What does the idiom "Cut to the chase" primarily mean?
A
To avoid confrontation by changing the subject
B
To get to the point without unnecessary details
C
To delay making a decision until later
D
To end something abruptly without explanation
উত্তরের বিবরণ
The idiom "Cut
to the chase" means – To get to the point without unnecessary details.
• cut to the chase (idiom)
English Meaning: to skip over unnecessary details and get straight to the main
point.
Bangla Meaning: অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে মূল বিষয়ে চলে যাওয়া।
Example Sentence:
– We don’t have much time, so let’s cut to the chase and start the
presentation.

0
Updated: 7 hours ago
The plural of 'Nucleus' is-
Created: 1 day ago
A
Nucleii
B
Nucleis
C
Nuclei
D
Nuclesis
The plural of ‘Nucleus’ is Nuclei.
Nucleus (noun):
-
English meaning: The central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth; a basic or essential part: core
-
Bangla meaning: কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র
Plural form: Nuclei (also nucleuses)
Source:

0
Updated: 1 day ago
Who is the author of "Queen Mab"?
Created: 2 days ago
A
P. B. Shelley
B
William Wordsworth
C
John Keats
D
Lord Byron
Queen Mab হলো P. B. Shelley-এর লেখা একটি বিখ্যাত philosophical poem, যা প্রথম প্রকাশিত হয় ১৮১৩ সালে বেনামে রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এবং আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ১৮১৬ সালে। এটি Shelley-এর প্রথম প্রধান কবিতা এবং নয়টি canto-তে বিভক্ত, blank verse-এ রচিত। কবিতায় Queen Mab, fairies-এর রাণী, Ianthe-এর আত্মাকে মানবজাতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মাধ্যমে একটি দর্শন প্রদর্শন করেন।
-
পুরো শিরোনাম: Queen Mab, a Philosophical Poem: With Notes
-
কবিতার মূল উদ্দেশ্য: মানবজাতির অজ্ঞতা, ভুল এবং সামাজিক সমস্যার সমালোচনা করা।
-
মূল চরিত্র: Queen Mab ও Ianthe (Shelley-এর প্রথম সন্তানের নাম)
Percy Bysshe Shelley (1792–1822)
-
জন্ম: Sussex, England
-
পড়াশোনা: Oxford University, তবে ১৮১১ সালে The Necessity of Atheism লেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন।
-
২১ বছর বয়সে নিজেকে নাস্তিক (Atheist) ঘোষণা করেন।
-
Shelley-কে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poet হিসেবে গণ্য করা হয়।
-
তিনি বিশ্বাস করতেন যে সমাজ পরিবর্তনের জন্য গুণগত বিপ্লবের প্রয়োজন।
-
স্ত্রী: Mary Shelley, একজন লেখিকা।
-
উপাধি: The Poet of Hope and Regeneration
উল্লেখযোগ্য কাজ:
Poems:
-
Queen Mab (প্রথম প্রধান কবিতা)
-
Ode to the West Wind
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Drama:
-
Prometheus Unbound
-
The Cenci

0
Updated: 2 days ago
Who composed the sonnet "Ozymandias"?
Created: 4 weeks ago
A
William Wordsworth
B
Charles Lamb
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
Ozymandias
Poet: Percy Bysshe Shelley
-
Ozymandias হলো P. B. Shelley রচিত একটি sonnet, যা প্রকাশিত হয় ১৮১৮ সালে।
-
Ozymandias আসলে মিশরীয় শাসক Pharaoh Ramesses II-এর Greek নাম।
-
কবিতার মূল বার্তা: ক্ষমতা ক্ষণস্থায়ী।
-
যত বড় ক্ষমতাধর বা শক্তিশালী শাসকই হোক না কেন, তার ক্ষমতা ও কীর্তি চিরস্থায়ী নয়।
P. B. Shelley (1792–1822)
-
পূর্ণ নাম: Percy Bysshe Shelley।
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি এবং Romantic Movement-এর অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
-
Shelley তাঁর বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত কাব্যভাষা এবং সামাজিক পরিবর্তনের প্রতি গভীর সমর্থন এর জন্য পরিচিত।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের একজন Revolutionary Poet বলা হয়।
-
Shelley বিশ্বাস করতেন, সমাজের মৌলিক পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে একটি গৌরবময় স্বর্ণযুগ আসবে।
-
তাঁর সাহিত্যকর্মে স্বাধীনতা, মানবতা ও বিপ্লবী চেতনার প্রতিফলন পাওয়া যায়।
Notable Works
Poems:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
Dramas:
-
Prometheus Unbound
-
The Cenci
Source: Britannica

0
Updated: 4 weeks ago