What does the Tree of Knowledge represent?
A
The boundary of human understanding
B
The one prohibition designed to test obedience
C
The source of all evil
D
A symbol of God's hidden wisdom
উত্তরের বিবরণ
Paradise Lost-এ Tree of Knowledge নিজে থেকেই কোন পাপের উৎস নয়, এবং এর প্রদত্ত জ্ঞানও স্বতঃসিদ্ধভাবে পাপ নয়। এর মূল তাৎপর্য হলো এটি ঈশ্বরের একমাত্র নেতিবাচক নির্দেশের বিষয়।
-
ঈশ্বর আদম ও ইভকে সারা উদ্যানের উপর অধিকার দেন এবং যেকোনো গাছের ফল খাওয়ার অনুমতি দেন, একমাত্র এই গাছ ব্যতীত।
-
তাই এই গাছের প্রধান উদ্দেশ্য হলো তাদের স্বাধীন ইচ্ছা এবং আনুগত্যের পরীক্ষা।
-
ঈশ্বর চেয়েছিলেন যে তাদের আনুগত্য বাধ্যতামূলক বা যান্ত্রিক না, বরং স্বতঃস্ফূর্ত ভালোবাসার দ্বারা হোক।
-
একমাত্র বিধিনিষেধ দিয়ে, ঈশ্বর তাদের বেছে নেওয়ার ক্ষমতা প্রদান করেন।
-
-
ঈশ্বরের কর্তৃত্বের প্রতীক:
-
নিষেধাজ্ঞা দেখায় ঈশ্বরের নিয়ন্ত্রণ ও আদেশের অধিকার এবং সৃষ্টির প্রতি মানুষের আনুগত্যের দায়িত্ব।
-
-
স্বাধীন ইচ্ছার পরীক্ষা:
-
মিল্টনের উদ্দেশ্য হলো “justify the ways of God to men”।
-
গাছ প্রমাণ করে পতন নির্ধারিত ছিল না, বরং এটি ছিল আবেদনমুলক অবাধ্যতার ফল। আদম ও ইভকে “free to fall” সৃষ্টি করা হয়েছিল।
-
-
পাপ কর্মের মধ্যে, বস্তুতে নয়:
-
পাপ ফলের মধ্যে নয়, বরং ঈশ্বরের সরল আদেশ অমান্য করার কর্মে।
-
ফল খাওয়া হলো তাদের আধ্যাত্মিক সিদ্ধান্তের শারীরিক প্রকাশ, যেখানে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের ইচ্ছার উপরে রাখে।
-
-
অন্য বিকল্পগুলো কিছুটা সত্য, যেমন এটি সীমার প্রতীক (A) এবং কিছুটা জ্ঞান দেয় (D), কিন্তু থিওলজিক্যাল কাঠামোর মূল ফাংশন হলো আনুগত্যের পরীক্ষার কেন্দ্রবিন্দু।

0
Updated: 9 hours ago
What was the real name of Victorian novelist George Eliot?
Created: 6 days ago
A
George Robbert Gissing
B
Emily Bronte
C
Elizabeth Barrett Browning
D
Mary Ann Evans
George Eliot ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন উল্লেখযোগ্য সাহিত্যিক, যার আসল নাম Mary Ann Evans। তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন এবং 19th century-এর একজন প্রভাবশালী লেখক ছিলেন।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 22 নভেম্বর 1819, Chilvers Coton, Warwickshire, England; মৃত্যু 22 ডিসেম্বর 1880, London।
-
তিনি একজন Victorian writer।
-
ছদ্মনাম: George Eliot
প্রসিদ্ধ সাহিত্যকর্মসমূহ:
-
The Mill on the Floss
-
Scenes of Clerical Life
-
Adam Bede
-
Silas Marner
-
Romola
-
Middlemarch
উৎস:

0
Updated: 6 days ago
Who is the novelist of the novel "The Rainbow"?
Created: 4 weeks ago
A
William Faulkner
B
D. H. Lawrence
C
George Orwell
D
James Joyce
The Rainbow
Novelist: D. H. Lawrence
-
The Rainbow উপন্যাসটি প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের কিছুদিনের মধ্যেই এতে যৌন উপাদানের বিস্তৃতি থাকায় উপন্যাসটিকে অশ্লীল (Obscene) ও আপত্তিকর হিসেবে ঘোষণা করা হয়।
-
পরবর্তীতে উপন্যাসটি নিষিদ্ধ হয়।
-
কাহিনিতে আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের দ্বন্দ্ব এবং এর মানব মনের উপর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়েছে।
-
Lawrence বিবাহপ্রথাকে তাঁর লেখায় প্রায়শই অসফল ও অপ্রয়োজনীয় বলে দেখানোর চেষ্টা করেছেন বলে মনে করা হয়।
-
উপন্যাসটির মূল কেন্দ্রে রয়েছে Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী।
Main Characters
-
Tom Brangwen
-
Lydia Lensky
-
Tilly
-
Anna Lensky
-
William (Will) Brangwen
-
Ursula Brangwen
D. H. Lawrence (1885–1930)
-
পূর্ণ নাম: David Herbert Lawrence।
-
তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক।
-
তাঁর বিখ্যাত উপন্যাস Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে ২০শ শতাব্দীর অন্যতম প্রভাবশালী ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করে।
Notable Novels
-
Lady Chatterley’s Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
📌 Additional Note:
-
The Rainbow একটি উপন্যাস হলেও, “My Heart Leaps Up” হলো একটি কবিতা, যা লিখেছেন William Wordsworth।
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman

0
Updated: 4 weeks ago
"Life is but a walking shadow, a poor player" - This quote is from -
Created: 2 weeks ago
A
Macbeth
B
As You Like It
C
Hamlet
D
Othello
Macbeth
-
লেখক: William Shakespeare
-
ধরন: Tragedy
-
প্রথম লেখা: 1607 (প্রকাশিত 1623)
-
মূল চরিত্র: Macbeth (tragic hero)
-
কাহিনী সংক্ষেপ:
-
Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত General।
-
তিন ডাইনী ভবিষ্যদ্বাণী করেন যে Macbeth হবে Scotland-এর রাজা।
-
তার স্ত্রী’র উত্সাহে Macbeth রাজাকে হত্যা করে ও আরো হত্যাকাণ্ড ঘটায়।
-
ফলশ্রুতিতে গৃহযুদ্ধ এবং আরও মৃত্যু সংঘটিত হয়।
-
নাটকটি অত্যন্ত সংক্ষিপ্ত এবং Shakespeare-এর ছোট Tragedy গুলোর মধ্যে অন্যতম।
-
বিখ্যাত উক্তি:
-
"Life is but a walking shadow, a poor player"
-
"Fair is foul, and foul is fair"
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand"
-
"What's done cannot be undone"
William Shakespeare
-
জন্ম ও মৃত্যু: 23 April 1564 – 23 April 1616
-
জন্মস্থান: Stratford Avon, England
-
পেশা: Poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, Swan of Avon
-
রচনা: 37 plays, 154 sonnets
Source: Britannica

0
Updated: 2 weeks ago