The central topic of Adam and Eve's debate before separating is:
A
Love vs. Duty
B
Work vs. Rest
C
Free will vs. Security
D
Knowledge vs. Happiness
উত্তরের বিবরণ
Paradise Lost-এর Book IX-এর শুরুতে আদম ও ইভের বিতর্ক একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যা সরাসরি প্রলোভনের পূর্বে ঘটে। তাদের মতভেদ মূলত দুইটি পরস্পরবিরোধী মানের উপর ভিত্তি করে।
-
ইভের যুক্তি (Free Will):
-
ইভ তার স্বাধীনতা ও গুণের পরীক্ষা করার অধিকার দাবি করেন।
-
তার মতে, যদি তাদের আনুগত্য কখনো পরীক্ষিত না হয়, তা অর্থহীন।
-
তিনি বলেন: “And what is faith, love, virtue unassayed?”
-
ইভ চায় সম্ভাব্য বিপদের মুখোমুখি হয়ে নিজের শক্তি প্রমাণ করার সুযোগ, কারণ সত্যিকারের গুণ পরীক্ষার মুখোমুখি হয়ে স্বতঃস্ফূর্তভাবে বেছে নেওয়া স্বাধীন সিদ্ধান্তের মধ্যে নিহিত।
-
-
আদমের যুক্তি (Security):
-
আদম, স্বর্গদূত রাফায়েলের সতর্কতা মনে রেখে, নিরাপত্তা ও সুরক্ষা-কে অগ্রাধিকার দেন।
-
তিনি মনে করেন তারা একসাথে থাকলে বেশি শক্তিশালী ও নিরাপদ, এবং প্রলোভন অনুসন্ধান করা বুদ্ধিমানের কাজ নয়।
-
তার যুক্তি, সতর্ক থাকার মাধ্যমে ঈশ্বরের প্রতি আনুগত্য বজায় থাকে, কারণ তিনি বলেন, “no dishonor” তাদের সতর্ক থাকার মধ্যে নেই।
-
-
চূড়ান্ত সিদ্ধান্ত:
-
আদম রাজি হন না ইভের শক্তিতে বিশ্বাস রেখে, বরং তার স্বাধীন ইচ্ছার প্রতি সম্মান দেখিয়ে।
-
তিনি বলেন, “stay, not free, absents thee more”, অর্থাৎ জোর করে তাকে রাখলে ঈশ্বর প্রদত্ত স্বাধীন সিদ্ধান্তের মূল নীতি লঙ্ঘন হতো।
-
-
এই বিতর্ক মূলত নিরাপত্তার আকাঙ্ক্ষা বনাম স্বাধীন ইচ্ছার ব্যবহার—দুটি পরস্পরবিরোধী মূল্যের সংঘর্ষ।

0
Updated: 9 hours ago
The bird swooped down and caught its prey. The underlined word is used here as a/an-
Created: 7 hours ago
A
Adjective
B
Preposition
C
Adverb
D
Verb
• The bird
swooped down and caught its prey.
- Here, 'down' is an Adverb.
- পাখিটি হঠাৎ নিচে নেমে এসে তার শিকার ধরে ফেলল।
- 'swooped' verb কে modify করায়, 'down' এখানে
adverb হবে।
• Down (Adverb)
- English Meaning: toward or in a lower physical position
- Bangla Meaning: নিচে; দুর্দশায়।
• Example sentence:
- Don't look down.
- Bangla meaning: নিচের দিকে তাকিও না।
Down শব্দটি বিভিন্ন
parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
• Down (Adjective)
Example sentence:
- The window shades were down.
- Bangla meaning: জানালার পর্দাগুলো নামানো ছিল।
• Down (Preposition)
Example sentence:
- She fell down the stairs.
- Bangla meaning: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
• Down (Verb)
Example sentence:
- The storm downed power lines throughout the city.
- Bangla meaning: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।

0
Updated: 7 hours ago
She had to make the long trek ____ foot.
Created: 4 days ago
A
on
B
by
C
in
D
with
Complete Sentence:
-
She had to make the long trek on foot.
On foot (Phrase):
-
Meaning: Walking rather than traveling by car or using other transport.
-
If you go somewhere on foot, you walk there.
-
অর্থাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
-
Example:
-
It takes about 30 minutes on foot, or 10 minutes by car.

0
Updated: 4 days ago
Which character famously says: “I could easily forgive his pride, if he had not mortified mine.”?
Created: 2 weeks ago
A
Elizabeth
B
Darcy
C
Jane
D
Charlotte
এই উক্তিটি Elizabeth Darcy সম্পর্কে বলে, যখন Darcy তাকে প্রথম বলেছিল যে সে “not handsome enough”। Elizabeth-এর আঘাত পাওয়া অহংকারই তার prejudice তৈরি করে। সে Darcy-এর সব ভালো দিক উপেক্ষা করে তাকে অহংকারী ভাবে। এই উক্তি পুরো কাহিনির মূল দ্বন্দ্ব বোঝায়—Elizabeth-এর prejudice Darcy-এর pride-এর প্রতিক্রিয়া। পরে Darcy চিঠির মাধ্যমে সত্য প্রকাশ করলে Elizabeth বুঝতে পারে তার বিচার ভুল।

0
Updated: 2 weeks ago