What is the primary relationship between the allegorical figures of Sin and Death?
A
They are brother and sister.
B
They are mother and son
C
They are husband and wife
D
They are father and daughter
উত্তরের বিবরণ
Paradise Lost-এ Sin এবং Death-এর সম্পর্ক অন্যতম বিখ্যাত রূপক, যা Book II-এ প্রকাশ পায়, যখন শয়তান নরকের দরজায় তাদের সম্মুখীন হন।
-
Sin-এর জন্ম:
-
Sin শয়তানকে জানায় যে সে তার কন্যা।
-
সে পূর্ণাঙ্গ রূপে শয়তানের মস্তিষ্ক থেকে জন্মগ্রহণ করে, ঠিক সেই মুহূর্তে যখন শয়তান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের চিন্তা প্রথম ধারণ করেন।
-
-
Death-এর জন্ম:
-
স্বর্গ থেকে উৎখাত হওয়ার পর শয়তান তার কন্যা Sin-এর প্রতি আকৃষ্ট হন।
-
তিনি তাকে ধর্ষণ করেন, এবং এই অশ্লীল মিলনের ফলশ্রুতিতে জন্ম নেয় Death-এর ভয়ঙ্কর রূপ।
-
তাই Death হলো শয়তান ও Sin-এর সন্তান, যার মাতা Sin।
-
-
প্রতীকী অর্থ:
-
তাদের সম্পর্ক হলো পবিত্র ত্রিত্বের একটি বিকৃত ব্যঙ্গাত্মক রূপক।
-
শয়তান হলো “পিতা”
-
Sin হলো তার মন থেকে জন্ম নেওয়া কন্যা (অন্ধকারের সমান্তরাল, যেমন খ্রিস্টপুত্র পিতার সাথে সম্পর্কিত বা অ্যাথেনার জন্ম জিউস থেকে)
-
তাদের অশ্লীল সন্তানের নাম Death।
-
-
মূল সম্পর্কটি হলো মাতা ও পুত্র, যা পাপের চক্র থেকে জন্ম নেয়।
-

0
Updated: 8 hours ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 1 month ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 1 month ago
Why does Elizabeth reject Darcy’s first proposal?
Created: 2 weeks ago
A
She dislikes his wealth
B
She is already engaged
C
She is offended by his pride
D
She loves Wickham
Darcy প্রথম প্রস্তাবে Elizabeth-এর পরিবারকে অপমান করে এবং নিজের অহংকার প্রকাশ করে। Elizabeth তার আত্মসম্মানকে আঘাতপ্রাপ্ত মনে করে। এজন্য সে রাগের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীর সম্মান ও স্বাধীনতা বিয়েতে সবচেয়ে জরুরি। Elizabeth এই প্রত্যাখ্যানের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে।

0
Updated: 2 weeks ago
The poem "An Elegy Written in a Country Churchyard" was penned by which poet?
Created: 1 month ago
A
Thomas Gray
B
William Wordsworth
C
Lord Byron
D
William Blake
"An Elegy Written in a Country Churchyard" কবিতার রচয়িতা Thomas Gray। এটি ১৭৫১ সালে লেখা একটি বিখ্যাত Elegy, যা গ্রামের কবরস্থানকে কেন্দ্র করে সাধারণ মানুষের জীবন, মৃত্যু এবং তাদের গুণাবলীকে গভীরভাবে চিত্রিত করে। কবিতায় জীবনের ক্ষণস্থায়িতা ও মৃত্যুর অনিবার্যতা ফুটে উঠেছে।
Thomas Gray একজন প্রখ্যাত Graveyard Poet এবং Age of Sensibility-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
বিখ্যাত কবিতা: An Elegy Written in a Country Churchyard, Ode on a Distant Prospect of Eton College, The Bard, The Progress of Poesy।
উত্তর: Thomas Gray

0
Updated: 1 month ago