What is the primary relationship between the allegorical figures of Sin and Death?
A
They are brother and sister.
B
They are mother and son
C
They are husband and wife
D
They are father and daughter
উত্তরের বিবরণ
Paradise Lost-এ Sin এবং Death এর সম্পর্ক একটি অতি পরিচিত আলেগরি হিসেবে বিবেচিত, এবং তাদের উৎপত্তি Book II-তে প্রকাশ পায় যখন Satan তাদেরকে Hell-এর দ্বারে সম্মুখীন হয়। এই কাহিনী পাপ, অপরাধ ও অসভ্য সৃষ্টির জটিলতা ফুটিয়ে তোলে।
-
Sin-এর জন্ম: Sin Satan-কে বলে যে সে তার কন্যা, এবং সে সম্পূর্ণ রূপে Satan-এর মাথা থেকে Heaven-এ জন্ম নেয় ঠিক সেই মুহূর্তে যখন Satan প্রথমবার ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের ভাবনা চিন্তা করে। এই জন্ম বিদ্রোহ ও নৈতিক বিকৃতির তাত্ক্ষণিক প্রকাশ।
-
Death-এর জন্ম: Heaven থেকে বিতাড়িত হওয়ার পর, Satan তার কন্যা Sin-এর প্রতি আকর্ষিত হয় এবং তাকে ধর্ষণ করে। এই অশ্লীল সম্পর্কের ফলশ্রুতিতে জন্ম নেয় Death, যে Satan এবং Sin-এর পুত্র, অর্থাৎ Sin হল তার মাতা।
-
আলেগরিক অর্থ: তাদের সম্পর্ক একটি Holy Trinity-এর ভয়ঙ্কর ব্যঙ্গ। Satan "পিতা" হিসেবে কাজ করে, তার মস্তিষ্ক থেকে জন্ম নেয় Sin, যা ঈশ্বরীয় জন্মের বিকৃত প্রতিরূপ (যেমন পুত্রের পিতার সঙ্গে সম্পর্ক বা Zeus থেকে Athena-এর জন্ম)। তাদের অশ্লীল সন্তান Death প্রমাণ করে পাপের চক্র কিভাবে প্রজন্মের মধ্য দিয়ে বিস্তার পায়।
এই কাহিনী Milton-এর পাপ, নৈতিক বিপর্যয় এবং ঈশ্বরীয় নিয়মের বিরুদ্ধে বিদ্রোহের পরিণতি তুলে ধরে।
0
Updated: 1 month ago
What do Adam and Eve use to cover their nakedness?
Created: 2 months ago
A
Animal skins
B
Fig leaves
C
Flowers
D
Grass
আদম ও ইভ তাদের নগ্নতা ঢাকতে ডুমুরপাতা ব্যবহার করে। এটি প্রতীক যে, পাপ মানুষকে আত্মসচেতন ও লজ্জিত করে তোলে। আগে তারা নির্দোষভাবে মুক্ত ছিল, কিন্তু পাপের পর তারা নিজেদের অস্বস্তিকর অবস্থায় দেখতে পায়। এভাবেই পাপ মানুষের স্বাভাবিক জীবনে পরিবর্তন আনে।
1
Updated: 2 months ago
What does Adam say after deciding to eat the fruit?
Created: 2 months ago
A
“This fruit is sweeter than life.”
B
“God will forgive us surely.”
C
“Better to die with Eve than live alone.”
D
"I with thee have fixed my lot, / Certain to undergo like doom."
আদম বলে, ইভ ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই সে মৃত্যুকেও বেছে নেয় যদি ইভের সঙ্গে থাকতে পারে। এই উক্তি তার গভীর প্রেমের প্রমাণ, তবে একই সঙ্গে এটি ঈশ্বরের প্রতি অবাধ্যতা। আদম প্রেমকে কর্তব্যের ঊর্ধ্বে রাখে, যা তার পতনের কারণ হয়ে দাঁড়ায়।
0
Updated: 2 months ago
The opening of Paradise Lost features Milton asking a "Heav'nly Muse" to inspire his work. This is an example of the epic feature known as a(n):
Created: 1 month ago
A
Invocation
B
Dedication
C
Soliloquy
D
Apostrophe
একটি invocation হলো কোনো দেবতা বা অতিপ্রাকৃত শক্তির কাছে সরাসরি সাহায্যের আবেদন, যা কবি তার কাব্য রচনার জন্য প্রার্থনা করে করে।
-
প্রাচীন মহাকাব্যে, কবিরা সাধারণত গ্রিক পুরাণের নয়টি মিউজের (Muses) একজনকে আহ্বান করতেন।
-
মিল্টন এই প্রথা খ্রিস্টীয় রূপে রূপান্তরিত করেন।
-
তিনি Holy Spirit-কে তার “Heav’nly Muse” হিসেবে আহ্বান করেন।
-
এই আত্মিক প্রেরণা, যাকে তিনি বর্ণনা করেন, শাস্ত্রকে অনুপ্রাণিত করেছে এবং তার মনকে আলোকিত করে, যাতে তিনি এই পবিত্র কাহিনী বলতে পারেন।
-
0
Updated: 1 month ago