The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
উত্তরের বিবরণ
Complete sentence: The artist created a perfect facsimile of the famous painting, fooling even experienced collectors.
-
Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
Facsimile (noun):
-
English Meaning: An exact copy or reproduction of a document, artwork, or printed material.
-
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentences:
-
The museum displayed a facsimile of the ancient manuscript.
-
Please send a facsimile of the signed contract to our office.
0
Updated: 1 month ago
Sidney
criticizes bad poets but defends the art of poetry itself.
Created: 5 months ago
A
False
B
None
C
True
D
Both
Coming...
0
Updated: 5 months ago
Which Shakespeare play is set in the city of Verona?
Created: 2 months ago
A
Macbeth
B
Romeo and Juliet
C
Much Ado About Nothing
D
A Midsummer Night’s Dream
✦ Romeo and Juliet (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romance / Tragedy
-
প্রেক্ষাপট: Verona, Italy
-
প্রধান চরিত্রসমূহ:
-
Romeo (Montague পরিবার)
-
Juliet (Capulet পরিবার)
-
Montego, Lady Montego
-
Capulet, Lady Capulet
-
-
কাহিনি সংক্ষেপ:
-
দুই শত্রু পরিবারের দুই তরুণ-তরুণী একে অপরের প্রেমে পড়ে।
-
তাদের প্রেম গোপনে বিবাহে পরিণত হয়।
-
পারিবারিক শত্রুতার কারণে সম্পর্ক জটিল হয়।
-
ভুল বোঝাবুঝি ও দুর্ভাগ্য তাদের ট্র্যাজেডিতে নিয়ে আসে।
-
আত্মত্যাগের মাধ্যমে তাদের ভালোবাসা শেষমেশ পরিবারের মধ্যে শান্তি স্থাপন করে।
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-
✦ Notable Works
Tragedy:
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy:
-
As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Famous Poems:
-
Shall I Compare Thee to a Summer Day (Sonnet 18)
-
The Rape of Lucrece
-
Venus and Adonis
0
Updated: 2 months ago
I am desperate. All I need really is someone to __ ?
Created: 1 day ago
A
take me a hand
B
put me a hand
C
give me a hand
D
show me a hand
বাক্যটিতে বলা হয়েছে—“I am desperate. All I need really is someone to __ ?” অর্থাৎ, বক্তা চরম দুর্দশায় আছেন এবং তাঁর দরকার কারও সাহায্য বা সমর্থন। এই প্রেক্ষাপটে সঠিক ইংরেজি বাগধারা হলো “give me a hand”, যার মানে হলো কারও সাহায্য করা বা সমর্থন দেওয়া। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হলো “give me a hand”।
Give someone a hand একটি বহুল ব্যবহৃত ইংরেজি প্রকাশ, যা সাধারণত দৈনন্দিন জীবনের ছোটখাট কাজ বা জরুরি অবস্থায় সাহায্য করার প্রেক্ষিতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—“Can you give me a hand with these boxes?” অর্থাৎ, “তুমি কি এই বাক্সগুলো নিয়ে সাহায্য করতে পারবে?” এখানে সাহায্য করা বা সমর্থন দেওয়া বোঝানো হয়েছে।
অন্য বিকল্পগুলো ভুল বা অপ্রাসঙ্গিক। “Take me a hand” এবং “put me a hand” ইংরেজিতে সঠিক বা প্রচলিত কোনো বাগধারা নয় এবং বাক্যের ভাবের সঙ্গে খাপ খায় না। “Show me a hand” ব্যবহৃত হলে তা বোঝাবে কেউ কারও কাছে হাত দেখাচ্ছে, যা সাহায্য বা সমর্থনের অর্থ প্রকাশ করে না।
বাক্যটিতে বক্তার অপ্রীতিকর পরিস্থিতি বা জরুরি প্রয়োজন স্পষ্টভাবে ফুটে উঠেছে। এমন সময় কেউ যখন সাহায্যের হাত বাড়ায়, সেটাই এখানে বোঝানো হয়েছে। Give me a hand ব্যবহারে পাঠক বা শ্রোতা সহজেই বুঝতে পারে যে বক্তার অবস্থা চরম এবং তাঁকে কারও সহযোগিতা প্রয়োজন।
অতএব, শব্দার্থ এবং বাক্যের প্রেক্ষাপটে “give me a hand” সবচেয়ে প্রাসঙ্গিক এবং সঠিক বাগধারা, যা সাহায্য চাওয়ার ভাবটি সুন্দরভাবে প্রকাশ করে।
0
Updated: 1 day ago