What is the closest synonym to "Abstruse"?
A
Transparent
B
Shallow
C
Recondite
D
Obvious
উত্তরের বিবরণ
• Word: Abstruse
-
Closest in meaning: Recondite
Details:
-
Part of Speech: Adjective
-
English Meaning: Difficult to understand; obscure or complex.
-
Bangla Meaning: কঠিনবোধ্য; গভীর; অস্পষ্ট।
Option Analysis:
-
Transparent: স্পষ্ট; সহজে বোঝা যায়। (Opposite in meaning)
-
Shallow: তলানী; গভীরতাহীন। (Opposite in meaning)
-
Recondite: গভীর; জটিল; খুব কম মানুষের জানা।
-
Obvious: সুস্পষ্ট; পরিষ্কার। (Opposite in meaning)
0
Updated: 1 month ago
The quote "Hell is empty and all the devils are here" is taken from which literary work?
Created: 1 month ago
A
The Tempest
B
Macbeth
C
King Lear
D
Othello
The quote "Hell is empty and all the devils are here" is taken from William Shakespeare’s play The Tempest। এটি Shakespeare-এর শেষ নাটক হিসেবে বিশেষভাবে খ্যাত এবং ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কমেডি। নিচে নাটক ও লেখকের গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হলো।
-
The Tempest
-
এটি ৫ অঙ্কে বিভক্ত একটি Romantic comedy।
-
১৬২৩ সালে First Folio-এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
-
The Tempest হচ্ছে Shakespeare-এর শেষ রচনা বা Swan Song।
-
"Tempest" শব্দের অর্থ হলো Violent Storm।
-
-
Main Characters
-
Prospero – Duke (Hero figure, possessor of magical powers)
-
Miranda – Heroine, Prospero’s daughter
-
Ariel – Supernatural creature, good in nature
-
Caliban – Supernatural creature, bad in nature
-
Antonio – Villain, Prospero’s brother
-
Ferdinand – Hero, Prince of Naples
-
Gonzalo – Honest counselor
-
-
Summary
-
Duke Prospero এবং তাঁর কন্যা Miranda ষড়যন্ত্রের শিকার হয়ে এক দূরদ্বীপে নির্বাসিত হয়, যার নেপথ্যে ছিল Prospero-র নিজের ভাই Antonio।
-
Prospero তার supernatural power দ্বারা Ariel ও Caliban-কে নিয়ন্ত্রণ করে।
-
নাটকের শুরুতে Prospero তার জাদুবলে সমুদ্রে ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করে (The Tempest), যার ফলে Antonio সহ অন্যান্য চরিত্ররা দ্বীপে এসে পড়ে।
-
শেষ পর্যন্ত প্রতিশোধ, জাদু, ক্ষমা ও পুনর্মিলনের মধ্য দিয়ে নাটকটির সমাপ্তি ঘটে।
-
-
Famous Quotations from The Tempest
-
Hell is empty and all the devils are here.
-
We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep.
-
This thing of darkness, I acknowledge mine.
-
O, brave new world, that has such people in it!
-
Awake, dear heart, awake. Thou hast slept well. Awake.
-
Misery acquaints a man with strange bedfellows.
-
-
William Shakespeare
-
জন্ম: April 26, 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: April 23, 1616, Stratford-upon-Avon
-
উপাধি: Bard of Avon বা Swan of Avon
-
পরিচয়: ইংরেজি সাহিত্যের জাতীয় কবি, নাট্যকার ও অভিনেতা; সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
তিনি মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
-
-
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Romeo and Juliet ইত্যাদি।
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter’s Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure।
-
Comedy: The Tempest, Twelfth Night, A Comedy of Errors, As You Like It, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream ইত্যাদি।
-
Historical Plays: Julius Caesar, Henry IV (Part I & II), Henry V, Henry VI (Parts I–III), Richard II, Richard III, Henry VIII, King John ইত্যাদি।
-
0
Updated: 1 month ago
"The Solitary Reaper" was written by William Wordsworth. Which theme is prominent in the poem?
Created: 3 months ago
A
Industrialization
B
Urban life
C
War and peace
D
Nature and beauty
• "The Solitary Reaper" কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রচিত, এবং এই কবিতার প্রধান থিম হচ্ছে "Nature and beauty" (ঘ)। কবিতাটিতে একজন স্কটিশ গ্রামীণ কন্যার একাকী মাঠে ফসল কাটার দৃশ্য বর্ণনা করা হয়েছে, যার গান প্রকৃতির সৌন্দর্যের সাথে একীভূত হয়ে এক গভীর আবেগ সৃষ্টি করে। কবির চোখে সেই মেয়ের সরলতা, নির্জনতা এবং সঙ্গীত প্রকৃতির সৌন্দর্যের এক রূপ হয়ে ওঠে। অন্য বিকল্পগুলো যেমন "Industrialization" (ক), "Urban life" (খ) এবং "War and peace" (গ) — এগুলো কবিতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ কবিতাটি প্রকৃতি, সরল গ্রামীণ জীবন এবং মানসিক অনুভবের উপর বেশি জোর দেয়।
0
Updated: 3 months ago
Mark Twain is -
Created: 2 months ago
A
British author
B
American author
C
Irish author
D
Nigerian author
মূল তথ্য:
-
Mark Twain একজন American humorist, journalist, lecturer, এবং novelist।
-
তিনি ভ্রমণবিষয়ক বর্ণনা ও শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের
0
Updated: 2 months ago