The artist created a perfect __________ of the famous painting, fooling even experienced collectors.
A
facsimmile
B
facsimilie
C
facsimile
D
facsmile
উত্তরের বিবরণ
• Complete Sentence:
The artist created a perfect facsimile of the famous painting, fooling even
experienced collectors.
- Bangla Meaning: শিল্পী বিখ্যাত চিত্রটির একেবারে নিখুঁত অনুকরণ তৈরি করেছিলেন, যা অভিজ্ঞ সংগ্রাহকদেরও বিভ্রান্ত করেছিল।
• Facsimile (noun)
English Meaning: an exact copy or reproduction of a document, artwork, or
printed material.
Bangla Meaning: হুবহু অনুলিপি বা প্রতিলিপি।
Example Sentence:
- The museum displayed a facsimile of the ancient manuscript.
- Please send a facsimile of the signed contract to our office.

0
Updated: 7 hours ago
Which of the following sentence is correct?
Created: 1 day ago
A
Pavel was hanged for murder.
B
Pavel was hanging for murder.
C
Pavel has been hung for murder.
D
None
সঠিক বাক্য হলো Pavel was hanged for murder।
বাংলা অর্থ: পাভেলকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়েছিল।
বিশ্লেষণ:
-
প্রদত্ত বাক্যে ফাঁসির প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে।
-
Hang এর ফাঁসি দেওয়া অর্থে past form এবং past participle হলো hanged।
-
অন্যদিকে, কোনো জিনিস ঝুলানোর বা বসানোর অর্থে Hang এর past form এবং past participle হলো hung।
-
তাই ফাঁসি দেওয়ার অর্থে সঠিক বাক্য হবে: Pavel was hanged for murder।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
খ) ভুল: was hanging মানে হলো কোনো কিছু ঝুলে থাকা বা দাঁড় করিয়ে রাখা, যা অর্থ পরিবর্তন করে।
-
গ) ভুল: hung মানুষকে ফাঁসি দেওয়ার জন্য ব্যবহার করা যায় না।
Source:

0
Updated: 1 day ago
"Reading maketh a full man; conference a ready man; and writing an exact man." - This is quoted by -
Created: 2 weeks ago
A
Dan Brown
B
Sir Philip Sidney
C
Francis Bacon
D
Alexander Pope
Francis Bacon
-
উদ্ধৃতি: "Reading maketh a full man; conference a ready man; and writing an exact man."
-
উৎস: Essay Of Studies।
-
পরিচয়: Father of English Essay, natural philosopher, lawyer, statesman, philosopher, master of English language।
-
সম্পূর্ণ নাম: Francis Bacon, Viscount Saint Alban।
-
সাহিত্যিক খ্যাতি: Essays-এ দার্শনিক ও বাস্তবজ্ঞান প্রকাশ।
Famous Quotes
-
“Reading maketh a full man; conference a ready man; and writing an exact man.”
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
“Wonder is the seed of knowledge.”
-
“A false friend is more dangerous than an open enemy.”
-
“Beauty itself is but the sensible image of the Infinite.”
-
“Silence is the sleep that nourishes wisdom.”

0
Updated: 2 weeks ago
Bertrand Russell was awarded the Nobel Prize for -
Created: 4 days ago
A
Physics
B
Peace
C
Literature
D
Philosophy
Bertrand Russell
-
জন্ম: May 18, 1872, Trelleck গ্রামে, Wales।
-
তিনি একজন British philosopher, logician, mathematician, history writer, social critic, এবং political activist।
-
পুরো নাম: Bertrand Arthur William Russell / 3rd Earl Russell
-
পিতামহ: John Russell, 1st Earl Russell, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও 1846 থেকে 1852 পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
-
শিক্ষাজীবন: Trinity College, Cambridge, যেখানে দর্শন ও গণিত অধ্যয়ন করেন।
-
তিনি ছিলেন বিশ শতকের একজন প্রখ্যাত দার্শনিক এবং শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ, এছাড়া সমাজ সংস্কারক হিসেবেও অবদান রেখেছেন।
-
দর্শনে তিনি Analytic movement এর প্রবর্তক।
-
Logic, Epistemology, এবং Philosophy of Mathematics এ তার অবদান অতুলনীয়।
-
১৯৫০ সালে তিনি Nobel Prize in Literature পান।
-
সমাজ, রাজনীতি, দর্শনসহ নানা বিষয়ে তার পান্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়ে চলেছে বহু বছর ধরে।
উৎস:

0
Updated: 4 days ago