Which of the following best describes the meaning of "don't put all your eggs in one basket"?
A
Be cautious when carrying fragile objects
B
Store fragile items carefully
C
Use a single strategy to achieve your goals
D
Diversify your investments to minimize risk
উত্তরের বিবরণ
• The idiom
"don't put all your eggs in one basket" means – Diversify your
investments to minimize risk.
• don't put all your eggs in one basket (idiom)
English Meaning: Don’t rely on a single plan, resource, or investment; spread
your risk.
Bangla Meaning: সব কিছু এক জায়গায় বা এক পদ্ধতিতে নির্ভর করা উচিত নয়; ঝুঁকি কমাতে বিভিন্ন পথে বিনিয়োগ বা চেষ্টা করা উচিত।
Example Sentence:
– Smart investors know not to put all their eggs in one basket, so they spread
their money across different industries.

0
Updated: 7 hours ago
The Ant and the Grasshopper is a/an -
Created: 1 week ago
A
novel
B
poem
C
play
D
short story
Answer: Short story
The Ant and The Grasshopper:
-
Written by William Somerset Maugham.
-
Based on the famous Aesop fable of the same name.
-
It is a short story that presents a balanced view of life, highlighting human nature and the consequences of choices.
About William Somerset Maugham:
-
Renowned English novelist and short story writer.
-
Keen observer of life and human behavior.
-
His writings often portray life realistically, exploring human nature and society.
Famous Novels by Maugham:
-
Of Human Bondage
-
The Razor's Edge
-
The Moon and Sixpence
-
Cakes and Ale
-
The Sacred Flame
-
The Musician
-
Lady Frederick
Notable Short Stories:
-
The Ant and The Grasshopper
-
The Luncheon

0
Updated: 1 week ago
Which of the following best replaces the word 'Colossus'?
Created: 1 week ago
A
Diminutive
B
Implicit
C
Mammoth
D
Pygmy
• The required answer is — গ) Mammoth
• Colossus (Noun)
-
English Meaning: a person or thing of great size, influence, or ability; a statue of gigantic size and proportions
-
Bangla Meaning: অতিকায় মূর্তি (বিশেষত কোনো মানুষের বাস্তব আকার অপেক্ষা অনেক বড়)
• Given options:
-
ক) Diminutive — হ্রাসপ্রাপ্ত আকারসম্পন্ন; অতি ক্ষুদ্র
-
খ) Implicit — ইশারাইঙ্গিতে প্রকাশিত; নিহিত; চাপা
-
গ) Mammoth — অধুনালুপ্ত লোমশ হাতিবিশেষ; (attributive(ly)) প্রকাণ্ড; বিশাল
-
ঘ) Pygmy — (১) বিষুবীয় আফ্রিকার খর্বাকৃতি জনগোষ্ঠীর একজন; (২) বামন; বেঁটে; (৩) খুব ছোট আকারের
• সুতরাং, Mammoth শব্দটি 'Colossus' শব্দের প্রতিস্থাপন।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 1 month ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।

1
Updated: 1 month ago