After hours of discussion, the committee made a __________ decision to approve the new policy.
A
unanimous
B
unamimous
C
unonimous
D
unaneemous
উত্তরের বিবরণ
• Complete Sentence:
After hours of discussion, the committee made a unanimous decision to approve
the new policy.
- Bangla Meaning: অনেক ঘন্টা আলোচনা শেষে, কমিটি একমত হয়ে নতুন নীতি অনুমোদন করার সিদ্ধান্ত নিল।
• Unanimous (adjective)
English Meaning: fully in agreement; when all members of a group share the same
opinion or decision.
Bangla Meaning: সম্পূর্ণ সম্মতিপূর্ণ; সকলের মতামত বা সিদ্ধান্ত একরকম।
- Example Sentence:
- The committee reached a unanimous decision to approve the proposal.
- The voters were unanimous in their support for the new policy.

0
Updated: 7 hours ago
"Raphael and Michael" are famous characters from-
Created: 1 week ago
A
Heaven and Earth
B
Paradise Regained
C
Paradise Lost
D
Utopia
“Raphael and Michael” হলো John Milton-এর Paradise Lost এর বিখ্যাত চরিত্র।
-
Paradise Lost:
-
এটি Milton-এর মহাকাব্য, প্রথম প্রকাশিত 1667 সালে।
-
লেখা হয়েছে blank verse-এ, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
কাব্যটি আদম ও হাওয়ার পাপের কাহিনী বর্ণনা করে, যা মানবজাতির পতনের কারণ হিসেবে দেখা হয়।
-
Milton শয়তানকে জটিল চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন, যা পরে রোমান্টিক কবিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
-
কবিতাটি ধর্ম, নৈতিকতা এবং মানবজীবনের বৃহত্তর দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে।
-
-
Main Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি।
-
-
John Milton (1608–1674):
-
একজন English poet, pamphleteer এবং historian।
-
Shakespeare-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে গণ্য।
-
প্রধান কাব্য: Paradise Lost, Paradise Regained, Lycidas।
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ: On Shakespeare, Of Education, Areopagitica।
-
-
Significance:
-
Paradise Lost আধুনিক ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক।
-
ঈশ্বর, মানবতা এবং পাপের চিত্রায়নে গভীর ভাবনার উদ্রেক করে।
-

0
Updated: 1 week ago
Who is the author of "Doctor Faustus"?
Created: 1 month ago
A
Christopher Marlowe
B
Ben Jonson
C
Edmund Spenser
D
Thomas Kyd
Doctor Faustus নাটকের রচয়িতা হলেন Christopher Marlowe।
সংক্ষিপ্ত বিবরণ:
-
রচয়িতা: Christopher Marlowe (1564–1593)
-
প্রকাশিত: ১৬০৪
-
ধরণ: ট্র্যাজেডি নাটক
-
বিষয়বস্তু:
-
Faustus নামের একজন পণ্ডিত অতিরিক্ত ক্ষমতা ও জ্ঞান অর্জনের জন্য শয়তানের সঙ্গে চুক্তি করে
-
নাটকটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, নৈতিক দ্বন্দ্ব এবং আত্মধ্বংসী প্রবণতার গল্প বর্ণনা করে
-
-
ভিত্তি: মধ্যযুগীয় ‘Faust’ কিংবদন্তি
Christopher Marlowe:
-
Elizabethan যুগের অন্যতম প্রধান নাট্যকার ও কবি
-
Shakespeare-এর আগে English drama-র সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব
-
Dramatic blank verse-এর প্রতিষ্ঠাতা
Notable Works:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta
উত্তর: Christopher Marlowe

0
Updated: 1 month ago
Which is the most important part of a letter?
Created: 3 weeks ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 3 weeks ago