Who informs Adam and Eve of their impending fall in Paradise Lost, Book IX?
A
God
B
Raphael
C
Satan
D
The Angel
উত্তরের বিবরণ
Paradise Lost-এ পতন মূলত Book IX-এ ঘটে, তবে আদম ও ইভকে সম্ভাব্য বিপদ ও হুমকির বিষয়ে সরাসরি জানানোর চরিত্র হলো আর্কঅ্যাঞ্জেল Raphael, বিশেষত Books V–VIII-এ।
-
ঈশ্বর Raphael-কে Garden of Eden-এ পাঠান, যার উদ্দেশ্য ছিল আদম ও ইভকে তাদের শত্রু শয়তান সম্পর্কে সতর্ক করা।
-
Raphael শয়তানের স্বর্গে বিদ্রোহ, পরাজয়, এবং নরকে উৎখাত হওয়ার গল্প বলেন।
-
তিনি স্পষ্ট করে জানান যে এই “malicious Foe” এখন মুক্ত এবং ঈর্ষা ও প্রতিশোধের কারণে ঈশ্বরের নতুন সৃষ্টিকে, অর্থাৎ মানবজাতিকে ধ্বংস করতে চাইছে।
-
Raphael-এর আগমন আদম ও ইভকে প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত করে, প্রয়োজনীয় জ্ঞান দিয়ে সজ্জিত করে।
-
Book IX-এ, ইভের সঙ্গে আলাদা কাজ করার বিষয়ে যুক্তি তর্ক করার সময় আদম সরাসরি এই সতর্কতার উল্লেখ করেন:
“…for thou know'st / What hath been warn'd us, what malicious Foe /...seeks to work us woe and shame / By sly assault.” -
উপসংহার:
-
পতনের সময় কেউ সরাসরি সতর্ক করে না, তবে ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো Raphael-এর সতর্কবার্তা ছিল সেই পূর্বাভাস যা তাদের পতনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-

0
Updated: 8 hours ago
Choose the correct indirect form of:
I said to him, "Will you lend me your books?"
Created: 4 weeks ago
A
I enquired of him whether he lend me his books.
B
I asked him whether he will lend me his books.
C
I enquired of him whether he would lend me his books.
D
I asked him whether he would lend me my books.
Direct to Indirect Speech (Interrogative Sentence)
• Example:
-
Direct: I said to him, "Will you lend me your books?"
-
Indirect: I enquired of him whether he would lend me his books.
• নিয়মাবলী:
-
Reporting verb: Interrogative sentence-এ direct speech-কে indirect speech-এ রূপান্তর করতে, প্রথমে reporting verb বসাতে হবে।
-
"said" এর পরিবর্তে প্রশ্নসূচক অর্থে asked/enquired of ব্যবহার হবে।
-
-
Auxiliary verb দিয়ে শুরু হলে: Direct speech থেকে inverted comma তুলে দিয়ে if/whether linker হিসেবে বসাতে হবে।
-
Reported speech-এর subject: Direct speech-এর subject বসবে। যদি subject second person হয়, তবে reporting verb-এর object অনুযায়ী পরিবর্তন হবে।
-
Tense পরিবর্তন: Reporting verb যদি past tense-এ থাকে এবং মূল verb-এর পূর্বে shall/will থাকে, তাহলে indirect speech-এ তা should/would-এ পরিবর্তিত হবে।
-
Sentence type পরিবর্তন: Interrogative sentence-টি indirect speech-এ সবসময় assertive sentence-এ পরিণত হবে।
• Structure:
Subject + ask/asked + object (যদি থাকে) + linker word + reported speech-এর subject + verb + বাকি অংশ
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 4 weeks ago
The play Murder in the Cathedral is based on the death of —
Created: 1 week ago
A
Thomas Becket
B
Thomas More
C
Richard II
D
Edward the Confessor
Murder in the Cathedral হলো টমাস স্টার্নস এলিয়টের রচিত একটি কাব্যনাট্য, যা দুটি অংশে বিভক্ত এবং এর মাঝে একটি গদ্যধর্মী sermon interlude রয়েছে। এটি এলিয়টের সবচেয়ে সফল নাটক হিসেবে বিবেচিত হয়। নাটকটি প্রথমবার ১৯৩৫ সালে Canterbury Cathedral-এ মঞ্চস্থ হয় এবং একই বছরে প্রকাশিত হয়। এখানে রাজা হেনরির আদেশে St. Thomas Becket-এর ক্যান্টারবেরি ক্যাথেড্রালে অন্যায়ভাবে নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরা হয়েছে। এজন্য একে অনেক সময় Miracle Play বা Saint’s Play-ও বলা হয়। এটি মূলত রাজনীতি ও ধর্মের দ্বন্দ্ব এবং আত্মোৎসর্গের মহিমা নিয়ে রচিত এক গভীর দার্শনিক নাটক। এর বিশেষ বৈশিষ্ট্য হলো প্রাচীন গ্রিক নাটকের আদলে Chorus-এর ব্যবহার।
T. S. Eliot-এর পুরো নাম Thomas Stearns Eliot। তিনি একজন খ্যাতিমান আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক। আধুনিক ইংরেজি সাহিত্যে তাঁর অভিনব রচনা ও চিন্তাধারা বিশেষ প্রভাব ফেলেছিল। তাঁকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে গণ্য করা হয়। ১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং আধুনিক কবিতার ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেন।
এলিয়টের বিখ্যাত নাটক
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Family Reunion
-
The Elder Statesman
-
The Trail of a Judge
এলিয়টের বিখ্যাত কবিতা ও রচনা
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets
-
The Sacred Wood (Collection of Essays)

0
Updated: 1 week ago
Which kind of literary work is Donne's "Anniversaries"?
Created: 1 month ago
A
Short story
B
Play
C
Novel
D
Poem
"Anniversaries" হল একটি কবিতা, যা রচনা করেছেন John Donne।
Anniversaries
-
একটি দীর্ঘ কবিতা (long poem)।
-
রচিত হয়েছিল কবির চাকরীর অধীনে থাকা এক মেয়ের মৃত্যুর স্মরণে।
-
মৃত মেয়েটির বয়স ছিল মাত্র ১৪।
John Donne
-
একজন English poet।
-
মেটাফিজিক্যাল স্কুলের প্রধান কবি।
-
প্রেম ও ধর্ম বিষয়ক কবিতার জন্য বিখ্যাত।
-
তাকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ প্রেমকবি হিসেবেও বিবেচনা করা হয়।
প্রধান কবিতা
-
The Good-Morrow
-
The Flea
-
The Ecstasy
-
The Sun Rising
-
The Canonization
-
Twicknam Garden
-
For Whom The Bell Tolls
Source: SparkNotes, Britannica

0
Updated: 1 month ago