Pick the synonym for "Impair":
A
Enhance
B
Build
C
Restore
D
Mar
উত্তরের বিবরণ
The word "Impair" অর্থে "Mar"-এর কাছাকাছি। এটি বোঝায় কোনো কিছুকে দুর্বল বা ক্ষতিগ্রস্ত করা, যাতে তার কার্যকারিতা কমে যায়।
• Impair (verb)
-
English Meaning: to weaken or damage something, especially in a way that makes it less effective.
-
Bangla Meaning: ক্ষতিগ্রস্ত করা; দুর্বল করা।
• Option Analysis:
-
Enhance – উন্নত করা; বাড়ানো।
-
Build – তৈরি করা; গড়া।
-
Restore – পুনরুদ্ধার করা; ঠিক করা।
-
Mar – নষ্ট করা; ক্ষতিগ্রস্ত করা।
• Example Sentence:
-
Excessive alcohol consumption can impair your judgment.
-
অতিরিক্ত মদ্যপান আপনার বিচারক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে।
0
Updated: 1 month ago
Identify the author of the quote:
"Books, the children of the brain."
Created: 1 month ago
A
William Wordsworth
B
Alexander Pope
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তর হবে Jonathan Swift। উক্তিটি তাঁর রচনা A Tale of a Tub থেকে নেওয়া হয়েছে।
A Tale of a Tub
-
এটি ১৬৯৬ থেকে ১৬৯৯ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
-
তিন খণ্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Swift-এর প্রথম প্রধান রচনা হিসেবে ধরা হয়।
-
এটি ছিল সাহিত্য ও ধর্মকে উগ্র পাণ্ডিত্যের হাত থেকে রক্ষার এক প্রাণবন্ত রচনা।
-
তাঁর সকল ব্যঙ্গরচনার মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কঠিন বলে বিবেচিত।
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Satirist হিসেবে খ্যাত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা ১৮শ শতাব্দীর একটি প্রসিদ্ধ ব্যঙ্গরচনা।
-
Gulliver’s Travels মোট চার খণ্ডে বিভক্ত।
-
তিনি প্রায়ই Isaac Bickerstaff নামে ছদ্মনাম ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (চিঠির সংকলন)
বিখ্যাত কিছু উক্তি
-
“Every man desires to live long, but no man wishes to be old.”
-
“Books, the children of the brain.”
-
“Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.”
-
“We are so fond of one another because our ailments are the same.”
0
Updated: 1 month ago
The Romantic Period began with the publication of -
Created: 1 month ago
A
Lyrical Ballads
B
Biographia Literaria
C
The Rime of the Ancient Mariners
D
Pride and Prejudice
Romantic Period ইংরেজি সাহিত্যে ১৭৯৮ সাল থেকে ১৮৩২ সাল পর্যন্ত সময়কালকে নির্দেশ করে। এই যুগের সূচনা ঘটে ১৭৯৮ সালে William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads-এর মাধ্যমে।
Lyrical Ballads:
-
এটি একটি poetry collection।
-
প্রথম প্রকাশ: ১৭৯৮
-
Romantic period-এর সূচনা এই কাব্যগ্রন্থের প্রকাশের মাধ্যমে।
-
Romantic কবিতার সংকলন হিসেবে পরিচিত।
-
প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিক দিয়ে সরল এবং শব্দ ব্যবহারে উচ্চাঙ্গ নয়।
-
অর্থাৎ, কবিতাগুলো অলংকারবিহীন এবং কৃত্রিমতা-মুক্ত।
-
সাধারণ মানুষের মুখে প্রচলিত ভাষা ব্যবহার করা হয়েছে।
-
কাব্যগ্রন্থে মোট ২৩টি কবিতা রয়েছে, যার মধ্যে ১৯টি রচনা করেছেন William Wordsworth এবং ৪টি Samuel Taylor Coleridge।
Source:
0
Updated: 1 month ago
Select the correctly spelled word:
Created: 2 months ago
A
Acquaintence
B
Acquaintance
C
Aqueintance
D
Acquintance
• Correct Answer: খ) Acquaintance.
• Acquaintance
- English Meaning : personal knowledge : familiarity.
- Bangla Meaning : পরিচিত ব্যক্তি / চেনাশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- Example: He is just an acquaintance, not a close friend.
1
Updated: 2 months ago