Milton begins the poem with the fallen angels already in Hell, only later explaining their rebellion. This epic convention of starting in the middle of the plot is called:
A
Prologue
B
In medias res
C
Flashback
D
Foreshadowing
উত্তরের বিবরণ
In medias res ল্যাটিন শব্দ যার অর্থ “into the middle of things”। এটি প্রাচীন মহাকাব্যের একটি প্রচলিত বৈশিষ্ট্য, যেখানে গল্পটি সরাসরি গুরুত্বপূর্ণ ঘটনার মাঝখান থেকে শুরু হয়, ক্রমানুসারে শুরু না হয়।
-
প্রয়োজনীয় প্রেক্ষাপট পরে flashback-এর মাধ্যমে দেওয়া হয়।
-
উদাহরণস্বরূপ, Paradise Lost-এ রাফায়েল আদমকে স্বর্গের যুদ্ধে কী ঘটেছিল তা ব্যাখ্যা করার সময় এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

0
Updated: 9 hours ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 5 days ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare

0
Updated: 5 days ago
In which Book do Adam and Eve quarrel after eating the fruit?
Created: 1 month ago
A
Book 1
B
Book 9
C
Book 10
D
Book 12
Book 9-এ ইভ আদমকে দোষারোপ করে, আর আদম ইভকে দোষ দেয়। পতনের ফলেই এ দ্বন্দ্ব সৃষ্টি হয়।

0
Updated: 1 week ago
The phrase "Beauty is truth, truth beauty" appears in which work?
Created: 1 month ago
A
Ode on a Grecian Urn
B
de to a Nightingale
C
To Autumn
D
The Raven
“Beauty is truth, truth beauty” বাক্যটি John Keats-এর কবিতা Ode on a Grecian Urn থেকে নেওয়া।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
লেখক: John Keats
-
প্রকাশিত: ১৮২০
-
কবিতার থিম: একটি প্রাচীন গ্রিক মাটির জারকে কেন্দ্র করে চিরন্তন সৌন্দর্য, সত্য ও শিল্পের সম্পর্ক
-
শেষ দুই লাইন:
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
উল্লেখযোগ্য বিষয়:
-
কবিতায় Keats বলেন যে যা সত্য তা সুন্দর, যা সুন্দর তা সত্য—দুইটির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।
-
আরেকটি বিখ্যাত লাইন: “Heard melodies are sweet, but those unheard, are sweeter.”
-
Keats Romantic যুগের একজন প্রধান ইংরেজ কবি ছিলেন, এবং মাত্র ২৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
উত্তর: ক) Ode on a Grecian Urn

0
Updated: 1 month ago