Select the antonym for "Indignant."
A
Annoyed
B
Wrathful
C
Disgruntled
D
Content
উত্তরের বিবরণ
The opposite of "Indignant" is Content, যা বোঝায় যে কেউ সন্তুষ্ট বা আত্মতুষ্টিতে ভরপুর অবস্থায় আছে, অন্যায়ের কারণে ক্ষুব্ধ নয়।
• Indignant (adjective)
-
English Meaning: feeling or showing anger or annoyance at what is perceived as unfair treatment.
-
Bangla Meaning: ক্ষুব্ধ; অন্যায়ের প্রতি ক্রোধান্বিত।
• Option Analysis:
-
Annoyed – বিরক্ত; বিরক্তিকর অবস্থায় থাকা।
-
Wrathful – প্রচণ্ড রাগান্বিত; প্রচণ্ড ক্রোধে ফেটে পড়া।
-
Disgruntled – অসন্তুষ্ট; বিরক্ত বা হতাশ বোধ করা।
-
Content – সন্তুষ্ট; আত্মতুষ্টিতে ভরপুর।
• Example Sentence:
-
She was indignant at the unfair decision of the committee.
-
কমিটির অন্যায্য সিদ্ধান্তে সে ক্ষুব্ধ হয়েছিল।
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
"What time is it?"
In this sentence, 'What' is a/an-
Created: 1 month ago
A
Adverb
B
Pronoun
C
Adjective
D
Preposition
"What time is it?"
-
এই বাক্যে 'What' হলো একটি Adjective
-
কারণ What এখানে 'time' নামক noun-কে modify করছে
-
Adjective হিসেবে What মানুষ বা বস্তু উভয়কে নির্দেশ করতে পারে
-
-
Interrogative Adjective
-
যখন interrogative pronoun (যেমন: What, Which, Whose ইত্যাদি) adjective হিসেবে কাজ করে, তখন তাকে Interrogative Adjective বলা হয়
-
অর্থাৎ, এই pronoun-গুলো noun-এর পূর্বে বসে প্রশ্নের উদ্দেশ্যে noun-কে modify করে, তখন এরা adjective হিসেবে ব্যবহৃত হয়
-
Interrogative Adjective হলো এক প্রকার Pronominal Adjective
-
-
More Examples:
-
Which book do you want?
-
What colour do you like best?
-
0
Updated: 1 month ago
He is ill but he can run fast. [Simple]
Created: 1 month ago
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:
0
Updated: 1 month ago