What does the idiom "A brown study" mean?
A
A feeling of confusion and dizziness
B
A state of happiness and joy
C
A sudden burst of anger
D
Deep and serious thought
উত্তরের বিবরণ
• The idiom "a
brown study" means – Deep and serious thought.
• a brown study (idiom)
English Meaning: a state of deep, serious, or melancholic thought.
Bangla Meaning: গভীর এবং চিন্তামগ্ন ভাবনা; বিমর্ষ বা চিন্তিত অবস্থায় নিমগ্ন থাকা।
Example Sentence:
– He sat in a brown study, unaware of the conversation going on around him.

0
Updated: 7 hours ago
"An exaggerated statement or an extreme overstatement" means -
Created: 6 days ago
A
Irony
B
Simile
C
Hyperbole
D
None
উত্তর হবে Hyperbole। এটি এমন একটি অলঙ্কার যেখানে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত বা অতিশয়োক্তিমূলক বক্তব্য ব্যবহার করা হয়, যাতে আবেগ বা ভাবকে প্রবলভাবে ফুটিয়ে তোলা যায়। সাহিত্যে বিশেষ করে কমেডি ও প্রেমের কবিতাতে Hyperbole বহুল ব্যবহৃত। কখনো এটি হাসির উদ্রেক ঘটায়, আবার কখনো তীব্র সমালোচনা প্রকাশ করতেও ব্যবহৃত হয়।
Hyperbole
-
একটি exaggerated statement বা extreme overstatement।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে হাস্যরস সৃষ্টির জন্য এটি ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনকে তীব্রভাবে প্রশংসা করতে Hyperbole প্রায়শই দেখা যায়।
-
এটি কখনো comic effect তৈরি করে, আবার কখনো serious criticism প্রকাশ করে।
উদাহরণ
-
William Wordsworth-এর Daffodils কবিতায়—
“Ten thousand saw I at a glance.”
এখানে কবি মুহূর্তেই হাজার হাজার ফুল দেখেছেন বলে অতিশয়োক্তি করেছেন।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Irony: এমন একটি অভিব্যক্তি যেখানে প্রকৃত অর্থ আড়ালে রাখা হয় বা উল্টোভাবে প্রকাশ করা হয়।
-
Simile: দুটি বস্তুকে তুলনা করার অলঙ্কার, যেখানে সাধারণত as বা like ব্যবহৃত হয়।

0
Updated: 6 days ago
Sidney believed that poetry teaches better than:
Created: 4 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।

0
Updated: 4 months ago
Robert Browning is -
Created: 2 weeks ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 2 weeks ago