সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?
A
১৯৮৫ সালে ঢাকায়
B
১৯৮৩ সালে দিল্লীতে
C
১৯৮৪ সালে কলম্বোতে
D
১৯৮৬ সালে মালেতে
উত্তরের বিবরণ
SAARC (দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা)
-
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation, অর্থাৎ দক্ষিণ এশিয়ার বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ ডিসেম্বর ১৯৮৫, ঢাকা, বাংলাদেশ।
-
সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।
-
বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য দেশ সংখ্যা: ৭টি।
-
বর্তমানে সদস্য দেশ সংখ্যা: ৮টি।
-
সদস্য দেশসমূহ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান যোগদান করেছে ২০০৭ সালের ৩ এপ্রিল।
তথ্যসূত্র: SAARC-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
Created: 6 days ago
A
মালদ্বীপ
B
নেপাল
C
শ্রীলংকা
D
উপরের কোনটিই নয়
উ. ঘ) উপরের কোনটিই নয়
সার্কভুক্ত সকল দেশেরই বাংলাদেশে দূতাবাস বা উচ্চ কমিশন রয়েছে। সার্কের সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তান।
-
এই আটটি দেশের প্রত্যেকেরই বাংলাদেশের রাজধানী ঢাকায় কূটনৈতিক মিশন বা দূতাবাস রয়েছে।
-
এসব দূতাবাসের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা বিনিময় কার্যক্রম পরিচালিত হয়।
-
সুতরাং সার্কভুক্ত এমন কোনো দেশ নেই যার দূতাবাস বাংলাদেশে নেই।
-
তাই সঠিক উত্তর “উপরের কোনটিই নয়”।
0
Updated: 6 days ago
সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভুটান
B
মালদ্বীপ
C
পাকিস্তান
D
আফগানিস্তান
সার্ক (SAARC)
পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা)
প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৮৫, ঢাকা, বাংলাদেশ
প্রথম সম্মেলন: ঢাকায় অনুষ্ঠিত
প্রাথমিক সদস্য সংখ্যা: ৭টি দেশ
বর্তমান সদস্য সংখ্যা: ৮টি দেশ
-
সদস্য রাষ্ট্রগুলো: বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান (২০০৭ সালে অন্তর্ভুক্ত)
সচিবালয়: কাঠমান্ডু, নেপাল
প্রধান: সেক্রেটারি জেনারেল
সার্কের লক্ষ্য ও উদ্দেশ্য:
-
সদস্য দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা
-
এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সংস্কৃতির বিকাশ নিশ্চিত করা
-
দক্ষিণ এশিয়ার দেশগুলোকে জাতীয়ভাবে আত্মনির্ভরশীল করে তোলা
-
রাষ্ট্রগুলোর সাধারণ স্বার্থে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করা
-
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতার সম্পর্ক স্থাপন
0
Updated: 1 month ago
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
Created: 3 months ago
A
১৯৭৫ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৭ সালে
D
১৯৯০ সালে
SAARC
SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।
⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।
উৎস: SAARC ওয়েবসাইট।
0
Updated: 3 months ago