Select the antonym for "Indignant."
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
উত্তরের বিবরণ
• The opposite of 'Indignant' is – Content.
• Indignant (adjective)
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as
unfair treatment.
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
অপশন আলোচনা:
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।

0
Updated: 7 hours ago
Who wrote the play "The Cocktail Party"?
Created: 2 days ago
A
W. B. Yeats
B
Christopher Marlowe
C
Ernest Hemingway
D
T. S. Eliot
The Cocktail Party হলো T. S. Eliot-এর লেখা একটি বিখ্যাত নাটক, যা তাঁর সবচেয়ে সফল ও বহুল আলোচিত নাট্যকর্ম হিসেবে স্বীকৃত। এটি একাধারে morality play এবং comedy of manners, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, আত্মপরিচয় এবং আধ্যাত্মিক সংকটকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।
-
The Cocktail Party হলো T. S. Eliot লিখিত একটি verse drama in three acts।
-
রচনার সময়: ১৯৪৯
-
প্রকাশকাল: ১৯৫০
-
এটি Euripides-এর Alcestis-এর ওপর ভিত্তি করে রচিত।
-
এটি Eliot-এর সবচেয়ে commercially successful play।
-
পূর্ববর্তী নাটকের তুলনায় এটি ছিল অপেক্ষাকৃত conventional এবং কম কাব্যিক।
প্রধান চরিত্রসমূহ:
-
Edward Chamberlayne
-
Alicia
-
Celia
-
Sir Henry Harcourt
-
The Priest
সারসংক্ষেপ:
-
নাটকটির মূল কাহিনী ঘিরে রয়েছে Edward Chamberlayne-এর মানসিক দ্বন্দ্ব ও দাম্পত্য জীবনের টানাপোড়েন।
-
Edward ও তার স্ত্রী Alicia-র মধ্যে সম্পর্কের সংকট এবং Edward-এর আধ্যাত্মিক শূন্যতা এখানে প্রধান বিষয়।
-
Sir Henry Harcourt, যিনি এক মানসিক চিকিৎসক, Edward-কে তার সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করেন।
-
নাটকটিতে সম্পর্ক, আত্ম-অনুসন্ধান এবং আধ্যাত্মিক মুক্তির সন্ধান ফুটে ওঠে।
-
সমাপ্তিতে, Edward নতুন দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক শান্তি অর্জন করেন।
T. S. Eliot (Thomas Stearns Eliot):
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচিত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর পরিচিত নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge
“Party” সম্পর্কিত কিছু বিখ্যাত রচনা:
-
The Cocktail Party – T. S. Eliot (Play)
-
The Birthday Party – Harold Pinter (Play)
-
The Garden Party – Katherine Mansfield (Short story)

0
Updated: 2 days ago
What is the meaning of the word "fortnight"?
Created: 2 weeks ago
A
Ten days
B
Four nights
C
Fourteen days
D
Forty nights
• Correct Answer: গ) Fourteen days – চৌদ্দ দিন।
- Fortnight is a noun that means a period of fourteen days (two weeks).
- Bangla Meaning: "Fortnight" অর্থ হচ্ছে চৌদ্দ দিন বা দুই সপ্তাহ,পাক্ষিক; পাক্ষিকভাবে;।
Other options:
ক) Ten days – "Decade" বা "ten days" আলাদা শব্দ, এটি সঠিক অর্থ নয়।
খ) Four nights – শব্দে "four" এবং "nights" থাকলেও এটি ভুল ব্যাখ্যা।
ঘ) Forty nights – "Forty" মানে ৪০, কিন্তু "fortnight" মানে চৌদ্দ দিন।

0
Updated: 2 weeks ago
Which two cities are referred to in the title A Tale of Two Cities?
Created: 6 days ago
A
London and Paris
B
Paris and Berlin
C
London and Rome
D
Paris and Vienna
A Tale of Two Cities হলো Charles Dickens রচিত একটি উপন্যাস, যা মূলত London এবং Paris-এর প্রেক্ষাপটে ফরাসি বিপ্লবের সময়কার ঘটনা তুলে ধরে। গল্পের কেন্দ্রে রয়েছে Doctor Alexandre Manette এবং তার পরিবার, যাদের জীবন বিপ্লবের ঘূর্ণিঝড়ে মোড়া।
-
কাহিনীর সূচনা: Lucie Manette বিস্ময়ে ফেটে পড়েন যখন জানতে পারেন যে তার বাবা Doctor Alexandre Manette জীবিত আছেন।
-
Doctor Manette অত্যাচারি জমিদারের ষড়যন্ত্রে নির্দোষ জেল খাটেন, এবং জেলবন্দী অবস্থায় তিনি মুচির কাজ শিখেন।
-
Lucie বড় হয়ে বাবা সম্পর্কে জানতে পেরে তাকে প্যারিস থেকে লন্ডনে নিয়ে আসেন।
-
পথে তাদের পরিচয় হয় Charles Darnay-এর সঙ্গে, যিনি ফরাসি রাজপরিবারের সদস্য হলেও পরিবারের পাপের জন্য অনুতপ্ত এবং প্রায়শ্চিত্ত করতে চায়।
-
গল্পে পরবর্তীতে Sydney Carton, একজন হতাশ ইংরেজ আইনজীবী এবং পারিবারিক বন্ধু, Lucie Manette-এর প্রতি প্রেম অনুভব করেন।
-
প্রধান চরিত্র: Charles Darnay (ফরাসি অভিজাত) এবং Sydney Carton (ইংরেজ আইনজীবী)।
Charles Dickens (Charles John Huffam Dickens):
-
তিনি একজন ব্রিটিশ novelist এবং Victorian era-এর সর্বশ্রেষ্ঠ novelist হিসেবে বিবেচিত।
-
তার ছদ্মনাম ছিল Boz।
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
উৎস:

0
Updated: 6 days ago