Choose the word that means the opposite of "Limp".
A
Rigid
B
Flaccid
C
Slack
D
Soft
উত্তরের বিবরণ
• The opposite of 'Limp' is – Rigid.
Limp (adjective)
English Meaning: lacking firmness, stiffness, or structure; soft or drooping.
Bangla Meaning: ঢিলে, নিস্তেজ, নরম ও অসংগঠিতভাবে ঝুলে পড়া।
অপশন আলোচনা:
ক) Rigid – কঠিন; দৃঢ়; শক্ত।
খ) Flaccid – ঢিলে; নিস্তেজ; মাংসল ও নরমভাবে ঝুলে পড়া।
গ) Slack – ঢিলে; আলগা; শক্ত না থাকা।
ঘ) Soft – নরম; কোমল।

0
Updated: 7 hours ago
'The Neoclassical Period' is also known as -
Created: 5 months ago
A
Decadence age
B
Aestheticism age
C
Pseudo-classical Age
D
Age of Jonathan
1660–1785-time frame is known as 'The Neoclassical Period' of English Literature.
- The Neoclassical Period তিনটি ছোট যুগ বা period নিয়ে গঠিত-
- The Restoration Period (1660-1700),
- The Augustan Age (1702-1745),
- The Age of Sensibility (1745-1785).
1745-1785, time frame is known as the Age of Sensibility.
- অর্থাৎ, এই যুগের সূচনা হয়েছিল ১৭৪৫ সালে।
- The Age of Sensibility (১৭৪৫-১৭৮৫)-কে The Age of Johnson ও বলা হয় কারণ Dr. Samuel Johnson এই সময়টাকে dominate করেছেন।
- তাই, তাঁর নাম অনুসারে এই সময়টাকে Age of Johnson বলা হয়।
- The Neoclassical Period কে Neoclassical বা Pseudo-classical Age ও বলা হয়ে থাকে।
- Pseudo অর্থ ছদ্ম বা নকল, এই Pseudo দ্বারা এই যুগের লেখকদের artificiality বোঝানো হয়েছে।
- কারন তারা লেখালেখির ক্ষেত্রে ancient Greek and Roman সাহিত্য নির্দেশনা কে অনুসরণ করলেও Greek and Roman লেখকেদের originality Neoclassical যুগের লেখকদের মধ্যে অনুপস্থিত।
- এই যুগের Literary ideal ছিল art's for man's sake, যেখানে human being কে সবথেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।
এই যুগের বিখ্যাত সাহিত্যিক গণ -
- John Milton
- John Dryden
- Jonathon Swift
- Alexander Pope
- Henry Fielding
- Daniel Defoe
- John Bunyan , etc.

0
Updated: 5 months ago
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
Created: 1 week ago
A
implausible
B
credible
C
irrefutable
D
veritable
• Complete sentence:
Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
-
Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।
• Given options:
-
ক) implausible — অবিশ্বাস্য; অকল্পনীয়
-
খ) credible — বিশ্বাসযোগ্য
-
গ) irrefutable — মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য
-
ঘ) veritable — সত্যিকার; যথার্থ; প্রকৃত
-
ঙ) cogent — (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ক) implausible
-
কারণ বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
-
'Implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
Choose the correct literary time frame of the Victorian period.
Created: 1 month ago
A
1742-1901
B
1832-1901
C
1862-1901
D
1842-1905
Victorian Period (1832–1901)
সঠিক উত্তর: খ) 1832-1901
সংক্ষিপ্ত বিবরণ:
-
নামকরণ: Queen Victoria (শাসনকাল শুরু 1837) এর নামে
-
শুরুর বছর: 1832 (সাহিত্যিক বৈশিষ্ট্যে বড় পরিবর্তনের কারণে)
-
মূল বৈশিষ্ট্য: শিল্প, সমাজ ও নৈতিকতার পরিবর্তন; সামাজিক সমস্যা ও বাস্তবধর্মী সাহিত্য
-
Fabian Society (1883) প্রতিষ্ঠিত হয় শ্রেণি-সংঘর্ষে সহিংসতা এড়ানোর জন্য; সদস্যদের একজন ছিলেন G.B. Shaw
দুইটি সময়কাল:
-
The Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
প্রধান লেখকরা:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler

0
Updated: 1 month ago