Who informs Adam and Eve of their impending fall in Paradise Lost, Book IX?
A
God
B
Raphael
C
Satan
D
The Angel
উত্তরের বিবরণ
Paradise Lost-এ পতন মূলত Book IX-এ ঘটে, তবে আদম ও ইভকে সম্ভাব্য বিপদ ও হুমকির বিষয়ে সরাসরি জানানোর চরিত্র হলো আর্কঅ্যাঞ্জেল Raphael, বিশেষত Books V–VIII-এ।
-
ঈশ্বর Raphael-কে Garden of Eden-এ পাঠান, যার উদ্দেশ্য ছিল আদম ও ইভকে তাদের শত্রু শয়তান সম্পর্কে সতর্ক করা।
-
Raphael শয়তানের স্বর্গে বিদ্রোহ, পরাজয়, এবং নরকে উৎখাত হওয়ার গল্প বলেন।
-
তিনি স্পষ্ট করে জানান যে এই “malicious Foe” এখন মুক্ত এবং ঈর্ষা ও প্রতিশোধের কারণে ঈশ্বরের নতুন সৃষ্টিকে, অর্থাৎ মানবজাতিকে ধ্বংস করতে চাইছে।
-
Raphael-এর আগমন আদম ও ইভকে প্রলোভনের বিরুদ্ধে প্রতিরোধের জন্য প্রস্তুত করে, প্রয়োজনীয় জ্ঞান দিয়ে সজ্জিত করে।
-
Book IX-এ, ইভের সঙ্গে আলাদা কাজ করার বিষয়ে যুক্তি তর্ক করার সময় আদম সরাসরি এই সতর্কতার উল্লেখ করেন:
“…for thou know'st / What hath been warn'd us, what malicious Foe /...seeks to work us woe and shame / By sly assault.” -
উপসংহার:
-
পতনের সময় কেউ সরাসরি সতর্ক করে না, তবে ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো Raphael-এর সতর্কবার্তা ছিল সেই পূর্বাভাস যা তাদের পতনের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
0
Updated: 1 month ago
How does Satan deceive his fellow fallen angels after the temptation?
Created: 2 months ago
A
He admits his failure
B
He tells them they are still in danger
C
He boasts of victory over humankind
D
He asks for forgiveness
শয়তান তার সঙ্গীদের সামনে অহংকার করে বলে যে, সে মানবকে পতিত করতে পেরেছে। তার চোখে এটা এক বিরাট জয়। কিন্তু পরে দেখা যায়, তাদের উল্লাস বৃথা। কারণ এই পাপ তাদের নিজের ভাগ্যও চিরকালের জন্য বন্ধ করে দেয়।
0
Updated: 2 months ago
In Book 10, what is Eve’s immediate emotional reaction after realizing the consequences of their fall?
Created: 1 month ago
A
She blames Adam entirely and distances herself from him.
B
She expresses deep remorse and suggests suicide to avoid future misery.
C
She prays directly to God, begging for immediate forgiveness.
D
She shows anger towards Satan for misleading her.
দশম খণ্ডে পতনের পর হাওয়ার মনের মধ্যে গভীর অনুশোচনা জন্মায়। সে বুঝতে পারে, তাদের ভুলের কারণে মানবজাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে।
ভয়, দুঃখ এবং লজ্জায় সে ভেঙে পড়ে। হাওয়া ভাবতে শুরু করে, তাদের বংশধররা কষ্টে জীবন যাপন করবে। এ ভয়াবহ পরিণতি থেকে মুক্তির উপায় হিসেবে সে আত্মহত্যার প্রস্তাব দেয়।
আত্মহত্যার চিন্তা আসলে তার অসহায়তার প্রকাশ। সে ভাবে, যদি তারা সন্তান জন্ম না দেয়, তবে পাপ আর ছড়াবে না। কিন্তু আদম তাকে বোঝায় যে এটি ঈশ্বরের পরিকল্পনার বিরোধী। ফলে তারা ধীরে ধীরে ঈশ্বরের করুণার উপর নির্ভর করার সিদ্ধান্ত নেয়।
এখানে মিলটন হাওয়ার চরিত্রের মানবীয় দিক ফুটিয়ে তুলেছেন। পতনের আগে সে জ্ঞান অর্জনের লোভে ভুল করেছিল, আর পতনের পরে সে ভেঙে পড়া, ভয়, এবং হতাশায় নিমগ্ন হয়। এর মধ্য দিয়ে মানব প্রকৃতির ভঙ্গুরতা ও দুঃখ প্রকাশ পায়।
4
Updated: 1 month ago
What curse does God place on Eve specifically?
Created: 2 months ago
A
Eternal silence
B
Loss of beauty
C
Pain in childbirth and submission to husband
D
Shortened life span
ঈশ্বর ইভকে প্রসব যন্ত্রণার শাস্তি দেন এবং বলে দেন যে তাকে স্বামী আদমের অধীনে থাকতে হবে। এটি মানব ইতিহাসে লিঙ্গভিত্তিক শ্রম ও কষ্টের সূচনা। মিল্টন দেখাতে চান, পাপ শুধু আধ্যাত্মিক নয়, দৈনন্দিন জীবনেও গভীর প্রভাব ফেলে।
0
Updated: 2 months ago