম্বুলেন্স ড্রাইভার, এবং তার প্রেমিকা Catherine Barkley।
-
উপন্যাসটি যুদ্ধের নিষ্ঠুরতা ও প্রেমের ট্র্যাজেডি তুলে ধরে।
-
Ernest Hemingway (১৮৯৯–১৯৬১) তাঁর সরল ও বাস্তবধর্মী লেখনীর জন্য খ্যাত।
-
তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো ‘The Old Man and the Sea’, ‘For Whom the Bell Tolls’, এবং ‘The Sun Also Rises’।
0
Updated: 3 hours ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 1 month ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare
0
Updated: 1 month ago
Which of the following is the masculine form?
Created: 1 month ago
A
Roe
B
Mare
C
colt
D
sow
উল্লিখিত উদাহরণগুলোকে整理 করলে:
| Masculine (পুরুষ) | Meaning (অর্থ) | Feminine (মহিলা) |
|---|---|---|
| Colt | অশ্বশাবক | Filly |
| Hart | পুরুষ হরিণ | Roe |
| Stallion | খোজা করা হয়নি এমন ঘোড়া | Mare |
| Boar | পুরুষ শূকর / বন্য শূকর | Sow |
Tip:
-
সাধারণত পশু ও পাখির নামের লিঙ্গ নির্ধারণ করা যায় masculine → feminine এর মাধ্যমে যেমন Colt → Filly, Stallion → Mare।
-
কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নাম আলাদা হয় (যেমন হরিণে Hart → Roe)।
0
Updated: 1 month ago