অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান? 

A

দুর্ভিক্ষ ও দারিদ্র্য 

B

উন্নয়নের গতিধারা 

C

মাইক্রোক্রেডিট 

D

বৈদেশিক সাহায্য

উত্তরের বিবরণ

img

অমর্ত্য সেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক, যিনি দারিদ্র্য ও দুর্ভিক্ষ বিষয়ে তার গভীর গবেষণার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।

শিক্ষাজীবনে তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ১৯৫১ সালে আইএসসি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখান থেকে পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে, যেখানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন।

অধ্যাপনার পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও অমর্ত্য সেন রেখেছেন অসামান্য অবদান। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তিনিই প্রথম ভারতীয় যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন। এছাড়াও তিনি নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদেও অধিষ্ঠিত ছিলেন এবং 'ইকোনমিস্টস ফর পিস অ্যান্ড সিকিউরিটি' নামক সংগঠনের একজন ট্রাস্টি হিসেবেও যুক্ত ছিলেন।

তার ব্যক্তিত্ব ও প্রভাবের বিস্তৃতি বিশ্বজুড়ে। ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে "ষাটের নিচে বয়সী ভারতীয় বীরদের" একজন হিসেবে স্বীকৃতি দেয়। পরে ২০১০ সালে তিনি টাইমের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকাতেও স্থান পান।

অমর্ত্য সেন একজন বিশ্লেষণধর্মী লেখকও বটে। তার লেখা বইগুলো বিশ্বের ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ The Idea of Justice—যেখানে তিনি জন রলসের 'A Theory of Justice'–এর তত্ত্বকে বিশ্লেষণ ও পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।

উৎস:
১. ব্রিটানিকা
২. বিবিসি

Unfavorite

0

Updated: 2 months ago

Related MCQ

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD