The central theme of the poem revolves around:
A
Obedience and the consequences of disobedience
B
The futility of rebellion
C
The beauty of the natural world
D
The political turmoil of Milton's time
উত্তরের বিবরণ
Paradise Lost-এর কেন্দ্রীয় থিম হলো ঈশ্বরের প্রতি আনুগত্য এবং অবাধ্যতার ভয়ঙ্কর ফলাফল। কবিতার প্রথম লাইনই এই থিমটি ঘোষণা করে:
"Of Man's First Disobedience, and the Fruit / Of that Forbidden Tree, whose mortal taste / Brought Death into the World, and all our woe."
-
শয়তানের অবাধ্যতা:
-
কবিতা শুরু হয় শয়তানের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের পরিণতি দিয়ে।
-
তার অহংকারী অবাধ্যতা তাকে স্বর্গ থেকে উৎখাত এবং নরকে নিক্ষেপের শাস্তি দেয়।
-
-
আদম ও ইভের অবাধ্যতা:
-
গল্পের কেন্দ্রীয় কাহিনী হলো আদম ও ইভের অবাধ্যতা।
-
ঈশ্বর তাদের একটাই আদেশ দেন—জ্ঞান বৃক্ষের ফল না খাওয়া।
-
তাদের অবাধ্যতা মানবজাতির পতন, পাপ, মৃত্যু এবং কষ্টের সূচনা করে।
-
-
মুক্ত ইচ্ছার প্রকৃতি:
-
আনুগত্যের সঙ্গে যুক্ত মূল ধারণা হলো মুক্ত ইচ্ছা।
-
Milton দেখান যে দূত ও মানুষরা নিজের ইচ্ছায় ঈশ্বরের প্রতি আনুগত্য বা অবাধ্যতা বেছে নেয়।
-
তাদের পতন তাদের নিজস্ব সিদ্ধান্তের ফল, পূর্বনির্ধারিত নয়।
-
-
অবাধ্যতার পরবর্তী পথ:
-
কবিতায় দুইটি প্রতিক্রিয়ার ধারা দেখানো হয়েছে:
-
শয়তান অহংকারে আবদ্ধ থেকে বিদ্রোহ চালিয়ে যায়, যা পাপের অবনমন ঘটায়।
-
আদম ও ইভ পরবর্তীতে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করে, এবং মুক্তির দীর্ঘ পথে পা রাখে।
-
-
-
উপসংহার:
-
যদিও কবিতায় প্রাকৃতিক সৌন্দর্য, রাজনৈতিক সংকট বা বিদ্রোহের ব্যর্থতার দিকও আছে, মূল থিম হলো ঈশ্বরের আনুগত্য, অবাধ্যতা এবং এর মহাজাগতিক পরিণতি।
-

0
Updated: 9 hours ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 1 month ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 1 month ago
Gulliver's Travels was written by -
Created: 2 weeks ago
A
Thomas Hardy
B
Mark Twain
C
Daniel Defoe
D
Jonathan Swift
Gulliver's Travels
-
লেখক: Jonathan Swift
-
যুগ: Augustan Age, 18th Century
-
ধরন: Satirical Novel
-
প্রকাশ: 1726
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে যায়, ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙে যায়।
-
সে বেঁচে যায় এবং অদ্ভুত দেশে পৌঁছায় যেখানে লোকেরা ৬ ইঞ্চির নিচে।
-
লিলিপুটদের সঙ্গে বিভিন্ন ঘটনা ঘটে, পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সঙ্গে যুদ্ধেও সে জড়িত হয়।
-
শেষে Gulliver বেঁচে ফিরে আসে।
-
-
চারটি খন্ড:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the Country of the Houyhnhnms
-
Jonathan Swift
-
জাতীয়তা: Anglo-Irish
-
পেশা: Author ও Clergyman
-
বিশেষত্ব: ইংরেজি সাহিত্যের বিখ্যাত ব্যঙ্গরচয়িতা (Satirist)
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
-
Source: Britannica

0
Updated: 2 weeks ago
What new punishments are given to the serpent in Book Ten?
Created: 1 month ago
A
To lose wings
B
To crawl on belly and eat dust
C
To lose speech
D
To die in fire
সাপকে শাস্তি হিসেবে পেটের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিতে এবং আজীবন ধুলো খেতে বলা হয়। এটি প্রতারণার প্রতীক হিসেবে সাপের স্থায়ী অভিশাপ।

1
Updated: 1 month ago