Select the antonym of "Meticulous".
A
Careful
B
Methodical
C
Punctilious
D
Haphazard
উত্তরের বিবরণ
• The opposite of
'Meticulous' is – Haphazard.
• Meticulous (adjective)
English Meaning: showing great attention to detail; very careful and precise.
Bangla Meaning: অতিশয় যত্নশীল; খুঁতখুঁতে; খুব সতর্কভাবে ও নিখুঁতভাবে কাজ করা।
অপশন আলোচনা:
Careful – সতর্ক; মনোযোগসহকারে কাজ করা।
Methodical – পদ্ধতিগত; নিয়ম মেনে কাজ করে এমন।
Punctilious – অতিরিক্ত নিয়ম-কানুন মেনে চলে এমন; খুঁতখুঁতে।
Haphazard – এলোমেলো; পরিকল্পনাহীন; যা নিয়ম না মেনে বা কোনো পরিকল্পনা ছাড়া করা হয়।

0
Updated: 7 hours ago
What is the primary meaning of "hone" as a verb?
Created: 2 days ago
A
To ignore an important task
B
To destroy something gradually
C
To decorate an object beautifully
D
To sharpen or improve something
Hone (noun ও verb) অর্থ হলো কোনো কিছুকে তীক্ষ্ম বা উন্নত করা, বিশেষত দক্ষতা বা সরঞ্জাম।
-
ইংরেজি অর্থ:
-
কোনো দক্ষতা বা বিষয় ধীরে ধীরে উন্নত করা।
-
ছুরি বা অন্য কোনো সরঞ্জাম ধারালো করা।
-
-
বাংলা অর্থ: শান (-পাথর), পাথরে ঘষে ধার দেওয়া।
-
Synonyms: Sharpen (ধারালো করা), Whet (তীক্ষ্ম করা), Rub (ঘষা), Perfect (নিখুঁত করা), Scratch (আচড়ানো)
-
Antonyms: Roughen (খারাপ করা), Dampen (নষ্ট করা), Worsen (অধিকতর খারাপ করা), Decline (পতন), Decay (ক্ষয় করা)
-
অন্যান্য রূপ:
-
Hone (verb transitive) → শানানো; শান দেওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
The knife had been honed to razor sharpness.
-
The chef honed his knives before preparing the meal.
-
সঠিক অর্থ হলো: To sharpen or improve something.

0
Updated: 2 days ago
Questions 31 to 35: Identify the erroneous part. If there is no error, choose option E.
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
Created: 1 week ago
A
auditor
B
egregiously misleading
C
uncovered
D
No error
• The correct answer is — ঙ) No error
• Correct sentence:
The auditor uncovered several egregiously misleading entries in the financial statements.
-
Bangla: নিরীক্ষক আর্থিক বিবরণীতে বেশ কয়েকটি গুরুতর বিভ্রান্তিকর এন্ট্রি আবিষ্কার করেছেন।
• Explanation:
-
ক) auditor — Correct noun (subject)
-
খ) egregiously misleading (গুরুতর বিভ্রান্তিকর) — Proper adjective phrase ("egregiously" intensifies "misleading")
-
গ) uncovered — Correct verb (past tense)
-
ঘ) in the financial statements — Correct prepositional phrase (location)

0
Updated: 1 week ago
The antonym of the word "Inane" is -
Created: 1 day ago
A
Vacuous
B
Astute
C
Fatuous
D
Asinine
Inane (Adjective & Noun)
-
English Meaning: Extremely silly or having no real meaning or importance.
-
Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।
Synonyms:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Antonyms:
-
Profound – গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Judicious – সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।
উল্লিখিত অপশনগুলো:
-
Vacuous – চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
-
Astute – বিচক্ষণ; চতুর।
-
Fatuous – বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
-
Asinine – নির্বোধ; গর্দভসুলভ।
Example Sentences:
-
His jokes were so inane that nobody laughed.
-
She wasted time discussing inane details that didn’t matter.
Source:

0
Updated: 1 day ago