• Correct Sentence:
She hardly speaks during meetings, does she?
- Bangla Meaning: ও মিটিংয়ে প্রায় কথা বলে না, তাই না?
• Tag question এর নিয়মানুযায়ী:
- Tag question -এর subject সর্বদা মূল
sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question - positive হবে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- বাক্যে scarcely, barely, rarely, hardly, seldom এগুলো negative অর্থ প্রকাশ করে।
- তাই এদের
Tag question টি Affirmative হবে।
- প্রদত্ত Sentence টি
present indefinte tense -এ আছে, তাই Auxiliary verb হিসেবে
'does' বসবে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি
Negative হওয়ায় Tag question টি Affirmative হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক tag question টি হবে- does she?
More Examples:
- We hardly saw any birds in the forest, did we?
- You hardly have any time to relax, have you?
- The children hardly eat vegetables, do they?