Which one has the identical singular and plural form?
A
Memorandum
B
Stimulus
C
Dice
D
Oasis
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো গ) Dice। প্রচলিতভাবে singular হলো die এবং plural হলো dice, তবে আধুনিক ব্যবহারে dice singular এবং plural দুটো হিসেবেই ব্যবহৃত হয়।
• Dice / Die [singular]
-
English meaning: A small cube with six equal square sides, each marked with a different number of spots, used in games of chance.
-
Bangla meaning: জুয়াখেলার জন্য ফুটকিচিহ্নিত ঘুঁটি; পাশা।
-
Plural form: Dice, dies
-
মুদ্রা বানানোর ধাতব ছাঁচ অর্থে plural হিসেবে dies [ডাইজ্] ব্যবহৃত হয়।
Other options:
• Memorandum [singular]
-
English meaning: A short written report prepared for a person or group containing information about a particular matter.
-
Bangla meaning: স্মারক।
-
Plural form: Memoranda, memorandums
• Stimulus [singular]
-
English meaning: Something that causes growth or activity.
-
Bangla meaning: কর্মপ্রেরণাদায়ক বস্তু বা বিষয়; উদ্দীপক, (বৃক্ষ, ফল) কাঁটা, হুল বা তীক্ষ্ণ আঁশ।
-
Plural form: Stimuli
• Oasis [singular]
-
English meaning: A place in a desert where there is water and therefore plants, trees, and sometimes a village or town.
-
Bangla meaning: মরূদ্যান।
-
Plural form: Oases
0
Updated: 1 month ago
Noun কত প্রকার?
Created: 1 week ago
A
৩
B
৪
C
৫
D
৬
Noun বা বিশেষ্য হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু, প্রাণী, বা ধারণার নাম নির্দেশ করে। ইংরেজি ব্যাকরণে এটি বাক্যের একটি মৌলিক অংশ। সাধারণভাবে Noun দুই ভাগে বিভক্ত—Concrete Noun ও Abstract Noun। Concrete Noun দৃশ্যমান বা স্পর্শযোগ্য জিনিস বোঝায়, আর Abstract Noun বোঝায় এমন কিছু যা অনুভব করা যায় কিন্তু দেখা বা ছোঁয়া যায় না। Concrete Noun আবার চার ভাগে ভাগ করা হয়েছে, ফলে মোট ৫ প্রকার Noun পাওয়া যায়। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো।
Concrete Noun: এই ধরনের Noun দ্বারা বোঝানো হয় এমন বস্তু যা আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি। Concrete Noun আবার চারটি উপশ্রেণিতে বিভক্ত—
Proper Noun: এটি কোনো ব্যক্তি, স্থান, প্রতিষ্ঠান, বা বস্তুর নির্দিষ্ট নাম নির্দেশ করে।
উদাহরণ: Dhaka, Rahim, Padma River, January.
এগুলো সর্বদা বড় হাতের অক্ষরে শুরু হয় এবং এককভাবে কোনো সত্তাকে চিহ্নিত করে।
Common Noun: এটি কোনো সাধারণ ব্যক্তি, স্থান বা বস্তুর নাম বোঝায়, যা নির্দিষ্ট নয়।
উদাহরণ: city, boy, book, river.
এগুলো Proper Noun-এর সাধারণ রূপ হিসেবে ব্যবহৃত হয়।
Collective Noun: একটি দল বা গোষ্ঠী বোঝাতে ব্যবহৃত হয়।
উদাহরণ: team, army, crowd, class.
এটি একাধিক বস্তুকে এককভাবে প্রকাশ করে। যেমন: “A flock of birds” মানে একদল পাখি।
Material Noun: এটি এমন পদার্থ বোঝায় যা দিয়ে অন্য বস্তু তৈরি করা যায়।
উদাহরণ: gold, water, wood, iron.
এগুলো পরিমাপযোগ্য নয় এবং সাধারণত বহুবচন হয় না।
Abstract Noun: এটি এমন কিছু বোঝায় যা দেখা বা ছোঁয়া যায় না, তবে অনুভব করা যায়। যেমন গুণ, ধারণা, অবস্থা, আবেগ ইত্যাদি।
উদাহরণ: honesty, beauty, freedom, love.
এই Noun মানসিক বা বোধগম্য বিষয় প্রকাশ করে, কোনো দৃশ্যমান বস্তু নয়।
সংক্ষেপে বলা যায়:
Noun মোট ৫ প্রকার—
-
Proper Noun
-
Common Noun
-
Collective Noun
-
Material Noun
-
Abstract Noun
অতিরিক্ত তথ্য: কখনও কখনও Noun-এর আরও উপধারা যেমন Countable এবং Uncountable Noun, Concrete ও Abstract-এর ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। Countable Noun দ্বারা বোঝানো হয় এমন জিনিস যা গণনা করা যায় (book, apple), আর Uncountable Noun বোঝায় যেগুলো গণনা করা যায় না (milk, rice)। তবে মূল শ্রেণিবিন্যাস অনুযায়ী Noun-এর মোট প্রকারভেদ ৫টি। এইভাবে Noun আমাদের ভাষার নামবাচক অংশ হিসেবে বাক্যের অর্থকে পূর্ণতা দেয়।
0
Updated: 1 week ago
His belief that honesty is the best policy is admirable.
Here 'that honesty is the best policy' is an example of -
Created: 1 month ago
A
Noun clause
B
Adverb clause
C
Adjective clause
D
Prepositional phrase
Sentence: His belief that honesty is the best policy is admirable.
-
এখানে that honesty is the best policy একটি Noun Clause।
বিবেচ্য বিষয়:
-
Noun Clause বলতে এমন একটি subordinate clause বোঝায় যা একটি noun বা pronoun এর কাজ করে।
-
Noun Clause-টি এখানে belief শব্দের apposition হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ belief এর অতিরিক্ত তথ্য দিচ্ছে।
-
এটি that দ্বারা শুরু হয়েছে, যা Noun Clause চিহ্নিত করার একটি সাধারণ পদ্ধতি।
Apposition:
-
Apposition হলো noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা।
-
এটি noun/pronoun কে modify করে না, তাই এটি adjective clause নয়।
Noun Clause ব্যবহার:
-
Verb এর Subject হিসেবে
-
Transitive verb এর Object হিসেবে
-
Linking verb এর পরে complement হিসেবে
-
Preposition এর object হিসেবে
-
Noun বা pronoun এর apposition হিসেবে
উপরের বাক্যে that honesty is the best policy ঠিক noun এর apposition হিসেবে কাজ করছে।
0
Updated: 1 month ago
Tell me frankly why you did this. the underlined part is a/an-
Created: 1 month ago
A
adjective clause
B
noun clause
C
adverbial clause
D
adverbial phrase
“Tell me frankly why you did this” বাক্যটির underlined অংশ “why you did this” একটি Noun Clause, কারণ এটি বাক্যের object হিসেবে কাজ করছে। অর্থাৎ verb ‘tell’ এর direct object হিসেবে এটি ব্যবহৃত হয়েছে।
Noun clause সাধারণত সেই সব subordinate clause যেগুলো বাক্যে subject, object, complement, বা noun/pronoun এর apposition হিসেবে কাজ করে। এগুলো তখন ব্যবহৃত হয় যখন একক শব্দ যথেষ্ট নয়।
Noun Clause ব্যবহার করা যায় নিম্নলিখিত স্থানে:
• Verb এর subject হিসেবে:
Example: That he has much money is known to all.
• Verb এর object হিসেবে:
Example: I know that he has done it.
• Verb এর complement হিসেবে:
Example: This is what I said.
• Preposition এর object হিসেবে:
Example: I cannot understand the meaning of what he said.
• Noun/pronoun এর apposition হিসেবে:
Example: The fact that he is a thief is clear to all.
Other clause types:
• Adjective Clause:
যে subordinate clause কোনো noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। এটি noun এর post modifier হিসেবে ব্যবহৃত হয়।
• Adverbial Clause:
যে subordinate clause একটি বাক্যে adverb এর মতো কাজ করে এবং verb, adjective-clause বা অন্য adverbial clause modify করে তাকে Adverbial Clause বলা হয়। এরা সাধারণত time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।
• Adverbial Phrase:
যে phrase বাক্যে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে। সাধারণত বাক্যের when, where, why, how জিজ্ঞেস করলে যে phrase পাওয়া যায় সেটি Adverbial Phrase।
0
Updated: 1 month ago